Question: সুপ্রাণ কোম্পানি মূলধন কাঠামো ছিল-সাধারণ শেয়ার ১,০০,০০০ টাকা। ৭% অগ্রাধিকার শেয়ার ১,০০,০০০ টাকা। ১০% ঋণপত্র ২,০০,০০০ টাকা। কোম্পানির মুনাফা ৬ রক্ষ টাকা হলে, কত টাকা ঋণপত্রের মালিকদের দেয়া যাবে?
A২,০০,০০০ টাকা
B২০,০০০ টাকা
C৬,০০,০০০ টাকা
D৫,০০,০০০ টাকা
Note: ঋণপত্র মালিকদের উল্লেখিত হারে সুদ প্রদান করতে হয়। মুনাফা হোক বা ক্ষতি হোক সেটা দেখার বিষয় না। সুতরাং এখানে, ঋণ পত্রের মালিকদের দিতে হবে=২,০০,০০০x১০%
=২০,০০০ টাকা।