আলোর প্রতিফলন
 
  1. Question: উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব-

    A
    এর আকার লক্ষবস্তুর চেয়ে ছোট হয়

    B
    দর্পণের পিছনে গঠিত হয়

    C
    অবাস্তব ও সোজা হয়

    Note: Not available
    1. Report
  2. Question: উত্তল দর্পণে লক্ষ্যবস্তুকে ক্রমশ দর্পণের নিকটে আনা হলে-

    A
    প্রতিবিম্ব ও দর্পণের কাছে সরে আসবে

    B
    প্রতিবিম্বের আকৃতি ক্রমশ বড় হতে থাকবে

    C
    প্রতিবিম্ব সর্বদাই বস্তুর আকারের চেয়ে ছোট থাকবে

    Note: Not available
    1. Report
  3. Question: একটি লম্বা আয়তাকার কাঠ বা ধাতব নলের মধ্যে দুটি সমতল দর্পণকে-

    A
    পরস্পরের সমান্তরালে রাখা হয়

    B
    পরস্পরের সমান্তরালে রাখা হয় না

    C
    নলের অক্ষের সাথে `45^0` কোণ করে রাখা হয়

    Note: Not available
    1. Report
  4. Question: 30 সে.মি. ফোকাস দূরত্বের অবতল দর্পণের 40 সে.মি. সামনে বস্তু রাখলে সৃষ্ট বিম্ব-

    A
    সদ ও উল্টো হবে

    B
    সদ ও বিবর্ধিত হবে

    C
    লক্ষবস্তুর চেয়ে ছোট হবে

    Note: Not available
    1. Report
  5. Question: কোনো অবতল দর্পণের সামনে d/4 দূরত্বে কোন বস্তু রাখলে এর বিম্ব-

    A
    অসীমে গঠিত হয়

    B
    সর্বদা সদ ও উল্টো হয়

    C
    অত্যন্ত বিবর্ধিত হয়

    Note: Not available
    1. Report
  6. Question: অবতল দর্পণের সামনে বক্রতার কেন্দ্রের বাইরে অবস্থিত িএকটি বস্তুর যে বিম্ব গঠিত হয় তা-

    A
    সদ ও উল্টো

    B
    খর্বিত আকৃতির

    C
    প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে অবস্থান করে

    Note: Not available
    1. Report
  7. Question: অবতল দর্পণে সৃষ্ট বিম্ব হতে পারে-

    A
    সদ ও উল্টো

    B
    অসদ ও সোজা

    C
    লক্ষ্যবস্তুর সমান

    Note: Not available
    1. Report
  8. Question: যানবাহনে ব্যবহৃত উত্তল দর্পণে পেছনের বস্তুসমূহের খর্বাকৃত প্রতিবিম্ব দেখে অনুমিত হয় যে বস্তুসমূহ স্বাভাবিকের চেয়ে বেশি দূরত্বে অবস্থিত। আসলে-

    A
    উত্তল দর্পণ হতে প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্বের চেয়ে বেশি

    B
    উত্তল দর্পণ হতে প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্বের চেয়ে কম

    C
    উত্তল দর্পণে উৎপন্ন প্রতিবিম্ব সবসময়ই খাড়া

    Note: Not available
    1. Report
  9. Question: সমতল দর্পণে সৃষ্টি প্রতিবিম্ব-

    A
    বাস্তব

    B
    অবাস্তব

    C
    সোজা

    Note: Not available
    1. Report
  10. Question: সরল পেরিস্কোপে-

    A
    আলোর নিয়মিত প্রতিফলন ঘটে

    B
    দুটি সমতল দর্পণ ব্যবহৃত হয়

    C
    দর্পণগুলো পরস্পরের সাথে লম্বভাবে থাকে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd