ভৌত রাশি ও পরিমাপ
 
  1. Question: পরিমাপের জন্য সচরাচর যে যন্ত্র ব্যবহার করা হয়-

    A
    মিটার স্কেল

    B
    তুলা যন্ত্র

    C
    রেকটিফায়ার

    Note: Not available
    1. Report
  2. Question: স্ক্রুগজের সাহায্যে নির্ণয় করা যায়-

    A
    তারের ব্যাসার্ধ

    B
    ছোট ভর

    C
    ছোট দৈর্ঘ্য

    Note: Not available
    1. Report
  3. Question: পরীক্ষাগারে ব্যভহৃত তুলা যন্ত্রে-

    A
    দুটি সমান ওজনের পাল্লা p1 ও p2 নিক্তির দুই প্রান্তে থাকে

    B
    পাটাতনের সাথে দুইটি লেভেলিং স্ক্রু থাকে

    C
    ফাঁপা থামটির মধ্যে একটি নিরেট ধাতব দন্ড পাটাতন সংলগ্ন হাতল H ঘুরিয়ে উঠানো- নামানো যায়

    Note: Not available
    1. Report
  4. Question: দৈব ত্রুটি এক ধরনের পরিমাপগত ত্রুটি-

    A
    এড়ানো সম্ভব নয়

    B
    সতর্কতা অবলম্বনের মাধ্যমে কমিয়ে আনা যায়

    C
    এর ফলে চূড়ান্ত ফলাফল সর্বদা বেশি হয়

    Note: Not available
    1. Report
  5. Question: ব্যক্তিগত ত্রুটি দেখা দেয়-

    A
    ভার্নিয়ার সমপাতন নির্ণয় করতে ভুল করলে

    B
    প্রধান স্কেলের শূন্য দাগ ভঅর্নিয়ার স্কেলের শূন্য দাগের সাথে না মিললে

    C
    দোলকের দোলনসংখ্যা নির্ণয়ে ভুল করলে

    Note: Not available
    1. Report
  6. Question: প্রসঙ্গ কাঠামোর সাথে তুলনা করে অন্য বস্তুর নির্ণয় করা যায়-

    A
    গতি

    B
    অবস্থান

    C
    স্থিতি

    Note: Not available
    1. Report
  7. Question: সুষম ত্বরণের ক্ষেত্রে বস্তুর-

    A
    সরণ হয়

    B
    ত্বরণের পরিবর্তন হয়

    C
    বেগের পরিবর্তন হয়

    Note: Not available
    1. Report
  8. Question: একই একক সংবলিত রাশিগুলো হল-

    A
    দ্রুতি ও বেগ

    B
    ত্বরণ ও মন্দন

    C
    সরণ ও দূরত্ব

    Note: Not available
    1. Report
  9. Question: স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভূমি স্পর্শ করার মুহূর্তে-

    A
    সমস্ত শক্তিই বিভবশক্তি

    B
    সমস্ত শক্তিই গতিশক্তি

    C
    বিভবশক্তি শূন্য

    Note: Not available
    1. Report
  10. Question: এ মহাবিশ্বের সকল-

    A
    গতিই পরম

    B
    গতিই আপেক্ষিক

    C
    স্থিতিই আপেক্ষিক

    Note: কোনো বস্তু প্রকৃতপক্ষে স্থির কিনা তা নির্ভর করে প্রসঙ্গ বস্তুর ওপর। প্রসঙ্গ বস্তু যদি প্রকৃতপক্ষে স্থির হয় তাহলে তার সাপেক্ষে যে বস্তু স্থিতিশীল রয়েছে সেও প্রকৃতপক্ষে স্থির হয়। এ ধরনের স্থিতিকে আমরা পরম স্থিতি বলেতে পারি। অর্থাৎ প্রসঙ্গ বস্তুটি যদি পরম স্থিতিতে থাকে তাহলেই কোনো বস্তু তার সাপেক্ষে স্থির থাকলে সে বস্তুকে পরম স্থিতিশীল বলা যেহে পারে। সেরূপ পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে আমরা পরম গতি বলতে পারি। কিন্তু এ মহাবিশ্বে এমন কোনো প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব না যা প্রকৃতপক্ষে স্থির রয়েছে। কারণ পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে, সূর্যও তার গ্রহ উপগ্রহ নিয়ে ছায়াপথে ঘুরছে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd