বিগত বছরের প্রশ্নাবলি
 
  1. Question: কোন কোম্পানির নিট আয় ২৪,০০০ টাকা, নীট বিক্রয় ৪,০০,০০০ টাকা এবং গড় সম্পত্তি ৬,০০,০০০ টাকা। উক্ত কোম্পানির মুনাফার হার কত?

    A
    ১২%

    B
    ১০%

    C
    ৯%

    D
    ৬%

    Note: Not available
    1. Report
  2. Question: রাইট শেয়র কাদের মধ্যে ইস্যু করা হয়?

    A
    পরিচালকদের মধ্যে

    B
    জনগণের মধ্যে

    C
    বন্ড হোল্ডারদের মধ্যে

    D
    বর্তমান সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে

    Note: Not available
    1. Report
  3. Question: মোট মুনাফা জাতীয় ব্যয়?

    A
    দালান কোঠা নির্মাণে মজুরি খরচ

    B
    বীমা খরচ

    C
    সুনাম হোল্ডারদের মধ্যে

    D
    আসাবাবপত্র পরিবহন খরচ

    Note: Not available
    1. Report
  4. Question: সমন্বয় নীতি হিসাববিজ্ঞানের তথ্যের বহিঃস্থ ব্যবহারকারী

    A
    খরচের ক্ষেত্রে

    B
    সম্পত্তির ক্ষেত্রে

    C
    মালিকের স্বত্বের ক্ষেত্রে

    D
    দায়ের ক্ষেত্রে

    Note: Not available
    1. Report
  5. Question: নিম্নের কোনটি হিসাববিজ্ঞানে তথের বহিঃস্থ ব্যবহারকারী?

    A
    উৎপাদন পরিদর্শক

    B
    অর্থ ব্যবস্থাপক

    C
    শ্রমিক সংঘ

    D
    বিপণন ব্যবস্থাপক

    Note: Not available
    1. Report
  6. Question: লুকা প্যাসিওলি যে বইটিতে দু’তরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন, সেই সেই মূলত: কোন শাস্ত্রের উপর রচিত?

    A
    হিসাব শাস্ত্র

    B
    গণিত শাস্ত্র

    C
    অর্থ শাস্ত্র

    D
    ব্যবসায় শাস্ত্র

    Note: Not available
    1. Report
  7. Question: মালিকের মূলধনের সমাপ্ত জের ১০,০০০ টাকা। ঐ বৎসর মালিক ব্যবসায়ে ৩,০০০ টাকা প্রদান করে এবং ২,০০০ টাকা উত্তোলন করে। বৎসরের নীট আয় ৪,০০০ টাকা হলে, মালিকের প্রারম্ভিক মূলধন কত ছিল?

    A
    ৮,০০০ টাকা

    B
    ১০,০০০ টাকা

    C
    ৫,০০০ টাকা

    D
    ১১,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: ২০০৩ সালের অনাদায়ী চাঁদা ২,০০০ টাকা এবং অগ্রিম চাঁদা ছিল ৮০০ টাকা, ২০০৪ সালের চাঁদা বাবদ ৯,৬০০ টাকা পাওয়া গেল, যাহার মধ্যে অগ্রিম চাঁদা রয়েছৈ ১,০০০ টাকা। ২০০৪ সালের অনাদায়ী চাঁদা ২,৫০০ টাকা হলে, ২০০৪ সালে আয়-ব্যয় হিসাবে চাাঁদার পরিমাণ কত দেখাতে হবে?

    A
    ৬,৮০০ টাকা

    B
    ৯,৫০০ টাকা

    C
    ৯,৯০০ টাকা

    D
    ৯,৪০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: ভবিষ্যৎ ব্যবস্থা কেন সৃষ্টি করা হয়?

    A
    সম্পদ প্রতিস্থাপনের জন্য

    B
    দায় পরিশোধের জন্য

    C
    চলতি মূলধন বৃদ্ধির জন্য

    D
    গ ও ঘ

    Note: Not available
    1. Report
  10. Question: কাঁচামাল ক্রয়, ১,৩২,০০০ টাকা, মজুরি ১,০৫,০০০ টাকা, অন্যান্য প্রত্যক্ষ খরচ ৭,০০০ টাকা হলে, মূখ্য ব্যয় কত টাকা?

    A
    ২,৩৭,০০০ টাকা

    B
    ২,৪৪,০০০ টাকা

    C
    ১,৩২,০০০ টাকা

    D
    ১,১২,০০০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd