বিগত বছরের প্রশ্নাবলি
 
  1. Question: একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবকালের প্রারম্ভে মোট সম্পদের পরিমাণ ১২,০০,০০০ টাকা, সমাপনী দিনে দায়ের পরিমাণ ২,০০,০০০ টাকা বেড়ে মোট ৯,০০,০০০ টাকায় দাঁড়িয়েছে। সমাপ্তি দিনে মালিকানা স্বত্বের পরিমাণ হল ৮,০০,০০০ টাকা। যদি ব্যবসাটি উক্ত হিসাবকালে ২,০০,০০০ টাকা মুনাফা অর্জন করে থাকে এবং মালিক নতুন করে ১,৭৫,০০০ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে উক্ত হিসাবকালে মালিক কর্তৃক উত্তোলনের পরিমাণ কত?

    A
    শুন্য

    B
    ৭৫,০০০ টাকা

    C
    ১,৫০,০০০ টাকা

    D
    ২৫,০০০ টাকা

    E
    ১,২৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: চলতি নয় এমন সম্পত্তির উপর বাৎসরিক অবচিতি ধার্য করার ভিত্তিমূল্য

    A
    সম্পত্তির ক্রয়মূল্য

    B
    সম্পত্তির পুনঃস্থাপন মূল্য

    C
    সম্পত্তির আদায়যোগ্য মূল্য

    D
    সম্পত্তি কেনার সময় পরিশোধিত অথবা পরিশোধের জন্য দায়ের পরিমাণ

    E
    সম্পত্তিটি যে উদ্দেশ্যে কেনা হয়েছে তার জন্য মোট ত্যাগকৃত সম্পদ

    Note: Not available
    1. Report
  3. Question: একটি পন্য প্রস্তুতকারী কোম্পানির একটি হিসাবকালে ৬,০০,০০০ টাকা মূল্যের মালামাল ক্রয় করে, যাার মধ্যে ৪,০০,০০০ টাকার মালামাল প্রত্যক্ষ কাঁচামাল হিসেবে ৫০,০০০ টাকার মালামাল পরোক্ষ হিসাবে উৎপাদনে ব্যবহার করে। কোম্পানি ৩,০০,০০০ টাকা প্রত্যক্ষ মজুরি, কারখানার ব্যবস্থাপকের ৫০,০০০ টাকা বেতন ও বিক্রয় ব্যবস্থাপকের ২০,০০০ টাকা বেতন প্রদান করে। অন্যান্য কারখানা খরচ ৪০,০০০ টাকা অবচিতিসহ মোট ২,৫০,০০০ টাকা। কোম্পানিটি কারখানা উপরিব্যয় হিসাবে কত টাকা উৎপাদন চার্জ করেছে?

    A
    ৩,৫০,০০০ টাকা

    B
    ৩,১০,০০০ টাকা

    C
    ৩,৭০,০০০ টাকা

    D
    ২,৮০,০০০ টাকা

    E
    ৩,৩০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  4. Question: চলতি নয় এমন সম্পত্তির উপর বাৎসরিক অবচিতি ধার্য করার ভিত্তিমূল্য

    A
    সম্পত্তির ক্রয় মূল্য

    B
    সম্পত্তির পুনঃস্থাপন মূল্য

    C
    সম্পত্তির আদায়যোগ্য মূল্য

    D
    সম্পত্তির কেনার সময় পরিশোধিত অথবা পরিশোধের জন্য দায়ের পরিমাণ

    E
    সম্পত্তিটি যে উদ্দেশ্যে কেনা হয়েছে তার জ্য মোট ত্যাগাকৃত সম্পদ

    Note: Not available
    1. Report
  5. Question: অনু ও তনু দুই অংশীদার একটি অংশীদারী কারবারে ৩:২ হারে লাভক্ষতি বন্টন করে। ২০১০ সালের ১ জানুয়ারি তাদের প্রারম্ভিক মূলধন ছিল যথাক্রমে ৮০,০০০ ও ৫০,০০০ টাকা। চুক্তি অনুসারে অংশীদারদ্বয় প্রারম্ভিক মূলধনের উপর ১০% সুদ পাবে এবং অনুট মাসিক ১০০০ টাকা বেতন পাবে। ২০১০ সালে কারবারটি ২,০০,০০০ টাকা মোট মুনাফা করে। পরিচালন খরচ হল ৭০,০০০ টাকা ও অন্যান্য খরচ ৫,০০০ টাকা। ২০১০ সালের বণ্টনকৃত মুনাফার পরিমাণ কত?

    A
    ১,২৫,০০০ টাকা

    B
    ১,১৩,০০০ টাকা

    C
    ১,৩০,০০০ টাকা

    D
    ১,০০,০০০ টাকা

    E
    ১,১২,০০০০ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: ইতঃপূর্বে অবলোপিত একটি কুঋণ থেকে যখন অপ্রত্যাশিতাবে নগদ পাওয়া যায়, তখন-

    A
    দেনাদার একই থাকে

    B
    দেনাদার কমে

    C
    খরচ বাড়ে

    D
    নগদ একই থাকে

    E
    বিক্রয় বাট্টা বাড়ে

    Note: Not available
    1. Report
  7. Question: কোনটি মোট মুনাফার শতকরা হার বাড়ায়?

    A
    ক্রয়ের পরিমান বৃদ্ধি

    B
    খরচে হ্রাস

    C
    গ্রাহকের দীর্ঘকালীন ধার প্রদান

    D
    বিক্রয়মূ্ল্য বৃদ্ধিকরণ

    E
    পন্যের ক্রয়মূল্য বৃদ্ধি

    Note: Not available
    1. Report
  8. Question: একটি কোম্পানি কালীন মজুত পদ্ধতি অনুসরণ করে এবং তার ক্রয়-বিক্রয়ের জন্য কোনো ফেরৎ বা বাট্টা দেয় না অথবা তাতে জড়িত নয় কোন পরিস্থিতিতে ক্রয় বিক্রীত পণ্যের ব্যয়ের সমান হয়?

    A
    প্রারম্ভিক মজুদ পণ্য শূন্য

    B
    সমাপনী মজুদ পন্য শূন্য

    C
    প্রারম্ভিক মজুদ পন্য সমান সমাপনী মজুদ পন্য

    D
    বিক্রয় প্রত্যাশার চেয়ে কম

    E
    সমাপনী মজুদ পন্য প্রারম্ভিক মজুদ পণ্য থেকে বেশি

    Note: Not available
    1. Report
  9. Question: হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?

    A
    শেয়ারহোল্ডার

    B
    কর্মচারী

    C
    ব্যবস্থাপনা

    D
    ট্রেড ইউনিয়ন

    E
    সরকার

    Note: Not available
    1. Report
  10. Question: কোনটি লেনদেন নয়?

    A
    গ্রাহকের নিকট হতে অগ্রিম গ্রহণ ৫০,০০০ টাকা

    B
    পরবর্তী মাসে পণ্য সরবরাহের জন্য চুক্তি সম্পন্ন করা হল এবং ১,০০,০০০ টাকা জমা দেওয়া হল

    C
    মাসিক ৩০,০০০০ টাকায় একজন ব্যবস্থাপক নিয়োগ করা হয়

    D
    ১০,০০০ টাকার সেবা প্রদান করা হল কিন্তু বিল করা হয়নি

    E
    এই বৎসরে ৮,০০০ টাকার মালামাল অপব্যয়িত

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd