+ Explanation- এনজিও গ্রাফি হলো প্রতিবিম্ব তৈরির এমন একটি পরীক্ষা যেখানে শরীরের রক্তনালিসমূহ দেখার জন্য ব্যবহার করা হয়- এক্সরে।
- রক্তবাহী শিরা বা ধমনীগুলো সরু, ব্লক ও প্রসারিত হয়েছে কী না তা নির্ণয় করা যায়- এনজিওগ্রাফির মাধ্যমে।
- এনজিওগ্রাম করার সময় চিকিৎসক রোগীর দেহে একটি তরল পদার্থ একটি সরু ও নমনীয় নলের মধ্য দিয়ে প্রবেশ করিয়ে দেন। এর ফলে রক্তবাহী নালিকাগুলো- এক্সরের সাহায্যে দৃশ্যমান হয়।
- যার সাহায্যে নিয়মিতভাবে কোনো ব্যক্তির হৃৎপিন্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কার্যকলার পর্যবেক্ষণ করা যায় তাই হলো- ইজিসি।
- ইসিজি পরীক্ষার একটি বিশেষ রূপ- ইটিটি।