Question:নিম্নের কোনটি অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করতে পারে?
A থার্মোমিটার
B ট্রাায়োড
C ডায়োড
D অ্যামিটার
/325
+ Answer
B
+ Explanationযে যন্ত্র অন্তর্গামীতে প্রদত্ত সংকেতকে বহির্গামীতে বিবর্ধিত করে তাকে বলা হয় অ্যামপ্লিফায়ার। ইলেকট্রনিক অ্যামপ্লিফায়ার ক্ষুদ্র অন্তর্গামী সংকেতকে বৃহৎ বহির্গামী সংকেতে পরিণত করে। ইলেকট্রনিক যন্ত্রে ট্রানজিস্টর একটি অ্যামপ্লিফায়ার হিসেবে ব্যবহৃত হয়।