Question:হৃদ স্পন্দনের হার ও ছন্দময়তা পরিমাপ করা হয় কী উপায়ে?
A তড়িৎ সংকেত সনাক্ত করে
B X-ray এর মাধ্যমে
C নিউক্লিয় চৌম্বক অনুনাদের মাধ্যমে
D শব্দ তরঙ্গ ব্যবহার করে
/228
+ Answer
A
+ Explanation- ইসিজি এমন একটি রোগ নির্ণয় পদ্ধতি যার সাহায্যে নিয়মিতভাবে পর্যব্খেষণ করা যায় কোনো ব্যক্তির- হৃৎপিন্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কার্যকলাপ।
- হৃৎপিন্ডের স্পন্দনের হার এবং ছন্দময়তা পরিমাপ করা হয়- ইসিজির মাধ্যমে।
- ইসিজি ব্যবস্থায় হৃৎপিন্ডের একটি সম্পূর্ণ ছবি পাবার জন্য দশটি ইলেকট্রটোড ব্যবহার করে বৈদ্যুতিক সংকেতকে সনাক্ত করা হয়- বারোটি।