যৌথ মূলধনী কোম্পানির মূলধন
 
  1. Question: কোনটিকে কোম্পানির বিজ্ঞাপন বলা হয়?

    A
    শেয়ার সার্টিফিকেট

    B
    বিবরণপত্র

    C
    ঋণপত্র

    D
    স্থিতিপিত্র

    Note: বিবরণ পত্রকে কোম্পানির বিজ্ঞান হিসেবে বিবেচিত হয়।
    1. Report
  2. Question: শেয়ার বাট্টা একটি-

    A
    সম্পদ

    B
    দায়

    C
    আয়

    D
    ব্যয়

    Note: শেয়ার বাট্টা বা অব্যবহার একটি সম্পদ হিসেবে বিবেচিত হয়্
    1. Report
  3. Question: শেয়ার বাজেয়াপ্তকরণ কোম্পানির জন্য-

    A
    মূলধনী লাভ

    B
    মুনাফা জাতীয় লাভ

    C
    মূলধনী ক্ষতি

    D
    কোনটিই নয়

    Note: শেয়ার বাজেয়াপ্তকরণ কোম্পানির জন্য মূলধনি লাভ।
    1. Report
  4. Question: যখন কোন কোম্পানি প্রথমবারের মতো জনগনের নিকট শেয়ার ইস্যু করে, তখন তাকে বলে-

    A
    আই.পি.ও

    B
    রাইট শেয়ার

    C
    প্রাথমিক শেয়ার

    D
    কোনটিই নয়

    Note: যখন কোনো কোম্পানি প্রথমবারের মত জনগণের কাছে শেয়ার ইস্যু করে তখন তাকে আই.পি.ও বলা হয়।
    1. Report
  5. Question: কোম্পানি যে দলিলের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ও ঋণপত্র ক্রয়ের আমন্ত্রণ জানায় তাকে বলা হয়-

    A
    স্মারকলিপি

    B
    বিবরণপত্র

    C
    পরিমেল নিয়মাবলি

    D
    নিবন্ধন পত্র

    Note: কোম্পানির বিবরণ পত্রের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ও ঋণপত্র ক্রয়ের আমন্ত্রণ জানায়।
    1. Report
  6. Question: শেয়ার বাজেয়াপ্ত হলে নিম্নের কোনটি সঠিক নয়?

    A
    ইস্যুকৃত শেয়ার মূলধন হ্রাস পায়

    B
    অনুমোদিত শেয়ার মূলধনের পরিবর্তন ঘটে

    C
    মূলধন সঞ্চিতি বৃদ্ধি পায়

    D
    বিলিকৃত শেয়ার মূলধন হ্রাস পায়

    Note: শেয়ার বাজেয়াপ্ত হলেও অনুমোদিত মূলধনের কোন পরিবর্তন হয় না।
    1. Report
  7. Question: যদি প্রতিটি শেয়ারের পূর্ণ মূল্য ২০ টাকা এবং অধিহার ৩ টাকা হয়, তবে মূলধন হিসাবে কত টাকা লিপিবদ্ধ হবে?

    A
    ২৩ টাকা

    B
    ১৭ টাকা

    C
    ২০ টাকা

    D
    ৬০ টাকা

    Note: শেয়ার মূলধনের ক্ষেত্রে শেয়ারের পূর্ণমূল্য Face Value দ্বারা মূলধন হিসাবে লিীপবদ্ধ করা হয়। শেয়ার প্রিমিয়াম বা অবহার কোনোটাই প্রভাব ফেলে না।
    1. Report
  8. Question: সুপ্রাণ কোম্পানি মূলধন কাঠামো ছিল-সাধারণ শেয়ার ১,০০,০০০ টাকা। ৭% অগ্রাধিকার শেয়ার ১,০০,০০০ টাকা। ১০% ঋণপত্র ২,০০,০০০ টাকা। কোম্পানির মুনাফা ৬ রক্ষ টাকা হলে, কত টাকা ঋণপত্রের মালিকদের দেয়া যাবে?

    A
    ২,০০,০০০ টাকা

    B
    ২০,০০০ টাকা

    C
    ৬,০০,০০০ টাকা

    D
    ৫,০০,০০০ টাকা

    Note: ঋণপত্র মালিকদের উল্লেখিত হারে সুদ প্রদান করতে হয়। মুনাফা হোক বা ক্ষতি হোক সেটা দেখার বিষয় না। সুতরাং এখানে, ঋণ পত্রের মালিকদের দিতে হবে=২,০০,০০০x১০% =২০,০০০ টাকা।
    1. Report
  9. Question: Stock Split এর উদ্দেশ্য কী?

    A
    মূলধন বৃদ্ধি

    B
    মালিকানা বৃদ্ধি

    C
    সম্পদ বৃদ্ধি

    D
    বিনিয়োগের যোগ্যতা বৃদ্ধি

    Note: Stock Split এর মূল্য উদ্দেশ্য মালিকানার পরিমাণ বৃদ্ধি করা।
    1. Report
  10. Question: কোম্পানীর সমস্ত শেয়ারের মূল্যকে বলা হয়-

    A
    প্রারম্ভিক মূলধন

    B
    শেয়ার মূলধন

    C
    কার্যকর মূরধন

    D
    সমাপনী মূলধন

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd