Question: অর্থায়নের দৃষ্টিকোন থেকে বাজার থেকে অর্থ সংগ্রহনের সর্বশেষ উপায় কোনটি?
A
সাধারণ শেয়ার ইস্যু
B
অগ্রাধিকার শেয়ার ইস্যু ঋণপত্র ইস্যু
C
ঋণপত্র ইস্যু
D
ব্যাংক লোন
Note: সাধারণত যৌথমূলধন কোম্পানি সমূহ তাদের মূলধন সংগ্রহের জন্য বিভিন্ন প্রকার শেয়ার বিক্রি করে। শেয়ার এর পরবর্তী বা বাজার থেকে অর্থ সংগ্রহের শেষ উপায় হিসেবে কোম্পানিগুলো ঋণপত্র বিক্রি করে।
Question: মোট শেয়ার ১০০০টি । আবেদনে ১০ টাকা, আবণ্টনে ২৫ টাকা এবং অবশিষ্ট ১৫ টাকা চুড়ান্ত তলবে আদায় করা হয়। মি x ৫০০ শেয়ারের আবণ্টনের টাকা না দিতে পারায় কোম্পানি তার শেয়ার বাজেয়াপ্ত করল। বাজেয়াপ্ত অর্থের পরিমাণ কত?
A
৫,০০০ টাকা
B
২৫,০০০ টাকা
C
১৭,৫০০০ টাকা
D
৭,৫০০০ টাকা
Note: শুধুমাত্র আবেদনের টাকা পরিশোধ করায় এ টাকাগুলো বাজেয়াপ্ত করা হবে। অর্থাৎ বাজেয়াপ্ত অর্থ=৫০০x১০=৫০০০ টাকা
Question: পপুলার কোং লিঃ প্রতিটি ১০০ টাকা মূল্যের ৪০,০০০ শেয়ার ইস্যু করে ৪০,৫০০ আবেদন পাওয়া গেল। আবেদনে ২৫ টাকা, আবণ্টনে ২৫ টাকা এবং তলবে যথাক্রমে ৩০ ও ২০ টাকা হলে অগ্রিম প্রাপ্ত টাকার পরিমাণ কত?
A
১০,০০০ টাকা
B
১২,৫০০ টাকা
C
১৫,০০০ টাকা
D
কোনটিই নয়
Note: যদি কোন তলবের টাকা অন্য তলবের সাথে অগ্রিম প্রদান করে তবে তা অগ্রিম প্রাপ্ত টাকা বা অগ্রীম তলব হয়। এখানে অগ্রিম কোন তলবের টাকা পাওয়া যায় নাই।