বিগত বছরের প্রশ্নাবলি
 
  1. Question: নিম্নলিখিত তথ্যসমূহ হতে মোট বিক্রয় ও নিট মুনাফা কত টাকা হবে তা নির্ণয় কর: বিক্রিত পণ্যের ব্যয় ৮৩,৯০০ টাকা, মোট মুনাফা ৭৯,৬০০ টাকা এবং পরিচালনা খরচ ৩৯,৫০০ টাকা।

    A
    ৫৩,৩০০ ও ৪৩,৮০০০

    B
    ১,২০,০০০ ও ৯০,০০০

    C
    ১,৩৬,৫০০ ও ১,৪২,২০০

    D
    ১,৬৩,৫০০ ও ৪০,১০০

    E
    ১,৬৩,৫০০ ও ১,২৪,০০০

    Note: Not available
    1. Report
  2. Question: নিচের কোনটি আয় বিবরণীতে দেখানো হয় না?

    A
    লাভ ও লোকসানসমূহ

    B
    শেয়ার প্রিমিয়াম

    C
    আয়কর খরচ

    D
    বিক্রয় বাট্টা

    E
    অপরিচালন খাত হতে আয়

    Note: Not available
    1. Report
  3. Question: নিম্নের কোনটি অলীক সম্পত্তি?

    A
    সুনাম

    B
    ব্যবসায় চিহ্ন

    C
    প্রাথমিক খরচ

    D
    লাইসেন্সিং

    E
    কপিরাইট

    Note: Not available
    1. Report
  4. Question: নিম্নের কোনটি হিসাব সমীকরণের বর্ধিত প্রকাশ?

    A
    সম্পত্তি+দায়=মালিকের মূলধন+মালিকের উত্তোলন=আয়+ব্যয়

    B
    সম্পদ=দায়+মালিকের মূলধন+মালিকের উত্তোলন+আয়-ব্যয়

    C
    সম্পদ=দায়+মালিকের মূলধন-মালিকের উত্তোলন+আয়-ব্যয়

    D
    সম্পদ=দায়+মালিকের মূলধন-মালিকের উত্তোলন+আয়-ব্যয

    E
    সম্পদ+দায়=মালিকের মূলধন-মালিকের উত্তোলন+আয়-ব্যয়

    Note: Not available
    1. Report
  5. Question: হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে এন.এস কর্পোরেশন তার আয় নগদ আদায়ের পরিবর্তে অর্জিত হলেই হিসাবভুক্ত করে?

    A
    ঐতিহাসিক ব্যয়

    B
    পূর্ণাঙ্গ প্রকাশ

    C
    আয় স্বীকৃতি

    D
    ব্যবসায়িক সত্তা

    E
    রক্ষণশীলতা

    Note: Not available
    1. Report
  6. Question: এপেক্স লি. এর ৩১ ডিসেম্বর ২০১১ তারিখে সমাপ্ত বৎসরের নিয়মিত কার্যাবলির তথ্যসমূহ নিম্নে দেয়া হল: বিক্রয় ১০,০০০ টাকা; বিক্রয় খরচ ১,২৫,০০ টাকা; মোট মুনাফার হার ৩০%;প্রশাসনিক খরচ ৫০,০০০ টাকা; ৩১/১২/২০১০ তারিখের সমাপ্তি মজুদ ৬০,০০০ টাকা উক্ত ২০১১ সনের মজুদপন্যের আবর্তনের সময় কত মাসে?

    A
    ১/১৬

    B
    ০.৯৬

    C
    ০.৮৪

    D
    ১.২

    E
    ১.০২

    Note: Not available
    1. Report
  7. Question: নিম্নের কোন ঘটনাটি লেনদেন নয়?

    A
    হিসাব কালের অপরিশোধিত বেতন

    B
    সেবাদান হতে আয় যা অর্জিত হয়েছে, কিন্তু পাওয়া হয়নি

    C
    মজুদপণ্যের মূল্য বৃদ্ধি

    D
    দুর্ঘটনায় নষ্ট হওয়া পণ্য

    E
    হিসাবকালের জন্য-উপযোগ মূলক কাজের বিল, যা পাওয়া গেছে কিন্তু পরিশোধ করা হয়নি

    Note: Not available
    1. Report
  8. Question: ত্বরিত অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোনটি বিবেচনা করা হয় না?

    A
    নগদ টাকা

    B
    প্রাপ্য হিসাব

    C
    অগ্রিম প্রদত্ত খরচ

    D
    মজুদ পণ্য

    E
    প্রদেয় হিসাব

    Note: Not available
    1. Report
  9. Question: সকল সম্পদ ডেবিট ও সকল দায় এবং মালিকানা স্বত্ব ক্রেডিট হলে জাবেদাটির ধরন কিরূপ হবে?

    A
    প্রারম্ভিক জাবেদা লিখন

    B
    সমাপনী জাবেদা লিখন

    C
    সমন্বয়ী জাবেদা লিখন

    D
    সংশোধনী জাবেদা লিখন

    E
    স্থানান্তর জাবেদা লিখন

    Note: Not available
    1. Report
  10. Question: ব্যবসায় প্রতিষ্ঠানে অবচয় কোন ধরনের সম্পত্তির উপর ধার্য করা হয়?

    A
    চলতি সম্পত্তি

    B
    অলীক সম্পত্তি

    C
    অস্পর্শনীয় সম্পত্তি

    D
    স্থায়ী সম্পত্তি

    E
    ব্যক্তিগত সম্পদ

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd