জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান
 
  1. Question: নিচের কোন তারিখে জগদীশচন্দ্র বসু মৃত্যুবরণ করেন?

    A
    ২২শে নভেম্বর

    B
    ৯ই ডিসেম্বর

    C
    ৩০শে ডিসেম্বর

    D
    ২৩শে নভেম্বর

    Note: Not available
    1. Report
  2. Question: Response in the living and Non-Living-গ্রন্থের রচয়িতা কে?

    A
    নিউটন

    B
    লিয়েন হুক

    C
    লুই পাস্তুর

    D
    জগদীশচন্দ্র বসু

    Note: Not available
    1. Report
  3. Question: খাদ্যগ্রহণ ও শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে মানবদেহ রাসায়নিক শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে?

    A
    তাপশক্তি ও যান্ত্রিকশক্তি

    B
    যান্ত্রিক শক্তি ও তড়িৎশক্তি

    C
    তাপশক্তি ও তড়িৎশক্তি

    D
    তাপশক্তি ও শব্দশক্তি

    Note: যদিও মানবদেহ যন্ত্র নয় তবুও এটি যন্ত্রের মত আচরণ করে। দেহযন্ত্রের প্রত্যেকটি অংশ বিশেষ বিশেষ কাজ সম্পন্ন করে। এই বিশেষ বিশেষ কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় শক্তি খাদ্য গ্রহণ ও শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট রাসায়নিক শক্তি থেকে পাওয়া যায়।
    1. Report
  4. Question: নিচের কোনটি একটি বিশেষ ছাঁকন যন্ত্র?

    A
    বৃক্ক

    B
    হৃদপিন্ড

    C
    পাকস্থলী

    D
    যকৃত

    Note: বৃক্ক একটি বিশেষ ধরনের ছাঁকন যন্ত্র যা মানবদেহের নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ অপসারণ করে।
    1. Report
  5. Question: বিভিন্ন ইঞ্জিনে জ্বালানী ব্যবহার করে রাসায়নিক শক্তিকে কোন প্রকার শক্তিতে রূপান্তরিত করা যায়?

    A
    নিউক্লিয় শক্তি

    B
    চৌম্বকশক্তি

    C
    যান্ত্রিক শক্তি

    D
    গতিশক্তি

    Note: Not available
    1. Report
  6. Question: এক্সরে আবিষ্কার করেন কে?

    A
    বেকরেল

    B
    রন্টজেন

    C
    স্টিফেন হকিং

    D
    আইনস্টাইন

    Note: Not available
    1. Report
  7. Question: রঞ্জন রশ্মির আরেক নাম কী?

    A
    গামা রশ্মি

    B
    বিটা রশ্মি

    C
    এক্সরে

    D
    ইটিটি

    Note: Not available
    1. Report
  8. Question: নিচের কোনটি ছোট হলে এক্সরের কোনো পদার্থ ভেদ করার ক্ষমতা বেশি হয়?

    A
    কম্পাঙ্ক

    B
    বিস্তার

    C
    কম্পাঙ্ক ও বিস্তার

    D
    তরঙ্গদৈর্ঘ্য

    Note: Not available
    1. Report
  9. Question: এক্সরে নলের দু’প্রান্তে কয়টি তড়িৎদ্বার লাগানো থাকে?

    A
    ২টি

    B
    ৪টি

    C
    ৩টি

    D
    ৭টি

    Note: Not available
    1. Report
  10. Question: দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে তা থেকে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘের যে বিকিরণ উৎপন্ন হয় তাকে কী বলে?

    A
    `prop`- রশ্মি

    B
    `beta‘ - রশ্মি

    C
    `gamma‘ - রশ্মি

    D
    ‘chi` - রশ্মি

    Note: এক্স-রে এর কাচনলে ক্যাথোড ও আনোড এর মধ্যে খুব উচ্চ বিভব পার্থক্য প্রয়োগ করা হলে ক্যাথোড থেকে ইলেকট্রন খুব দ্রুতগতিতে ছুটে যায় এবং লক্ষ্য বস্তু অ্যানোডকে আঘাত করে। দ্রতিগতিসম্পন্ন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে তা থেকে অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘে্যর ও উচ্চ ভেদনক্ষমতার যে বিকিরণ উৎপন্ন হয় তাকে এক্স-রে বলে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd