Question: গাড়ি রং করার ক্ষেত্রে-
Aস্প্রে গানের সূচালো প্রান্তটি জেনারেটরের এক প্রান্তে লাগানো থাকে
Bগাড়িতে জেনারেটরের অপর প্রান্তে লাগানো হয়
Cস্প্রে গান নিঃসৃত কণাগুলো তড়িৎ বলরেখা বরাবর চলে
Note: গাড়ি, সাইকেল আলমারি বা অন্যান্য ধাতব জিনিস রং করার জন্য ইদানিং রং এর স্প্রে ব্যবহার করা হয়। রং করার সময় স্প্রে গানের িএক প্রান্ত জেনারেটরের এক প্রান্তে এবং গাড়িকে জেনারেটরের অপরপ্রান্তে লাগানো হয়। স্প্রে গান নিঃসৃত কণাগুলো তড়িৎ বলরেখা বরাবর ক্রিয়া করে।