Question: m ভরের একটি স্থির বস্তুর উপর F বল প্রয়োগ করায় বস্তুটি v বেগ প্রাপ্ত হয়ে বলের দিকে S দূরত্ব অতিক্রম করে। বস্তুটিকে এই বেগ দিতে কৃতকাজই বস্তুটির কী বুঝায়?
Note: ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল। অসংরক্ষণশীল বল কর্তৃক কৃত কাজে শক্তির অপচয় হয় যা কোন অবস্থাতেই প্রাথমিক শক্তির সমান হতে পারবে না। ঘর্ষণ বল প্রযুক্ বলের বিপরীত দিকে কাজ করে। যার ফলে প্রযুক্ত বল অপেক্ষ লব্ধ বল কম হবে।