ভৌত রাশি ও পরিমাপ
 
  1. Question: বিজ্ঞানী আর্কিমিডিস কোন দেশের নাগরিক ছিলেন?

    A
    গ্রিস

    B
    জার্মানী

    C
    ইতালী

    D
    ফ্রান্স

    Note: Not available
    1. Report
  2. Question: বিজ্ঞানী আরকিমিডিস আবিষ্কার করেন কোনটি?

    A
    তরলে নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়াশীল উর্ধ্বমূখী বলের সূত্র

    B
    মহাকর্ষ সূত্র

    C
    উড়োজাহাজের মডেল

    D
    ক্যালকুলাস

    Note: Not available
    1. Report
  3. Question: গোলীয় দর্পণের সাহায্যে সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল জানতেন কে?

    A
    আল ফারাজী

    B
    ইবনে সিনা

    C
    থেলিস

    D
    আর্কিমিডিস

    Note: Not available
    1. Report
  4. Question: কোন বিজ্ঞানীর পর কয়েক শতাব্দীকাল বৈজ্ঞানিক আবিস্কার মন্থর গতিতে চলে?

    A
    থেলিস

    B
    আরকিমিডিস

    C
    নিউটন

    D
    ডাল্টন

    Note: Not available
    1. Report
  5. Question: কোন সময়ে ইউরোপে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার পূর্ণজীবন ঘটেনি?

    A
    এক বিংশ শতাব্দীর পূরবে

    B
    ত্রয়োদশ শতাব্দীর পূরবে

    C
    অষ্টাদশ শতাব্দীর পূরবে

    D
    বিংশ শতাব্দীর পরে

    Note: Not available
    1. Report
  6. Question: টলেমী কোন সালে জন্মগ্রহণ করেন?

    A
    ১২৫

    B
    ১২৭

    C
    ১২৯

    D
    ১৩১

    Note: Not available
    1. Report
  7. Question: কোনটির ক্ষেত্রে ইবনে আল হাইথাম অবদান রাখেন?

    A
    বলবিদ্যা

    B
    পড়ন্ত বস্তুর সূত্র

    C
    আলোক তত্ত্ব

    D
    জ্যামিতি

    Note: Not available
    1. Report
  8. Question: ”বস্তু দেখার জন্য চোখ আলো পাঠায়”-এ কথা কে বিশ্বাস করতেন?

    A
    টলেমী

    B
    আল খুজান্দী

    C
    প্লেটো

    D
    অ্যারিস্টটল

    Note: টলেমি (১২৭-১৫১) ও অন্যান্য প্রাচীন বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে কোনো বস্তু দেখার জন্য চোখ নিজে আলোক রশ্মি পাঠায়। আল হাজেন এই মতের বিরোধিতা করেন এবং বলেন যে বস্তু থেকে আমাদের চোখে আলো আসে বলেই আমরা বস্তুকে দেখতে পাই।
    1. Report
  9. Question: কে প্রকৃতির ইতিহাস সম্পর্কে একটি এনসাইক্লোপিডিয়া লেখেন?

    A
    হাইগেন

    B
    আল-মাসুদী

    C
    টলেমি

    D
    আল হাজেন

    Note: আল-মাসুদী (৮৯৬-৯৫৬) প্রকৃতির ইতিহাস সম্পর্কে একটি এনসাইক্লোপিডিয়া লেখেন। এই বইয়ে উইন্ডমিল বা বায়ুকলের উল্লেখ পাওয়া যায়।
    1. Report
  10. Question: ’আলো আমাদের চোখে আসে বলেই আমরা দেখতে পাই’-এই বৈজ্ঞানিক সত্যটি কে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন?

    A
    আল হাইথাম

    B
    আল-হাজেন

    C
    টলেমি

    D
    হাইগেন

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd