গতি
 
  1. Question: অতি অল্প সময়ের দূরত্বতে সময় দিয়ে ভাগ করলে কোনটি পাওয়া যায়?

    A
    সুষম দ্রুতি

    B
    অসম দ্রুতি

    C
    গড় দ্রুতি

    D
    তাৎক্ষণিক দ্রুতি

    Note: Not available
    1. Report
  2. Question: সরণ-সময় লেখের যেকোনো বিন্দুতে অঙ্গিত স্পর্কের ঢাল ঐ বিন্দুতে কী নির্দেশ করে?

    A
    বেগ

    B
    সরণ

    C
    ত্বরণ

    D
    বল

    Note: Not available
    1. Report
  3. Question: যে দৃঢ় বস্তু সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান নির্ণয় করা হয়ে তাকে কী বলে?

    A
    প্রসঙ্গ বস্তু

    B
    প্রসঙ্গ কাঠামো

    C
    প্রসঙ্গ ক্ষেত্র

    D
    প্রসঙ্গ অক্ষ

    Note: Not available
    1. Report
  4. Question: সময়ের পরিবর্তনের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিপার্শ্বের সাপেক্ষে অপরবর্তিত থাকার ঘটনাকে কী বলে?

    A
    স্থিতি

    B
    গতি

    C
    দূরত্ব

    D
    সরণ

    Note: Not available
    1. Report
  5. Question: যে দৃঢ় বস্তু সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান নির্ণয় করা হয়ে তাকে কী বলে?

    A
    প্রসঙ্গ বস্তু

    B
    প্রসঙ্গ কাঠামো

    C
    প্রসঙ্গ ক্ষেত্র

    D
    প্রসঙ্গ অক্ষ

    Note: Not available
    1. Report
  6. Question: পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে কী বলে?

    A
    আপেক্ষিক স্থিতি

    B
    পরম গতি

    C
    আপেক্ষিক গতি

    D
    পরম স্থিতি

    Note: Not available
    1. Report
  7. Question: চলন্ত ট্রেনে দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে, তবে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থানকে কী বলে?

    A
    আপেক্ষিক স্থিতি

    B
    আপেক্ষিক গতি

    C
    পরম স্থিতি

    D
    পরম গতি

    Note: Not available
    1. Report
  8. Question: কোনো বস্তুর গতি যদি একটি সরলরেখায় সীমাবদ্ধ থাকে তাহলে তার গতিকে কী বলে?

    A
    রৈখিক গতি

    B
    ঘূর্ণন গতি

    C
    চলন গতি

    D
    পর্যাবৃত্ত গতি

    Note: Not available
    1. Report
  9. Question: নিচের কোনটি রৈখিক গতি?

    A
    সরল পথে ট্রাকের গতি

    B
    বৈদ্যুতিক পাখার গতি

    C
    ঘড়ির কাঁটার গতি

    D
    সরল দোলকের গতি

    Note: Not available
    1. Report
  10. Question: কোন ধরনের গতি সম্পন্ন কণার গতিপথ শুধু বৃত্তাকৃতির হয়?

    A
    দোলন গতি

    B
    পর্যাবৃত্ত গতি

    C
    চলন গতি

    D
    ঘুর্ণন গতি

    Note: যখন কোন বস্তু কোন নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ঐ বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে তখন সে বস্তুর গতিকে ঘুর্ণন গতি বলে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd