স্থির তড়িৎ
 
  1. Question: তড়িৎগ্রস্ত বস্তুকে পরীক্ষায় জন্য তড়িৎবীক্ষণ যন্ত্রকে কোন আধানে আহিত করা আবশ্যক?

    A
    ধনাত্মক

    B
    ঋণাত্মক

    C
    ঋনাত্মক বা ধনাত্মক

    D
    নিরপেক্ষ

    Note: কোনো তড়িৎগ্রস্ত বস্তুতে কী ধরনের আধান আছে তা জানতে হলে তড়িৎবীক্ষণ যন্ত্রটিকে প্রথমে ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করতে হয়।
    1. Report
  2. Question: কুলম্বের সূত্রকে কোন সূত্রের সাথে তুলনা করা যায়?

    A
    নিউটনের গতির সূত্র

    B
    নিউটনের মাহকর্ষ সূত্র

    C
    গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র

    D
    কেপলার সূত্র

    Note: Not available
    1. Report
  3. Question: দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল সম্পর্কে কোন বিজ্ঞানী একটি সূত্র বিবৃত করেন?

    A
    নিউটন

    B
    আইনস্টাইন

    C
    কুলম্ব

    D
    ফ্যারাডে

    Note: Not available
    1. Report
  4. Question: দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কয়টি বিষয়ের ওপর নির্ভরশীল?

    A
    ১টি

    B
    ২টি

    C
    ৩টি

    D
    ৪টি

    Note: Not available
    1. Report
  5. Question: নির্দিষ্ট মাধ্যমে দুটি আহিত বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের মধ্যবর্তী দূরত্বের কীরূপ?

    A
    বর্গের ব্যস্তানুপাতিক

    B
    বর্গমূলের ব্যস্তানুপাতিক

    C
    বর্গের সমানুপাতিক

    D
    বর্গমূলের সমানুপাতিক

    Note: Not available
    1. Report
  6. Question: দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের কোন রেখা বরাবর ক্রিয়া করে?

    A
    দুটি আধান যে তলে অবস্থিত সে তল বরাবর

    B
    আধানদ্বয়ের তলের লম্ব বরাবর

    C
    আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর

    D
    আধানদ্বয়ের সংযোজক বলের কর্ণ বরাবর

    Note: Not available
    1. Report
  7. Question: কুলম্ব কীসের একক?

    A
    রোধ

    B
    আধান

    C
    বিভব অন্তর

    D
    তড়িৎ বিভব

    Note: Not available
    1. Report
  8. Question: কোন দুইটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে এদের মধ্যবর্তী বলের কী ঘটবে?

    A
    দ্বিগুণ হবে

    B
    এক চতুর্থাংশ হবে

    C
    চারগুণ হবে

    D
    অর্ধেক হবে

    Note: Not available
    1. Report
  9. Question: 1Cেআধান বিশিষ্ট দুটি বস্তু দূরে বায়ু মাধ্যমে 1m দূরত্বে অবস্থান করলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে?

    A
    1N

    B
    9 x 10^9N

    C
    4.5 x 10^9N

    D
    2.25 x 10^9N

    Note: Not available
    1. Report
  10. Question: সমপরিমাণ ও সমধর্মী দুইটি আধান শূন্য মাধ্যমে পরস্পর 1m দূরত্বে থেকে পরস্পর পরস্পরের উপর যদি 9 x 10^9 N বলে বিকর্ষণ করে তবে আধান দুইটির প্রত্যেকের আধানের পরিমাণ কত?

    A
    1 কুলম্ব

    B
    9 x 10^9N

    C
    শূন্য

    D
    2 কুলম্ব

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd