+ Explanation- সমন্বিত বর্তনী বা ইন্টিগ্রেটেড সার্কিট বেশি পরিচিত- আইসি নামে।
- সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে তৈরি এমন একটি নির্মাণ যাতে আমাদের আঙুলের নখের সমান জায়গায় লক্ষ লক্ষ অণুবীক্ষণিক তড়িৎ বর্তনী সংযুক্ত বা অঙ্গীভূত থাকে- আইসিতে।
- বর্তমানে একটি আইসি চিপ লক্ষ লক্ষ উপাংশ ধারণ করতে পারে যা বহু- জটিল ডিভাইস বা যন্ত্র চালাতে ব্যবহৃত হয়।
- বছরের পর বছর চিপসে উপাংশের সংখ্যা যত বেড়েছে চিপসের আকার তত ছোট হয়ে এসেছে এবং ডিভাইসের মান হয়েছে তত উন্নত।