স্থির তড়িৎ
 
  1. Question: দুটি আহিত পরিবাহককে তড়িৎগ্রস্থভাবে যুক্ত করলে আধান প্রবাহের দিক কোনটি দ্বারা নির্ধারিত হয়?

    A
    তড়িৎ বিভব

    B
    তড়িৎক্ষেত্র

    C
    তড়িৎশক্তি

    D
    কাজ

    Note: Not available
    1. Report
  2. Question: একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণকে ঐ দুই বিন্দুর কী বলে?

    A
    তড়িৎ ক্ষেত্র

    B
    বিভবান্তর

    C
    তড়িৎ তীব্রতা

    D
    রোধ

    Note: Not available
    1. Report
  3. Question: ধারকে কীরূপে শক্তি সঞ্চয় করা হয়?

    A
    আয়ন

    B
    আধান

    C
    অণু

    D
    পরমাণু

    Note: Not available
    1. Report
  4. Question: ধারকত্ব বজায় রাখার জন্য উদ্বাবিদ যান্ত্রিক কৌশলকে কী বলে?

    A
    ধারক

    B
    ভেনারেটর

    C
    মোটর

    D
    ট্রান্সফরমার

    Note: Not available
    1. Report
  5. Question: অন্তরক পদার্থ কোনটি?

    A
    লোহা

    B
    তামা

    C
    সোনা

    D
    বায়ু

    Note: Not available
    1. Report
  6. Question: তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোনটি নির্ণয় করা হয়?

    A
    তড়িৎ প্রবাহের মান

    B
    তড়িৎ প্রবাহের দিক

    C
    আধানের পরিমাণ

    D
    আধানের প্রকৃতি

    Note: Not available
    1. Report
  7. Question: নির্দিষ্ট মাধ্যমে অবস্থিত দুটি সমমানের চার্জ প্রত্যেকটিকে দ্বিগূণ এবং এদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে বলের মান কিরূপ হবে?

    A
    অপরিবর্তিত থাকবে

    B
    দ্বিগুণ হবে

    C
    চারগুণ হবে

    D
    অর্ধেক হবে

    Note: Not available
    1. Report
  8. Question: ধারকের দুটি পাতের মধ্যবর্তী স্থানে কোন ধরনের পদার্থ রাখা হয়?

    A
    সুপরিবাহী

    B
    অর্ধপরিবাহী

    C
    অন্তরক

    D
    চৌম্বক

    Note: Not available
    1. Report
  9. Question: 3C চার্জের একটি বস্তু 10N বল অনুভব করছে, ঐ জায়গায় ইলেকট্রিক ফিল্ড আছে?

    A
    3.266N

    B
    2.366N/C

    C
    3.333N

    D
    3.333N/C

    Note: Not available
    1. Report
  10. Question: স্প্রে গান কোনটি তৈরি করে?

    A
    নিরপেক্ষ কণা

    B
    আহিত কণা

    C
    অনাহিত কণা

    D
    চার্জহীন কণা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd