আলোর প্রতিফলন
 
  1. Question: লক্ষ্যবস্তু অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে থাকলে অবতল দর্পণে সৃষ্ট বিম্ব কোন প্রকৃতির হয়?

    A
    বাস্তব

    B
    অবাস্তব

    C
    সোজা

    D
    খর্বিত

    Note: Not available
    1. Report
  2. Question: ডাক্তাররা নাক, কান গলা পর্যবেক্ষণের সময় কোন দর্পণ ব্যবহার করেন?

    A
    অবতল দর্পণ

    B
    উত্তল দর্পণ

    C
    সমতল দর্পণ

    D
    কোনটি নয়

    Note: Not available
    1. Report
  3. Question: পাহাড়ি রাস্তায় অদ্রশ্য বাঁকে কত কোণে বৃহৎ সমতল দর্পণ বসানো হয়?

    A
    `90^o`

    B
    `30^o`

    C
    `45^o`

    D
    `60^o`

    Note: Not available
    1. Report
  4. Question: কোন দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব গঠিত হয়?

    A
    সমতল

    B
    অবতল

    C
    উত্তল

    D
    সমতল-উত্তল

    Note: Not available
    1. Report
  5. Question: বিম্বের আকার বস্তুর তুলনায় বড় হলে বিবর্ধনের মান কত হবে?

    A
    1 এর সমান

    B
    1 এর চেয়ে বড়

    C
    1 এর চেয়ে ছোট

    D
    1 এর বড় বা সমান

    Note: Not available
    1. Report
  6. Question: রূপচর্চায় কোন দর্পণ ব্যবহারে বিশেষ সুবিধা পাওয়া যায়?

    A
    উত্তল দর্পণ

    B
    সমতল দর্পণ

    C
    অবতল দর্পণ

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  7. Question: নিখুঁত ও নিরাপদ গাড়ি চালনার জন্য কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়?

    A
    গাড়ীর কাঁচ পরিস্কার করা

    B
    জ্বালানি হিসেবে পেট্রোল ব্যবহার করা

    C
    দর্পণগুলো ঠিকমত উপযোজন করা

    D
    সব সময় বাতি জ্বালিয়ে রাখা

    Note: Not available
    1. Report
  8. Question: বিপজ্জনক বাঁকে কত কোণে সমতল দর্পণ বসানো হয়?

    A
    `90^o`

    B
    `45^o`

    C
    `30^o`

    D
    `15^o`

    Note: Not available
    1. Report
  9. Question: কোনো দর্পণ বা লেন্সে গঠিত প্রতিবিম্ব বস্তুর চেয়ে কতটুকু বড় বা ছোট তা কী দ্বারা পরিমাপ করা হয়?

    A
    টেলিস্কোপ

    B
    বিবর্ধন

    C
    থার্মোমিটার

    D
    প্রতিসরাংক

    Note: Not available
    1. Report
  10. Question: পাহাড়ি রাস্তার বাঁকে কোন দর্পণ ব্যবহৃত হয়?

    A
    সমতল

    B
    উত্তল

    C
    গোলীয়

    D
    অবতল

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd