আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স
 
  1. Question: বিটা রশ্মির ধর্ম-

    A
    এ রশ্মি ঋণাত্মক আধানযুক্ত

    B
    এ রশ্মি তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না

    C
    গ্যাসে যথেষ্ট আয়নায়ন সৃষ্টি করতে পারে

    Note: Not available
    1. Report
  2. Question: গামা রশ্মি-

    A
    স্বল্প তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট

    B
    একটি তাড়িত চৌম্বক তরঙ্গ

    C
    দুর্বল আয়নায়ন ক্ষমতা সম্পন্ন

    Note: গামা রশ্মি আধান নিরপেক্ষ এবং একটি তাড়িত চৌম্বক তরঙ্গ, স্বল্প তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এবং এর কোন ভর নেই।
    1. Report
  3. Question: আলফা রশ্মির ভর-

    A
    হাইড্রোজেনর পরমাণুর চার গুণ

    B
    বোরন পরমাণুর দ্বিগুণ

    C
    হিলিয়াম পরমাণুর সমান

    Note: Not available
    1. Report
  4. Question: অ্যালুমিনিয়াম পাতের মধ্য দিয়ে গমন করতে পারে-

    A
    `alpha` রশ্মি

    B
    `beta` রশ্মি

    C
    `gamma` রশ্মি

    Note: Not available
    1. Report
  5. Question: কৃষি ক্ষেত্রে তেজস্ক্রিয়তা ব্যবহৃত হয়-

    A
    আগাছা পরিষ্কারক হিসেবে

    B
    সার উৎপাদনে

    C
    উন্নত জাতের বীজ তৈরিতে

    Note: Not available
    1. Report
  6. Question: তেজস্ক্রিয়তা ব্যবহৃত হচ্ছে-

    A
    যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে

    B
    কাগজকলে কাগজের পুরুত্ব নিয়ন্ত্রণে

    C
    ধাতব ঝালাই যাচাইয়ে

    Note: Not available
    1. Report
  7. Question: তেজস্ক্রিয়তা ব্যবহৃত হয়-

    A
    দূরারোগ্য ক্যানসার রোগ নিরাময়ে

    B
    ধাতুর পরিমাণ নির্ণয়ে

    C
    লক্ষ লক্ষ বছরের পুরানো জিনিসের বয়স বা কাল নির্ণয়ে

    Note: Not available
    1. Report
  8. Question: তেজস্ক্রিয়তা ব্যবহৃত হয়-

    A
    চিকিৎসা বিজ্ঞানে

    B
    কৃষিক্ষেত্রে

    C
    কাগজ শিল্পে

    Note: Not available
    1. Report
  9. Question: দীর্ঘদিন মাত্রাতিরিক্ত তেজস্ক্রিয়তার সংস্পর্শে থাকলে-

    A
    বিকলাঙ্গতা হতে পারে

    B
    রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে

    C
    মানসিক বিকারগ্রস্থতা হতে পারে

    Note: Not available
    1. Report
  10. Question: তেজস্ক্রিয়তা বিকিরণ-

    A
    নিয়ে যারা কাজ করেন তাদের সতর্ক থাকতে হবে

    B
    উচ্চ মাত্রায় হলে মরণঘাতি ক্যান্সার হতে পারে

    C
    থেকে রক্ষার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd