Question: পেট্রোল সঞ্চিত কোন প্রকারের শক্তি গতিশক্তিতে রূপান্তরের মাধ্যমে আমরা ইঞ্জিন চালাতে পারি?
Aরাসায়নিক শক্তি
Bতড়িৎ শক্তি
Cচৌম্বক শক্তি
Dনিউক্লীয় শক্তি
Note: পেট্রোল-ডিজেল, কয়লা ইত্যাদি তাপশক্তির বিরাট আধার। পেট্রোল ডিজেল এর গাঠনিক উপাদান কার্বন ও হাইড্রোজেন। পেট্রোলের দহনে কার্বন-হাইড্রোজেন বন্ধনের ভাঙনে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। এই তাপশক্তিকে গতি শক্তিতে রূপান্তরের মাধ্যেমে আমরা ইঞ্জিন চালাতে পারি।