Question:খাদ্যগ্রহণ ও শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে মানবদেহ রাসায়নিক শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে?
A তাপশক্তি ও যান্ত্রিকশক্তি
B যান্ত্রিক শক্তি ও তড়িৎশক্তি
C তাপশক্তি ও তড়িৎশক্তি
D তাপশক্তি ও শব্দশক্তি
/228
+ Answer
A
+ Explanationযদিও মানবদেহ যন্ত্র নয় তবুও এটি যন্ত্রের মত আচরণ করে। দেহযন্ত্রের প্রত্যেকটি অংশ বিশেষ বিশেষ কাজ সম্পন্ন করে। এই বিশেষ বিশেষ কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় শক্তি খাদ্য গ্রহণ ও শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট রাসায়নিক শক্তি থেকে পাওয়া যায়।