স্থির তড়িৎ
 
  1. Question: যে সব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ সহজে পরিবাহিত হতে পারে তাদের কী বলে?

    A
    অপরিবাহী

    B
    কুপরিবাহী

    C
    পরিবাহী

    D
    অন্তরক

    Note: Not available
    1. Report
  2. Question: যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না তাদের কী বলে?

    A
    পরিবাহক

    B
    অন্তরক

    C
    সুপরিবাহী

    D
    অর্ধপরিবাহী

    Note: যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে অন্তরক বলে। প্লাস্টিক, কাঁচ, কাঠ ইত্যাদি অন্তরকের উদাহরণ।
    1. Report
  3. Question: অন্তরক পদার্থ নিচের কোনটি?

    A
    তামা

    B
    রূপা

    C
    কাচ

    D
    অ্যালুমিনিয়াম

    Note: Not available
    1. Report
  4. Question: একটি প্লাস্টিকের চিরুনি পশমী কাপড়ে ঘষে ছোট ছোট কাগজের কাছে আনলে কিছু কাগজ চিরুনিতে লেগে যায়। এরূপ হওয়ার কারণ কী?

    A
    চিরুনির চুম্বক ধর্ম

    B
    কাগজের চুম্বক ধর্ম

    C
    কাগজে িএক প্রকার আধান সঞ্চিত থাকে

    D
    ঘর্ষণে চিরুনি তড়িৎগ্রস্ত হয়

    Note: Not available
    1. Report
  5. Question: তামার পাত ইলেকট্রন দান করে কীরূপ তড়িৎগ্রস্ত হয়?

    A
    ধনাত্মক

    B
    ঋণাত্মক

    C
    চার্জহীন

    D
    উভয় চার্জযুক্ত

    Note: পরমাণু ইলেকট্রন দান করে ধনাত্মক আধানে এবং ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানে আহিত হয়। সুতরাং তামার পাত ইলেকট্রন দান করে ধনাত্মক আধানে আহিত হয়।
    1. Report
  6. Question: সিল্ক ও কাচদন্ড ঘর্ষণ করলে কোনটির স্থানান্তর ঘটবে?

    A
    ইলেকট্রন

    B
    প্রোটন

    C
    নিউট্রন

    D
    নিউক্লিয়াস

    Note: Not available
    1. Report
  7. Question: সিল্ক ও কাচদন্ড ঘর্ষণের ফলে সিল্ক কোন আধানে আহিত হবে?

    A
    ধনাত্মক

    B
    ঋণাত্মক

    C
    নিরপেক্ষ

    D
    নিউট্রাল

    Note: Not available
    1. Report
  8. Question: সিল্ক ও কাচদন্ড ঘর্ষণের ফলে কাচ দন্ড কোন আধানে আহিত হয়?

    A
    ধনাত্মক

    B
    ঋণাত্মক

    C
    নিরপেক্ষ

    D
    নিউট্রাল

    Note: Not available
    1. Report
  9. Question: পলিথিন ও ফ্লানেলের ঘর্ষণের ফলে কাচ দন্ড কোন আধানে আহিত হয়?

    A
    ধনাত্মক

    B
    ঋণাত্মক

    C
    নিরপেক্ষ

    D
    নিউট্রাল

    Note: Not available
    1. Report
  10. Question: পলিথিন ও ফ্লানেলের ঘর্ষণের ফলে ফ্লানেল কী ধরনের চার্জে চার্জিত হয়?

    A
    ধনাত্মক

    B
    ঋণাত্মক

    C
    নিরপেক্ষ

    D
    নিউট্রাল

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd