Question: একটি কারখানায় ১০০ জন শ্রমিক সাপ্তাহিক ৪৫ ঘন্টা কাজ করে। ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরীর হার ১০ টাকা। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কারখানা ৬৫ ঘণ্টা চালু থাকে। ওভাই টাইম মজুরীর হার স্বাভাবিক হারের দ্বিগুণ হলে ঐ কারখানার প্রথম সপ্তাহের মোট মজুরীর পরিমাণ কত?
Question: মি. রহিমের নিকট থেকে ১,০০০ টাকার মাল ক্রয় করা হয়েছে। কিন্তু, ইহা ক্রয় হিসাবের পরিবর্তে আসবাবপত্র হিসাবে ডেবিট করা হয়েছে। এই ভুল সংশোধন করতে জাবেদা-