ভৌত রাশি ও পরিমাপ
 
  1. Question: পদার্থ বিজ্ঞান ও রসায়ন ল্যাবরেটরিতে কোনো অল্প জিনিসের ভর সূক্ষ্ম পরিমাপের জন্য কোনটি ব্যবহৃত হয়?

    A
    স্লাইড ক্যালিপার্স

    B
    তুলাযন্ত্র

    C
    স্ক্রুগজ

    D
    সাধারণ নিক্তি

    Note: Not available
    1. Report
  2. Question: যন্ত্রের পিচকে বৃত্তাকার স্কেলের সংখ্যা দ্বারা ভাগ করলে কোনটি পাওয়া যায়?

    A
    লঘিষ্ঠ গণন

    B
    পিচ

    C
    ভার্নিয়ার ধ্রুবক

    D
    ভার্নিয়ার সমপাতন

    Note: Not available
    1. Report
  3. Question: থামা ঘড়ি কয় ধরনের হয়?

    A
    দুই

    B
    তিন

    C
    চার

    D
    পাঁচ

    Note: Not available
    1. Report
  4. Question: থামা ঘড়ি চবালু এবং বন্ধ করার ক্ষেত্রে একটি ত্রুটি চলে আসে। এই ত্রুটির মান কত?

    A
    0.3

    B
    0.2s

    C
    0.1s

    D
    0.03s

    Note: Not available
    1. Report
  5. Question: স্লাইড ক্যালিপার্সের অপর নাম কী?

    A
    স্লাইড ভার্নিয়ার

    B
    ভার্নিয়ার ক্যালিপার্স

    C
    ক্যালিপার্স

    D
    পিয়েরে ক্যালিপার্স

    Note: স্লাইড ক্যালিপার্সের অপর নাম ভার্নিয়ার ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্স দ্বারা মাপজোখের বেলায় ভার্নিয়ার পদ্ধতি ব্যবহার করা হয় বলে একে ভার্নিয়ার ক্যালিপার্সও বলা হয়।
    1. Report
  6. Question: কোন স্কেলের সাহায্যে মিলিমিটারের ভগ্নাংশ সঠিকভাবে নির্নয় করা যায়?

    A
    মিটার স্কেল

    B
    অ্যামিটার

    C
    সনোমিটার

    D
    ভার্নিয়ার স্কেল

    Note: Not available
    1. Report
  7. Question: প্রধান স্কেলের 1 ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য 1 মি.মি. এবং ভার্নিয়ারের ভাগের সংখ্যা 10 হলে ভার্নিয়ার ধ্রুবক কত?

    A
    0.01 মি.মি.

    B
    0.1 সে. মি.

    C
    0.1 মি.মি.

    D
    0.1 মি.

    Note: ভার্নিয়ার ধ্রুবক = `1 মি.মি./10‘=0.1 মি. মি.
    1. Report
  8. Question: মূল স্কেলের পাঠ 14 mm, ভার্নিয়ার ধ্রুবক 0.1 mm িএবং ভার্নিয়ার পাঠ 3 হলে মোট পাঠ কত?

    A
    143 cm

    B
    14.3 mm

    C
    1.43 mm

    D
    14.3 cm

    Note: Not available
    1. Report
  9. Question: স্ক্রুগজের ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক?

    A
    `D=L+V xx LC`

    B
    `L=M+V xx VC`

    C
    `D=L+C xx LC`

    D
    `D=C xx LC`

    Note: Not available
    1. Report
  10. Question: কোন তারের স্ক্রুগজে রৈখিক স্কেল পাঠ 3 মিমি ৈএবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 20 তখন তারের ব্যাস কত?

    A
    2.3 মিমি

    B
    3 মিমি

    C
    0.2 মিমি

    D
    3.2 মিমি

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd