পদার্থের অবস্থা ও চাপ
 
  1. Question: চাপের একক-

    A
    `N/m^2`

    B
    Pa

    C
    `kg/m^2`

    Note: Not available
    1. Report
  2. Question: চাপ বেশি পাওয়ার জন্য-

    A
    বেশি বল প্রয়োগ করতে হবে

    B
    পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমাতে হবে

    C
    বল ও পৃষ্ঠতলের ক্ষেত্রফল উভয়ই বাড়াতে হবে

    Note: Not available
    1. Report
  3. Question: স্থির তরলের গভীরতা বৃদ্ধি পেলে-

    A
    তরলের উপর প্রযুক্ত চাপ বৃদ্ধি পায়

    B
    কোনো বস্তুর প্লবতা অপরিবর্তিত থাকে

    C
    তরলের ঘনত্ব হ্রাস পায়

    Note: Not available
    1. Report
  4. Question: নির্দিষ্ট জায়গায় তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ভর করে-

    A
    তরলের ঘনত্বের ওপর

    B
    বিন্দুর গভীরতার ওপর

    C
    ভূমির ক্ষেত্রফলের ওপর

    Note: Not available
    1. Report
  5. Question: নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়ারত উর্ধ্বমুখী বল-

    A
    বস্তুর ক্ষেত্রফলের উপর নির্ভর্ করে

    B
    বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজনের সম,ান

    C
    প্রবাহীর ঘনত্বের উপর নির্ভর করে

    Note: Not available
    1. Report
  6. Question: প্যাসকেলে সূত্রানুসারে-

    A
    তরল পদার্থের ওপর চাপ সঞ্চালনের ধারণা পাওয়া যায়

    B
    চাপ তরলের সবদিকে সমানভাবে সঞ্চালিত হয়

    C
    চাপ পাত্রের গায়ে সমান্তরালে ক্রিয়া করে

    Note: Not available
    1. Report
  7. Question: প্যাসকেলের সূত্র প্রযোজ্য-

    A
    কিঠিন পদার্থের ক্ষেত্রে

    B
    তরল পদার্থের ক্ষেত্রে

    C
    বায়বীয় পদার্থের ক্ষেত্রে

    Note: Not available
    1. Report
  8. Question: আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের ওপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ-

    A
    কিছু মাত্র কমবে না

    B
    তরল বা বায়বীয় পদার্থের সবদিকে সমানভাবে সঞ্চালিত হবে

    C
    প্রবাহী পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করবে

    Note: Not available
    1. Report
  9. Question: কোনো কঠিন বস্তুকে পানিতে ডুবালে-

    A
    বস্তুটিকে হালকা মনে হবে

    B
    হালকা হওয়ার কারণ ডুবন্ত বস্তুর উপর প্লবতা কাজ করবে

    C
    বস্তুটিকে ভারী মনে হবে

    Note: Not available
    1. Report
  10. Question: বাংলাদেশে নৌপথে দুর্ঘটনার কারণ-

    A
    অতিরিক্ত যাত্রী বোঝাই

    B
    নৌযানের আকার ও আকৃতির ত্রুটি

    C
    িআবহাওয়ার সতর্কতা অনুসরণ

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd