+ Explanationঅর্ধপরিবাহী পদার্থে যদি খাদ হিসেবে তৃযোজী মৌল মেশানো হয় তাহলে অর্ধপরিবাহীতে চারটি সমযোজী বন্ধন না গঠিত হয়ে তিনটি সমযোজী বন্ধন গঠিত হয় আর একটি হাত খালি থাকে ঐ খালি হাতে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয় বলে ঐখানে একটি হোল তৈরি হয়। এই ধরনের অর্ধপরিবাহীকে p-টাইপ অর্ধপরিবাহী বলে।