কাজ, ক্ষমতা ও শক্তি
 
  1. Question: m ভরের একটি স্থির বস্তুর উপর F বল প্রয়োগ করায় বস্তুটি v বেগ প্রাপ্ত হয়ে বলের দিকে S দূরত্ব অতিক্রম করে। বস্তুটিকে এই বেগ দিতে কৃতকাজই বস্তুটির কী বুঝায়?

    A
    যান্ত্রিকশক্তি

    B
    বিভব শক্তি

    C
    চৌম্বক শক্তি

    D
    শব্দ শক্তি

    Note: Not available
    1. Report
  2. Question: কোনটির ওপর বস্তুর গতিশক্তি নির্ভরশীল?

    A
    ভর

    B
    উচ্চতা

    C
    কাজ

    D
    শক্তি

    Note: Not available
    1. Report
  3. Question: স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামার্থ্য অর্জন করে তাকে কী বলে?

    A
    যান্ত্রিক শক্তি

    B
    রাসায়নিক শক্তি

    C
    গতিশক্তি

    D
    বিভব শক্তি

    Note: Not available
    1. Report
  4. Question: কোন বলের বিরুদ্ধে কাজ করে বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্যে এতে বিভবশক্তি সঞ্চিত হয় না?

    A
    অভিকর্ষ বল

    B
    স্প্রিং বল

    C
    চৌম্বক বল

    D
    ঘর্ষণ বল

    Note: Not available
    1. Report
  5. Question: কোনটি অসংরক্ষণশীল বল?

    A
    মহাকর্ষ

    B
    তড়িৎবল

    C
    চৌম্বক বল

    D
    ঘর্ষণ বল

    Note: ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল। অসংরক্ষণশীল বল কর্তৃক কৃত কাজে শক্তির অপচয় হয় যা কোন অবস্থাতেই প্রাথমিক শক্তির সমান হতে পারবে না। ঘর্ষণ বল প্রযুক্ বলের বিপরীত দিকে কাজ করে। যার ফলে প্রযুক্ত বল অপেক্ষ লব্ধ বল কম হবে।
    1. Report
  6. Question: বিভব শক্তি ব্যবহার করার আগে এটি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

    A
    তাপ শক্তি

    B
    গতি শক্তি

    C
    রাসায়নিক শক্তি

    D
    পারমাণবিক শক্তি

    Note: Not available
    1. Report
  7. Question: কোনো বস্তুর নির্দিষ্ট উচ্চতায় বিভব শক্তি কীরূপ?

    A
    বস্তুর বেগের সমানুপাতিক

    B
    ভরের সমানুপাতিক

    C
    ভরে ব্যস্তানুপাতিক

    D
    ভরের বর্গের সমানুপাতিক

    Note: Not available
    1. Report
  8. Question: শক্তির উৎসগুলার মধ্যে কোনটির পরিচিতি সবচেয়ে বেশি?

    A
    কয়লা

    B
    বায়ু

    C
    প্রাকৃতিক গ্যাস

    D
    খনিজ তেল

    Note: Not available
    1. Report
  9. Question: কোনটি একটি জৈব পদার্থ?

    A
    কয়লা

    B
    প্রাকৃতিক গ্যাস

    C
    ডিজেল

    D
    খনিজ তেল

    Note: Not available
    1. Report
  10. Question: তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কী?

    A
    প্রাকৃতিক গ্যাস

    B
    কোলগ্যাস

    C
    কয়লা

    D
    অ্যঅমোনিয়া

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd