Question:নিরবচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্টকে কী বলে?
A বর্তনী
B এনালগ সংকেত
C ডিজিটাল সংকেত
D পরিবর্তনশীল বিভব
/325
+ Answer
B
+ Explanationযেসব ঘটনার মান নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় তাদের বলা হয় এনালগ। শব্দ, আলো, তাপমাত্রা, চাপ এর মান কোন নির্দিষ্ট পরিসরের মধ্যে যে কোনো মান হতে পারে। এনালগ উপাত্ত নিরবচ্ছিন্নভাবে প্রেরিত হয়। টেলিফোন, রেডিও, টিভি সম্প্রচার ও কেবল টিভি সাধারণত এনালগ ডেটা বা উপাত্ত প্ররণ করে থাকে।