শক্তির সংরক্ষণশীলতা নীতিটি হল- ‘শক্তির সৃষ্টি বা বিনাস নেই। শক্তি কেবল একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হয়।’ শক্তির এই সংরক্ষণশীলতা নীতি অনুসারে পরমাণুর গঠন থেকে শুরু করে আবহাওয়ার পূর্বাভাস প্রদান পর্যন্ত আলোচনা ও গবেষণা করা যায়।