জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান
 
  1. Question: কোন প্রক্রিয়ায় রোগী তেজস্ক্রিয় তরল পদার্থ পানীয় হিসেবে গ্রহণ করে?

    A
    বাহ্যিক রেডিওথেরাপি

    B
    অভ্যন্তরীণ রেডিওথেরাপি

    C
    বাহ্যিক বীমা বিকিরণ

    D
    অভ্যন্তরীন গামা বিকিরণ

    Note: Not available
    1. Report
  2. Question: নিচের কোনটি উ্চচশক্তিসম্পন্ন এক্সরে ব্যবহার করে ক্যান্সার কোষ ধ্বংস করে?

    A
    েএমআরআই

    B
    সিটিস্ক্যান

    C
    রেডিওথেরাপি

    D
    এন্ডোসকপি

    Note: Not available
    1. Report
  3. Question: রেডিওথেরাপিতে রক্তের ক্যান্সারের র্ক্েষত্রে তেজস্ক্রিয় হিসেবে কী ব্যবহার হয়?

    A
    স্ট্রাপনশিয়াম

    B
    আয়োডিন

    C
    ফসফরাস

    D
    কোবাল্ট

    Note: Not available
    1. Report
  4. Question: বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর সাথে কোন বিসয়টি সংশ্লিষ্ট?

    A
    বসু মন্দির প্রতিষ্ঠা

    B
    তেজস্ক্রিয় মৌলের ব্যবহার

    C
    ক্রেস্কোগ্রাফ আবিষ্কার

    Note: - জগদীশচন্দ্র বসু গুরুত্বপূর্ণ অবদান রাখেন- রেডিও আবিষ্কারে। - প্রথম মাইক্রোওয়েভ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে মিলিমিটার পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হন এবং প্রথম রেডিও সংকেতকে শনাক্ত করার কাজে অপরিবাহী জংশনের ব্যবহার করেন- জগদীশচন্দ্র বসু। - জগদীশ চন্দ্র বসুর একটি উল্লেখযোগ্য গ্রন্থ- Response in the living and Non-living. - উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার জন্য ব্যবহৃত হয়- ক্রেস্কোগ্রাফ। - আগে ধারণা করা হতো বিভিন্ন উদ্দীপনাময় উদ্ভিদের সাড়া দেওয়ার প্রকৃতি রাসায়নিক, কিন্তু জগদীশচন্দ্র বসু দেখাতে সমর্থ হলেন যে এর প্রকৃতি- বৈদ্যুতিক।
    1. Report
  5. Question: ইসিজি এর মাধ্যমে নির্ণয় করা যায়-

    A
    সম্প্রসারিত হৃদপিন্ড

    B
    হৃদপিন্ডের অস্বাভাবিক স্পন্দন

    C
    মেরুরজ্জুর বিস্তৃত প্রতিবিম্ব

    Note: Not available
    1. Report
  6. Question: হৃদপিন্ডের ক্রিয়া বন্ধ হলে, কর্মকান্ড বন্ধ হবে?

    A
    মস্তিস্কের

    B
    ফুসফুসের

    C
    বৃক্কের

    Note: Not available
    1. Report
  7. Question: সিটিস্ক্যান যন্ত্রে-

    A
    সৃষ্ট প্রতিবিম্ব ত্রিমাত্রিক

    B
    এক্সরে বীম ব্যবহৃত হয়

    C
    তেজস্ক্রিীয় আইসোটোপ ব্যবহৃত হয়

    Note: Not available
    1. Report
  8. Question: জীবপদার্থ বিজ্ঞান-

    A
    জীবজগৎ অধ্যয়নের বিজ্ঞান

    B
    জীববিজ্ঞান িএবং পদার্থবিজ্ঞানের মধ্যে সেতুবন্ধ স্বরূপ

    C
    এমন এক বিজ্ঞান যা বিজ্ঞানের অনেকগুলো শাখার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে

    Note: Not available
    1. Report
  9. Question: প্রাণিদেহের ক্ষেত্রে-

    A
    অনেক দিক থেকে যন্ত্রের মধ্যে তুলনা করা যায়

    B
    অনেক আচরণকে ভৌত নিয়ম দ্বারা ব্যাখ্যা করা সম্ভব

    C
    অনেক আচরণকে ভৌত নিয়ম দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয়

    Note: Not available
    1. Report
  10. Question: আচার্য স্যার জগদীশচন্দ্র বসু ছিলেন-

    A
    একাধারে একজন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী

    B
    একজন জীববিজ্ঞানী

    C
    একজন রসায়নবিদ

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd