বিগত বছরের প্রশ্নাবলি
 
  1. Question: জনি ও মনি দুইজন অংশীদারের মুনাফা বন্টন অনুপাত ৪:১। টনি কে ১/৩ অংশ মুনাফা প্রদানের চুক্তিতে তারা ব্যবসায়ে নতুন অংশীদার হিসবে গ্রহণ করল। টনি মূলধন বাবদ ৩,৫০,০০০ টাকা ও সুনাম বাবদ ২,৫০,০০০ টাকা প্রদান করলে মুনাফা বণ্টনের নতুন অনুপাত কত?

    A
    ৮:৫:২

    B
    ৮:২:৫

    C
    ৪:২:৫

    D
    ২:৮:৫

    Note: Not available
    1. Report
  2. Question: আফরিন কোম্পানির সমাপনী মজুদ পণ্য ৪,০০০ টাকা কম দেখানো হয়েছে। বর্তমান হিসাব বছরের বিক্রিত পণ্যের ব্যয় এবং নীট আয়ের উপর প্রভাব হবে যথাক্রমে-

    A
    কম প্রদশির্ত হবে এবং বেশি প্রদর্শিত হবে

    B
    কম প্রদর্শিত হবে এবং কম প্রদর্শিত হবে

    C
    বেশি প্রদর্শিত হবে এবং বেশি প্রদর্শিত হবে

    D
    বেশি প্রদর্শিত হবে এবং কম প্রদশির্ত হবে

    Note: Not available
    1. Report
  3. Question: একটি পণ্যের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের ৩০০%। পণ্যটির ক্রয়মূল্য ৯০ টাকা হলে লাভের পরিমাণ কত?

    A
    ১৮০ টাকা

    B
    ২৭০ টাকা

    C
    ৯০ টাকা

    D
    ২১০ টাকা

    Note: Not available
    1. Report
  4. Question: সমাপনী জাবেদার পর কোন হিসাবের জের শূণ্য হবে না?

    A
    অবচয়

    B
    বেতন

    C
    বিলম্বিত বিজ্ঞাপন

    D
    ভাড়া

    Note: Not available
    1. Report
  5. Question: সমাপনী জাবেদার পর কোন হিসাবের জের শূণ্য হবে না?

    A
    অবচয়

    B
    বেতন

    C
    বিলম্বিত বিজ্ঞাপন

    D
    ভাড়া

    Note: Not available
    1. Report
  6. Question: দায় মালিকানা স্বাত্ব অনুপাত ৩০%। মোট দায় ৩৬,০০০ টাকা হলে মোট সম্পত্তির পরিমাণ কত?

    A
    ১৫৬,০০০ টাকা

    B
    ১,৫০,০০০ টাকা

    C
    ১,৬৬,০০০ টাকা

    D
    ১,২০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী কোনটি উদ্বৃত্তপত্রের ছক?

    A
    ফর্ম-বি

    B
    টেবিল এ

    C
    তালিকা-১১

    D
    ফরম-০৯

    Note: Not available
    1. Report
  8. Question: নিম্নের কারা হিসাববিজ্ঞানের তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী নন?

    A
    উৎপাদন পরিদর্শক

    B
    বাজারজাতকরণ ব্যবস্থাপক

    C
    বিনিয়োগকারী

    D
    কোম্পানির কর্মকর্তাগণ

    Note: Not available
    1. Report
  9. Question: কোম্পানি যে দলিলের মাধ্যমে জনাসাধারণকে শেয়ার ও ঋণপত্র ক্রয়ের আমন্ত্রণ জানায় তাকে কী বলা হয়ঃ

    A
    স্মারকলিপি

    B
    বিবরণপত্র

    C
    পরিমেল নিয়মাবলি

    D
    নিবন্ধন পত্র

    Note: Not available
    1. Report
  10. Question: ব্যাংক সমন্বয় বিরণী তৈরি করা হয় যে হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী?

    A
    পূর্ণ প্রকাশ নীতি

    B
    চলমান ধারণা

    C
    সমন্বয় নীতি

    D
    মিলকরণ নীতি

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd