তড়িতের চৌম্বক ক্রিয়া
 
  1. Question: জেনারেটরে তড়িৎ উৎপাদন বাড়ে, যদি-

    A
    কুন্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করা হয়

    B
    চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি করা হয়

    C
    কুন্ডলীর তারের রোধ ‍বৃদ্ধি করা হয়

    Note: কুন্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করে, চৌম্বকক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি করে জেনারেটরের তড়িৎ উৎপাদন বৃদ্ধি করা হয়। তবে কুন্ডলীর তারের রোধ বৃদ্ধি করলে তড়িৎ উৎপাদন হ্রাস পায়।
    1. Report
  2. Question: ট্রান্সফর্মারের ক্ষেত্রে-

    A
    তাড়িতচৌম্বক আবেশের উপর ভিত্তি করে তৈরি

    B
    পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তরিত করে

    C
    পর্যাবৃত্ত নিম্ন বিভবকে উচ্চ ব্ভিনে রূপান্তরিত করে

    Note: Not available
    1. Report
  3. Question: ট্রান্সফর্মরের ক্ষেত্রে এটি-

    A
    তড়িৎ রূপান্তরক

    B
    রোধ রূপান্তরক

    C
    বিভব রূপান্তরক

    Note: Not available
    1. Report
  4. Question: ট্রান্সফর্মার রূপান্তর করতে পারে-

    A
    চৌম্বক ক্ষেত্রকে

    B
    ভোল্টেজকে

    C
    তড়িৎ প্রবাহকে

    Note: Not available
    1. Report
  5. Question: নিম্ন ভোল্টেজ বিশিষ্ট যন্ত্রপাতির উদাহরণ হচ্ছে-

    A
    রেডিও

    B
    টেলিভিশন

    C
    ভিসিআর

    Note: Not available
    1. Report
  6. Question: অবরোহী ট্রান্সফর্মার ব্যবহৃত হয়-

    A
    ইলেকট্রিক ঘড়িতে

    B
    টেলিভিশনে

    C
    রেডিওতে

    Note: Not available
    1. Report
  7. Question: অবরোহী ট্রান্সফর্মারের কাজ-

    A
    পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তরিত করা

    B
    পর্যাবৃত্ত উচ্চ প্রাবহকে নিম্ন প্রবাহের রূপান্তরিত করা

    C
    পর্যাবৃত্ত নিম্ন প্রবাহকে উচ্চ প্রবাহের রূপান্তরিত করা

    Note: Not available
    1. Report
  8. Question: একটি ট্রান্সফর্মারের গৌণ ও মুখ্য কয়েলের পাকসংখ্যার অনুপাত 1:5 হলে, এর-

    A
    গৌন ও মুখ্য কয়েলের বিভবের অনুপাত 1:5

    B
    গৌণ ও মুখ্য কয়েলের প্রবাহের অনুপাত 1:5

    C
    এটি একটি নিম্নধাপী প্রান্সফর্মার

    Note: Not available
    1. Report
  9. Question: একটি ট্রান্সফর্মারের মূখ্য ও গৌণ কয়েলের পাকসংখ্যা যথাক্রমে 100 ও 400। এক্ষেত্রে-

    A
    এর গৌণ কয়েলের বিভব মূখ্য কয়েলের চারগুণ

    B
    এর মূখ্য কয়েলের প্রবাহ গৌণ কয়েলের চারগুণ

    C
    এর মূখ্য ও গৌণ কয়েলের প্রবাহের অনুপাত 1:4

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd