আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স
 
  1. Question: বিশুদ্ধ অর্ধপরিবাহী-

    A
    শীতল অবস্থায় সুপারিবাহীর মতো কাজ করে

    B
    শীতল অবস্থায় অন্তরকের মতো কাজ করে

    C
    স্বাভাবিক কক্ষতাপমাত্রায় খুব সামান্য পরিবাহী

    Note: Not available
    1. Report
  2. Question: অর্ধপরিবাহী বলা হয়-

    A
    সিলিকনকে

    B
    জার্মেনিয়ামকে

    C
    সালফারকে

    Note: Not available
    1. Report
  3. Question: আইসি-র ব্যবহার দেখা যায়-

    A
    কম্পিউটারে

    B
    মোবাইলফোনে

    C
    মাইক্রোওভেনে

    Note: Not available
    1. Report
  4. Question: আইসির ক্ষেত্রে-

    A
    প্রথমে ক্যালকুলেটর ও কম্পিউটারে ব্যবহৃত হত

    B
    ইনটেল চিপ একটি আইসি

    C
    অনেক বেশি তড়িৎ অপচয় করে

    Note: Not available
    1. Report
  5. Question: শব্দ তরঙ্গের মতই থাকে তাড়িত অডিও তরঙ্গের-

    A
    তরঙ্গদৈর্ঘ্য

    B
    কম্পাঙ্ক

    C
    আপেক্ষিক বিস্তার

    Note: Not available
    1. Report
  6. Question: মাইক্রোফেনের মধ্যে থাকে-

    A
    একটি চলকুন্ডলী

    B
    ডায়াফ্রাম নামে ধাতুর একটি পাত

    C
    শঙ্কু আকৃতির কাগজ

    Note: Not available
    1. Report
  7. Question: তড়িৎ শক্তি অডিও সংকেতকে বিবর্ধিত করে অনেক দূরে পাঠায়-

    A
    ফ্যাক্স লাইনের মাধ্যমে

    B
    টেলিফোন লাইনের মাধ্যমে

    C
    রেডিওর মাধ্যমে

    Note: Not available
    1. Report
  8. Question: তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আপেক্ষিক রোধ কমতে থাকে-

    A
    অন্তরকের

    B
    পরিবাহকের

    C
    অর্ধপরিবাহকে

    Note: Not available
    1. Report
  9. Question: অর্ধপরিবাহী ডায়োড-

    A
    দুটি p টাইপ সিলিকন জোড়া লাগিয়ে তৈরি করা হয়

    B
    একটি p টাইপ ও একটি n টাইপ সিলিকন জোড়া লাগিয়ে তৈরি করা হয়

    C
    রেকটিফায়ার হিসেবে কাজ করে

    Note: Not available
    1. Report
  10. Question: ট্রানজিস্টরের স্তরগুলোকে বলা হয়-

    A
    সংগ্রাহক

    B
    ভূমি

    C
    নিঃসারক

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd