+ Explanationশব্দ দূষণে আমাদের যা যা করণীয় তা নিচে দেওয়া হল-
(ক) উৎসব/অনুষ্ঠানে উচ্চস্বরে মাইক বাজানো পরিহার করা।
(খ) পটকা, বাজি ফুটানো নিষিদ্ধ করা।
(গ) গাড়ির হর্ণ অযথা বাজানো পরিহার করা।
(ঘ) কম শব্দ উৎপাদনকারী ইঞ্জিন বা যন্ত্রপাতি ব্যবহার করা।
(ঙ) লোকালয় থেকে দূরে কলকারখানা ও বিমানবন্দর স্থাপন করা।
(চ) শহরের মাঝে উন্মুক্ত জায়গা রাখা এবং রাস্তার ধারে গাছপালা লাগানো।