যৌথ মূলধনী কোম্পানির মূলধন
 
  1. Question: কারা কোম্পানির প্রকৃত মালিক?

    A
    সাধারণ শেয়ার মালিকানা

    B
    অগ্রাধিকার শেয়ার মালিকরা

    C
    বিলম্বিত দাবি শেয়ার মালিকরা

    D
    বন্ড মালিকরা

    Note: Not available
    1. Report
  2. Question: জনসাধারণের নিকট হতে কোম্পানি ঋণ গ্রহণ করে যে দলিলের মাধ্যমে স্বীকৃতি দেয় তাকে বলে-

    A
    ঋণপত্র

    B
    স্টক

    C
    শেয়ার

    D
    বন্ড

    Note: Not available
    1. Report
  3. Question: ঋণপত্র কোম্পানির -

    A
    চলতি দায়

    B
    স্বল্পমেয়াদী দায়

    C
    বহির্দায়

    D
    অন্তর্দায়

    Note: Not available
    1. Report
  4. Question: ঋণপত্র ক্রেতাগণ কোম্পানির-

    A
    পরিচালক

    B
    উদ্যোক্তা

    C
    মালিক

    D
    পাওনাদার

    Note: Not available
    1. Report
  5. Question: শেয়ার ইস্যুর অনুমতি বিবরণপত্রের অনুমোদনের জন্য কার নিকট আবেদন করতে হয়?

    A
    উদ্যোক্তা

    B
    ব্যবস্থাপক

    C
    পরিচালনা পরিষদ

    D
    SEC

    Note: Not available
    1. Report
  6. Question: বিবরণপত্রের কপি কার নিকট জমা দিতে হবে?

    A
    পরিচালকমণ্ডলীর নিকট

    B
    উদ্যোক্তার নিকট

    C
    নিবন্ধকের নিকট

    D
    SEC নিকট

    Note: Not available
    1. Report
  7. Question: ইস্যুকৃত মূলধনের যে অংশ জনসাধারণ ক্রয় করতে সম্মত হয় এবং তাদের মধ্যে বণ্টন করা হয় তাকে বলে-

    A
    অনুমোদিত মূলধন

    B
    ইস্যুকৃত মূলধন

    C
    বিলিকৃত মূলধন

    D
    তলবকৃত মূলধন

    Note: Not available
    1. Report
  8. Question: অতলবি মূলধনের নির্দিষ্ট অংশ কোম্পানির বিলোপ সাধন ছাড়া তলব করা হবে না তাকে বলে-

    A
    তলবকৃত মূলধন

    B
    অনাদায়ী তলবি মূরধন

    C
    সংরক্ষিত মূলধন

    D
    অনাদায়ী শেয়ার ইস্যু

    Note: Not available
    1. Report
  9. Question: কোম্পানি যখন শেয়ারের লিখিত মূল্যে তা বিক্রির জন্য বিজ্ঞাপন প্রচার করে তাকে বলে

    A
    সমহারে শেয়ার ইস্যু

    B
    অধিহারে তলবি মূলধন

    C
    অবহারে শেয়ার ইস্যু

    D
    অনাদায়ী শেয়ার ইস্যু

    Note: Not available
    1. Report
  10. Question: কোনটি কোম্পানির সঞ্চিতি ও উদ্ধৃত্তের অংশ

    A
    মূলধন সঞ্চিতি

    B
    চলতি মূলধন

    C
    কার্যকর মূলধন

    D
    সংরক্ষিত মূলধন

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd