আলোর প্রতিসরণ
 
  1. Question: ঘন মাধ্যমের ভিতরে রাখা কোনো বস্তুকে হালকা মা্ধ্যম থেকে দেখলে এর প্রতিবিম্ব কোথায় হবে?

    A
    উপরের দিকে উঠে আসবে

    B
    নিচের দিকে সরে যাবে

    C
    একই জায়গায় থাকবে

    D
    পাশে সরে যাবে

    Note: - ঘন মাধ্যমে রাখা বস্তুর প্রতিবিম্ব হালকা মাধ্যম থেকে দেখলে কাছে সরে আসে বলে মনে হয়- প্রতিসরণের কারণে। - ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে- দূরে বেঁকে যায়। - হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসৃত রশ্মি অভিলম্বের- দিকে বেঁকে যায়।
    1. Report
  2. Question: কর্ণিয়ার বাহ্যিক গঠন কীরূপ?

    A
    সমতল

    B
    উত্তল

    C
    অবতল

    D
    উত্তালবতল

    Note: Not available
    1. Report
  3. Question: কোনো লেন্সের ক্ষমতা +2d হলে, তার ফোকাস দূরত্ব কত?

    A
    `1/2'cm

    B
    2cm

    C
    4m

    D
    `1/2'm

    Note: Not available
    1. Report
  4. Question: অপটিক্যাল ফাইবার এর মধ্য দিয়ে কতগুলো টেলিফোন সংকেতকে প্রেরণ করা যায়?

    A
    প্রায় ১৫০টি

    B
    প্রায় ১০৫০টি

    C
    প্রায় ১৬০০টি

    D
    প্রায় ২০০০টি

    Note: Not available
    1. Report
  5. Question: উত্তল লেন্সের আলোক কেন্দ্র কতটি?

    A

    B

    C

    D

    Note: Not available
    1. Report
  6. Question: স্নেলের সূত্রের ধ্রুবক নির্ভর করে কোনটির উপর?

    A
    আপতিত আলোর বর্ণের উপর

    B
    প্রতিসরিত বর্ণে আলোর উপর

    C
    প্রতিফলিত আলোর বর্ণের উপর

    D
    সমবর্তিত আলোর বর্ণের উপর

    Note: Not available
    1. Report
  7. Question: প্রতিসরণাঙ্কের একক কী?

    A
    মিলিমিটার

    B
    মাইক্রোন

    C
    মিউ

    D
    একক নেই

    Note: Not available
    1. Report
  8. Question: কর্ণিয়ার ঠিক পিছনে অবস্থিত অস্বচ্ছ পর্দাকে কী বলে?

    A
    আইরিস

    B
    কর্ণিয়া

    C
    পিউপিল

    D
    শ্বেতমন্ডল

    Note: Not available
    1. Report
  9. Question: লেন্সের মধ্য দিয়ে রশ্মি গমণ করলে কয়বার প্রতিসারিত হয়?

    A
    একবার

    B
    দুইবার

    C
    তিনবার

    D
    কয়েকবার

    Note: Not available
    1. Report
  10. Question: অশ্রু বলতে কাকে বুঝানো হয়?

    A
    অ্যাকুয়াস হিউমার

    B
    ভিট্রিয়আস হিউমার

    C
    আইরিস

    D
    রেটিনা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd