+ Explanation- টেলিভিশনে ব্যবহৃত দুটি প্রেরক যন্ত্রের মধ্যে একটির প্রারম্ভিক অংশ হলো- ক্যামেরা।
- অপর একটি প্রেরক যন্ত্রের মাধ্যমে শব্দকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে তাড়িত চৌম্বক তরঙ্গ হিসেবে প্রেরণ করা হয়।
- ক্যামেরা হতে প্রাপ্ত তড়িৎ সংকেতকে মডুলেশন প্রক্রিয়ায় উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গের সাথে মিশ্রিত করা হয়। পরে এন্টেনার সাহায্যে প্রেরণ করা হয়- তাড়িত চৌম্বক বেতার তরঙ্গ হিসেবে।