Question: বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর সাথে কোন বিসয়টি সংশ্লিষ্ট?
Aবসু মন্দির প্রতিষ্ঠা
Bতেজস্ক্রিয় মৌলের ব্যবহার
Cক্রেস্কোগ্রাফ আবিষ্কার
Note: - জগদীশচন্দ্র বসু গুরুত্বপূর্ণ অবদান রাখেন- রেডিও আবিষ্কারে।
- প্রথম মাইক্রোওয়েভ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে মিলিমিটার পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হন এবং প্রথম রেডিও সংকেতকে শনাক্ত করার কাজে অপরিবাহী জংশনের ব্যবহার করেন- জগদীশচন্দ্র বসু।
- জগদীশ চন্দ্র বসুর একটি উল্লেখযোগ্য গ্রন্থ- Response in the living and Non-living.
- উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার জন্য ব্যবহৃত হয়- ক্রেস্কোগ্রাফ।
- আগে ধারণা করা হতো বিভিন্ন উদ্দীপনাময় উদ্ভিদের সাড়া দেওয়ার প্রকৃতি রাসায়নিক, কিন্তু জগদীশচন্দ্র বসু দেখাতে সমর্থ হলেন যে এর প্রকৃতি- বৈদ্যুতিক।