1. Question:কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৫০ লক্ষ। ঐ শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ জন। ক. জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার নির্ণয় কর। খ. ৩ বছর পরে ঐ শহরের জনসংখ্যা কত বৃদ্ধি পাবে? গ. জনসংখ্যা বৃদ্ধির হার অপরিবর্তিত থাকলে আরও ৩ বছর পরে ঐ শহরের লোকসংখ্যা কত হবে? 

    Answer
    ক. শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০।
    
       অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার
    
       r = `(৩০)/(১০০০)`
    
         = `৩/(১০০)`
    
        = ৩%
    
        উত্তর: ৩%।
    
    
      খ. শহরটির বর্তমান জনসংখ্যা = ৫০০০০০০
    
         জনসংখ্রা বৃদ্ধির হার r = ৩%  [’ক’ হতে প্রাপ্ত]
    
         সময় n = ৩ বছর
    
        আমরা জানি, জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্বি মুনাফার সূত্র প্রযোজ্য।
    
         :. C = `p(১ + r)^n`
    
            = `৫০০০০০০ (১ + ৩/(১০০))^`
    
            = `৫০০০০০০ xx ((১০৩)/(১০০))^`
    
            =` ৫০০০০০০ xx (১০৩)/(১০০) xx (১০৩)/(১০০) xx (১০৩)/(১০০)`
    
            = ৫৪৬৩৬৩৫
    
           ৩ বছর পর শহরটির জনসংখ্যা হবে ৫৪৬৩৬৩৫
    
        :. ৩ বছর পর শহরটির জনসংখ্যা বৃদ্ধি পাবে
    
            (৫৪৬৩৬৩৫ - ৫০০০০০০) জন
    
           = ৪৬৩৬৩৫ জন
    
           উত্তর: ৪৬৩৬৩৫ জন।
    
     গ. এখানে,
    
         ৩ বছর পর শহরটি জনসংখ্যা হবে ৫৪৬৩৬৩৫
    
         জনসংখ্যা বৃদ্ধির হার r = `(৩০)/(১০০০০) = ৩/(১০০)`
    
         সময় n = ৩ বছর
    
        আমরা জানি জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার 
    
        সূত্র প্রযোজ্য।
    
       :. C = `r (১ + )^n`
    
          = `৫৪৬৩৬৩৫ (১ + ৩/(১০০))^৩`
    
          = `৫৪৬৩৬৩৫xx  ((১০৩)/(১০০))^৩`
    
          = `৫৪৬৩৬৩৫ xx (১০৩)/(১০০) xx (১০৩)/(১০০) xx (১০৩)/(১০০)`
    
          = ৫৯৭০২৬১ জন
    
        সুতরাং আরও ৩ বছর পর শহরটির জনসংখ্যা হবে ৫৯৭০২৬১।
    
        উত্তর: ৫৯৭০২৬১।

    1. Report
  2. Question:কোনো শহরের বর্তমান লোকসংখ্যা ৫০ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন। ক. লোকসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত? খ. ৩ বছর পর ঐ শহরের লোকসংখ্যা বৃদ্ধি পেয়ে কত হবে? গ. ৫ বছর পর লোকসংখ্যা প্রাথমিক লোকসংখ্যা থেকে কতজন বৃদ্ধি পাবে? 

    Answer
    ক. এখানে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন 
    
      সুতরাং জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার = `(২৫ xx ১০০)/(১০০০) %` 
    
                                               = ২.৫%
    
    
     খ. শহরের বর্তমান লোকসংখ্যা p = ৫০০০০০০
    
         লোকসংখ্যা বৃদ্ধির হার r = `২.৫% = (২.৫)/(১০০)`
    
         সময় n = ৫ বছর
    
        চক্রবৃদ্ধি মুনাফার সূত্রানুসারে,
    
        C = `p(১ +r)^n`
    
       = `৫০০০০০০ (১ + (২.৫)/(১০০))^৩`
    
       = `৫০০০০০০ ((১০২.৫)/(১০০))^৩`
    
       = `৫০০০০০০ xx (১০২.৫ xx ১০২.৫ xx ১০২.৫)/(১০০ xx ১০০ xx ১০০)`
    
       = ৫৩৮৪৪৫৩
    
       অর্থাৎ ৩ বছর পর ঐ শহরের লোকসংখ্যা হবে ৫৩৮৪৪৫৩
    
         উত্তর: ৫৩৮৪৪৫৩ জন।
    
     
     গ. শহরের  বর্তমান লোকসংখ্যা p = ৫০০০০০০
    
        লোকসংখ্যা বৃদ্ধির হার r = `২.৫%  = (২.৫)/(১০০)`
    
        সময় n = ৫ বছর
    
        চকৃবৃদ্ধি মুনাফার সূত্রনুসারে
    
        :. `C = p(১ + r)^n`
    
        = `৫০০০০০০ (১ + (২.৫)/(১০০))^৫`
    
        = `৫০০০০০০ xx ((১০২.৫)/(১০০))^৫`
    
        = `৫০০০০০০ xx (১০২.৫ xx ১০২.৫ xx ১০২.৫ xx ১০২.৫ xx ১০২.৫)/(১০০ xx ১০০ xx ১০০ xx ১০০ xx ১০০)`
    
        = ৫৬৫৭০৪১
    
        সুতরাং ৫ বছর পর ঐ শহরের লোকসংখ্যা হবে ৫৬৫৭০৪১। তাহলে ৫ বছর পর লোকসংখ্যা প্রাথমিক লোকসংখ্যা
    
       থেকে বৃদ্ধি পাবে (৫৬৫৭০৪১ - ৫০০০০০০) জন
    
                        = ৬৫৭০৪১ জন
    
          উত্তর: ৬৫৭০৪১ জন।

    1. Report
  3. Question:একই হার মুনাফার কোনো মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৫০০ টাকা ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৭৬০ টাকা। ক. দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ নির্ণয় কর। খ. মূলধন ‍নির্ণয় কর। গ. দেখাও যে উভয়ক্ষেত্রে বার্ষিক মুনাফার হার একই। 

    Answer
    ক. একই বছরান্তে চকৃবৃদ্ধি মূলধন ৬৫০০ টাকা
    
       এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা মূলধন ৬৭৬০ টাকা
    
      :. দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ
    
             = (৬৭৬০ - ৬৫০০) টাকা
    
             = ২৬০ টাকা
    
       উত্তর: ২৬০ টাকা
    
    
     খ. মনে করি, মূলধন টাকা এবং বার্ষিক মুনাফার হার 
    
        :. এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন `p = (১ + r/(১০০))` টাকা
    
       এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন =` p(১ + r/(১০০))^` টাকা
    
        প্রশ্নমতে, `p (১ + r/(১০০)) = ৬৫০০`
    
             বা, `১ + r/(১০০) = (৬৫০০)/p` ...............(i)
    
             এবং `p (১ + r/(১০০))^` = ৬৭৬০ 
    
              বা, `p((৬৫০০)/p)^` = ৬৭৬০
    
                        [ থেকে `(১ + r/(১০০))` এর মান বসিয়ে]
    
              বা, `p (৬৫০০ xx ৬৫০০)/p = ৬৭৬০`
    
              বা, `(৬৫০০ xx ৬৫০০)/p = ৬৭৬০`
    
              বা, `p xx ৬৭৬০ = ৬৫০০ xx ৬৫০০`
    
              বা, `p = (৬৫০০ xx ৬৫০০)/(৬৭৬০)`
    
               :. p = ৬২৫০
    
            :. মূলধন ৬২৫০ টাকা
    
         উত্তর: ৬২৫০ টাকা।

    1. Report
  4. Question:এক বছরান্তে চক্রবৃদ্ধি মূল ৬৫০ টাকা এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূল ৬৭৬ টাকা। ক. মুনাফার হার কত? খ. ১ বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর। গ. দুই বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় কর। 

    Answer
    ক. মনে করি, মূলধন = p টাকা
    
        মুনাফার হার = r%
    
      :. n বছর পর চক্রবৃদ্ধি মূলধন = `p(১ + r/(১০০))^n`
    
       ;. ১ বছর পর চক্রবৃদ্ধি মূলধন = `p(১ + r/(১০০))^১`
    
                                      = `p(১ + r/(১০০))`  টাকা
    
      এবং ২ বছর পর চক্রবৃদ্ধি মূলধন = টাকা `p(১ + r/(১০০))^২`
    
      প্রশ্নমতে, `p(১ + r/(১০০))` = ৬৫০....................(i)
    
       এবং `p(১ + r/(১০০))^২` = ৬৭৬.....................(ii)
    
      (ii) নং কে (i) নং দ্বারা ভাগ করে পাই,
    
        ` (p(১ + r/(১০০)))/(p(১ + /(১০০))) = (৬৭৬)/(৬৫০)`
    
       বা, `(১ + r/(১০০)) = ১.০৪`
    
       বা, r = ১.০৪ - ১
    
            = ০.০৪
    
       :. r =` ০.০৪ xx ১০০%`
    
           = ৪%
    
        অর্থাৎ মুনাফার হার ৪%
    
       উত্তর: মুনাফার হার ৪%।
    
    
     খ. এখানে ‘ক’ হতে পাই,
    
         মুনাফার হার r = ৪%
    
                      = `৪/(১০০)`
    
                      =` ১/(২৫)`
    
                      = ০.০৪
    
       আবার, 
    
            ১ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C = p(১ + r) টাকা
    
            প্রশ্নমতে, p(১ + r) = ৬৫০
    
              বা, p = `(৬৫০)/(১ + ০.০৪)`
    
                  = `(৬৫০)/(১.০৪)`
    
                  = ৬২৫ 
    
         অতএব মূলধন = ৬২৫ টাকা।
    
        সুতরাং ১ বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা = C - p
    
                          = (৬৫০ - ৬২৫) টাকা
    
                          = ২৫ টাকা
    
        উত্তর: ২৫ টাকা।
    
     
     গ. এখানে, ‘খ’ হতে পাই, মূলধন p = ৬২৫ টাকা
    
        এবং মুনাফার r = ৪%
    
                      = `৪/(১০০)` 
    
                      = ০.০৪
    
         কিন্তু দুই বছরান্তে মুনাফা = (৬৭৬ - ৬২৫) টাকা
    
                                   = ৫১ টাকা
    
         আবার আমরা জানি, সরল মুনাফা I হলে, I = pnr
    
          সুতরাং দুই বছরান্তে সরল মুনাফা
    
          = মূলধন `xx` সময় `xx` মুনাফার হার
    
          = `৬২৫ xx ২ xx ০.০৪` টাকা
    
          = ৫০ টাকা
    
         :. দুই বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য
    
            = (৫১ - ৫০) টাকা
    
            = ১ টাকা
    
         উত্তর: ১ টাকা।

    1. Report
  5. Question:এক ব্যাক্তি ব্যাংক থেকে বার্ষিক ৬% চক্রবৃদ্ধি মুনাফায় ৮০০০ টাকা ঋণ নিলেন। প্রতিবছর শেষে তিনি ৩০০০ টাকা পরিশোধ করেন। ক. ঐ ব্যক্তির বার্ষিক সরল মুনাফা নির্ণয় কর। খ. ঐ ব্যক্তির ২য় বছরের প্রারম্ভিক মূলধন কত? গ. ২য় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? 

    Answer
    ক. এখানে মূলধন p = ৮০০০ টাকা
    
        বার্ষিক মুনাফার হার r` = ৬% = ৬/(১০০)`
    
        সময় n = ১ বছর
    
      :. সরল মুনাফা, I = pnr
    
      অর্থাৎ মুনাফা = আসল `xx` সময় `xx` মুনাফার হার
    
                     = `৮০০০ xx ১ xx ৬/(১০০)` টাকা
    
       উত্তর: ৪৮০ টাকা।
    
     খ. আমরা জানি,
    
        n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন` C_n = p ( ১ + r)^n`
    
      :. ১ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন
    
         `C_1 = p ( ১ + r)`
    
         = `৮০০০ xx (১ + ৬/(১০০))` টাকা
    
         = `৮০০০ xx (১ + ৩/(৫০))` টাকা
    
         = `৮০০০ xx (৫৩)/(৫০)` টাকা
    
         = ৮৪৮০ টাকা
    
       প্রথম কিস্তিতে শোধ করেন ৩০০০ টাকা
    
      :. অবশিষ্ট ঋণ    = (৮৪৮০ - ৩০০০) টাকা
    
                           = ৫৪৮০ টাকা
    
       সুতরাং ২য় বছরান্তে প্রারম্ভিক মূলধন = ৫৪৮০ টাকা
    
        উত্তর: ৫৪৮০ টাকা।
    
    
      গ. ‘খ’ হতে পাই,
    
          ২য় বছরের প্রারম্ভিক মূলধন `p_1`= ৫৪৮০ টাকা
    
         :. ২য় বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন 
    
           `C_২ = p_1 (১ + r)`
    
            = `৫৪৮০ xx (১ + ৬/(১০০))` টাকা
    
            = `৫৪৮০ xx (১ + ৩/(৫০))` টাকা
    
            = `৫৪৮০ xx (৫৩)/(৫০)` টাকা
    
            = ৫৮০৮.৮০ টাকা
    
       ২য় কিস্তিতে পরিশোধ করেন ৩০০০ টাকা
    
      :. ২য় কিস্তি পরিশোধের পর অবশিষ্ট ঋণ
    
                 = (৫৮০৮.৮০ - ৩০০০) টাকা
    
                 = ২৮০৮.৮০ টাকা
    
          উত্তর: ২৮০৮.৮০ টাকা।

    1. Report
  6. Question:এক ব্যক্তি কিছু টাকা ব্যাংকে জমা রাখলেন। ব্যাংকে তাকে চক্রবৃদ্ধি হারে মুনাফা প্রদান করায় এক বছরান্তে চক্রবৃদ্ধি মূল ৬৫০ টাকা এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূল ৬৭৬ টাকা হলো। ক. চক্রবৃদ্ধি মুনাফা কাকে বলে? খ. ঐ ব্যক্তি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন নির্ণয় কর। গ. ঐ ব্যক্তি ব্যাংকে কত হারে মুনাফা প্রদান করেছিল নির্ণয় কর। 

    Answer
    ক. চক্রবৃদ্ধি মুনাফা: যখন আসল বা মূলধনের উপর হিসাব করে নিদিষ্ট সময়ান্তে আবার মুনাফা-আসলকে আসল ধরে পরবর্তীতে নিদিষ্ট সময়ের জন্য মুনাফা নির্ধারণ করা হয়, তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে।
    
     n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হলে C = `p (১ + r)^n`
    
     :. চক্রবৃদ্ধি মুনাফা c - p =` p(১ + r)^n - p`
    
    
     খ. মনে করি মূলধন টাকা এবং মুনাফার হার r%
    
      :. এক বছরান্তে চক্রবৃদ্ধি মূল = `p(১ + r/(১০০))^১` টাকা
    
                                    = `p(১ + r/(১০০))` টাকা
    
      :. `p(১ + r/(১০০)) = ৬৫০`
    
      বা, `১ + r/(১০০) = (৬৫০)/p` ................(i)
    
      আবার, দুই বছরান্তে চক্রবৃদ্ধিমূল = `p(১ + r/(১০০))^২` টাকা
    
      :. `p(১ + r/(১০০))^২ = ৬৭৬`
    
       বা, `p. ((৬৫০)/p) = ৬৭৬`
    
                    [ (i) থেকে `১ + r/(১০০)` এর মান বসিয়ে]
    
       বা, `p. (৬৫০ xx ৬৫০)/p^২ = ৬৭৬`
    
       বা, `(৬৫০ xx ৬৫০)/p = ৬৭৬`
    
       বা, `৬৭৬p = ৬৫০ xx ৬৫০`
    
       বা, `p = (৬৫০ xx ৬৫০)/(৬৭৬)`
    
        :. p = ৬২৫
    
       :. ঐ ব্যক্তি ব্যাংকে ৬২৫ টাকা জমা রেখেছিলেন।
    
       গ. ‘খ’ অংশ হতে পাই, 
    
          মূলধন p = ৬২৫ টাকা
    
          দেওয়া আছে, এক বছরান্তে চক্রবৃদ্ধি মূল C = ৬৫০ টাকা
    
          তাহলে n = ১ বছর
    
          আমরা জানি, C = `p(১ +r)^n`
    
          বা, ৬৫০ = `৬২৫ (১ + r)^`
    
          বা, `(৬৫০)/(৬২৫) = ১ + r`
    
          বা, `১ + r = (৬৫০)/(৬২৫)`
    
          বা, `r = (৬৫০)/(৬২৫) - ১`
    
          বা, `r = (৬৫০ - ৬২৫)/(৬২৫)`
    
          বা, `r = (২৫)/(৬২৫)`
    
          বা, `r = ১/(২৫)`
    
          বা, `r = ১/(২৫) xx ১০০ xx ১/(১০০)`
    
          বা, `r = ৪ xx ১/(১০০)`
    
          :. r = ৪%
    
          অতএব ঐ ব্যক্তি ব্যাংক ৪% হারে মুনাফা প্রদান করেছিল।

    1. Report
  7. Question:কোনো আসল ৬ বছরের মুনাফা-আসলে ১৬,২৮০ টাকা এবং ৮ বছরে মুনাফা-আসলে ১৮,০৮০ টাকা হয়। ক. ৫ বছরের মুনাফা নির্ণয় কর। খ. আসল ও মুনাফার হার নির্ণয় কর। গ. উক্ত হার মুনাফায় ৯.০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর। 

    Answer
    ক. আসল + ৮ বছরের মুনাফা = ১৮,০৮০ টাকা
    
        আসল + ৬ বছরের মুনাফা = ১৬,২৮০ টাকা
    ------------------------------------------
     বিয়োগ করে, ২ বছরের মুনাফা = ১৮০০ টাকা
    
      :. ১ বছরের মুনাফা = `(১৮০০)/২` টাকা
    
                           = ৯০০ টাকা
    
      :. ৫ বছরের মুনাফা =` ৯০০ xx ৫` টাকা
    
                           = ৪৫০০ টাকা।
    
        উত্তর: ৪৫০০ টাকা
    
    
     খ. ’খ’ হতে পাই,
    
          ১ বছরের মুনাফা ৯০০ টাকা
    
        :. ৬ বছরের মুনাফা `(৯০০ xx ৬)` টাকা
    
                             = ৫৪০০ টাকা
    
       :. আসল = মুনাফা-আসল-মুনাফা
    
                  = (১৬২৮০ - ৫৪০০) টাকা
    
                  = ১০৮৮০ টাকা
    
        শতকরা মুনাফার হার r = ?
    
        আমরা জানি, I = prn
    
                   বা, r = `I/(pn)`
    
        অর্থাৎ মুনাফার হার = মুনাফা/আসল `xx` সময়
    
        = `(৫৪০০)/(১০৮৮০ xx ৬)`
    
        = ০.০৮২৭
    
        = `০.০৮২৭ xx ১০০ xx ১/(১০০)`
    
        = ৮.২৭%
    
        আসল = ১০৮৮০ টাকা, মুনাফার হার = ৮.২৭%।
    
      গ. ‘ক’ হতে পাই,
    
           মুনাফার হার = `৮.২৭% = (৮.২৭)/(১০০)`
    
           দেওয়া আছে,
    
           মূলধন p = ৯০০০ টাকা
    
           সময় n = ৩ বছর
    
           আমরা জানি, 
            
           সরল মুনাফা I = prn
    
    
           = `৯০০০ xx (৮.২৭)/(১০০) xx ৩` টাকা
    
           = ২২৩২.৯ টাকা
    
           আবার, সবৃদ্ধিমূল  C` = p(১ + r)^n`
    
           = `৯০০০ (১ + (৮.২৭)/(১০০))^৩` টাকা
    
           = `৯০০০ xx ((১০৮.২৭)/(১০০))^৩` টাকা
    
           = `৯০০০ xx (১০৮.২৭)/(১০০) xx (১০৮.২৭)/(১০০) xx (১০৮.২৭)/(১০০)` টাকা
    
           = ১১৪২২.৬৫ টাকা
    
           :. সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য
    
           (২৪২২.৬৫ - ২২৩২.৯) টাকা
    
           = ১৮৯.৭৫ টাকা
    
         উত্তর: ১৮৯.৭৫ টাকা।

    1. Report
  8. Question:মিসেস আসমা বার্ষিক ৫% হার মুনাফায় ৫০০০ টাকা ৩ বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখলেন। ক. তার দুই বছরের সরল মুনাফা নির্ণয় কর। খ. তিনি তিন বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা কত পাবেন তা নির্ণয় কর। গ. একই হার মুনাফায় উক্ত টাকা কত বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হবে নির্ণয় কর। 

    Answer
    ক. দেওয়া আছে,
    
         মূলধন p = ৫০০০ টাকা
    
         মুনাফার হার r = `৫% = ৫/(১০০)`
    
          সময় n = ২ বছর
    
         আমরা জানি,
    
         সরল মুনাফা, I = prn
    
               = `৫০০০ xx ৫/(১০০) xx ২` টাকা
    
               = ৫০০ টাকা
    
        উত্তর: ৫০০ টাকা।
    
    
      খ. এখানে,
    
            মূলধন p = ৫০০০ টাকা
    
          মুনাফার হার r = ৫% =` ৫/(১০০)`
    
           সময় n = ৩ বছর
    
         আমরা জানি,
    
        চক্রবৃদ্ধির ক্ষেত্রে সবৃদ্ধিমূল C =` p(১ + r)^n`
    
               = `৫০০০ (১ + ৫/(১০০))^৩` টাকা
    
               = `৫০০০ xx ((১০৫)/(১০০))^৩` টাকা
    
               = `৫০০০ xx (১০৫ xx ১০৫ xx ১০৫)/(১০০ xx ১০০ xx ১০০)` টাকা
    
               = ৫৭৮৮.১২৫ টাকা
    
           ;. চক্রবৃদ্ধি মুনাফা = C - P
    
                                = (৫৭৮৮.১২৫ - ৫০০০) টাকা
    
                                = ৭৮৮.১২৫ টাকা
    
          উত্তর: ৭৮৮.১২৫ টাকা।
    
    
      গ. দেওয়া আছে,
    
         আসল, p = ৫০০০ টাকা
    
        :. মুনাফা-আসল A `= (৫০০০ xx ২)` টাকা
    
                            = ১০০০০ টাকা
    
        মুনাফার হার r = `৫% = ৫/(১০০)`
    
        ধরি সময় n বছর
    
        আমরা জানি,
    
         মুনাফা-আসল A = I + P
    
          বা, A = prn + p
    
          বা, A - P = prn
    
          বা, `(A - P)/(pr) = n`
    
          বা, `n = (A - P)/(pr)`
    
          বা, `n = (১০০০০ - ৫০০০)/(৫০০০ xx ৫/(১০০))`
    
          বা, `n = (৫০০০)/(২৫০)`
    
         :. n = ২০ বছর
    
        উত্তর: ২০ বছর।

    1. Report
  9. Question:কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৩০২৫ টাকা এবং ৫ বছরে মুনাফা-আসলে ৩৩৭৫ টাকা হয়। ক. সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সূত্র লিখ। খ. আসল ও মুনাফার হার নির্ণয় কর। গ. একই হার মুনাফায় ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন ও সরল সবৃদ্ধি মূলধনের পার্থক্য কত? 

    Answer
    ক. শতকরা বার্ষিক r% মুনাফায় p টাকার n বছরের 
    
        মুনাফা I এবং চক্রবৃদ্ধি মূলধন C হলে 
    
        সরল মুনাফার ক্ষেত্রে I = prn
    
       এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, C =` p(১+ r)^n`
    
    
     খ. আসল + ৫ বছরের মুনাফা = ৩৩৭৫ টাকা
    
         আসল + ৩ বছরের মুনাফা = ৩০২৫ টাকা
      ----------------------------------------
      বিয়োগ করে, ২ বছরের মুনাফা = ৩৫০ টাকা
    
       :. ১ বছরের মুনাফা = `(৩৫০)/২` টাকা  ,,
    
       :. ৩ বছরের মুনাফা = `(৩৫০ xx ৩)/২`  ,,
    
                            = ৫২৫ টাকা
    
       :. আসল = মুনাফা-আসল-মুনাফা
    
                 = (৩০২৫ - ৫২৫) টাকা
    
                 = ২৫০০ টাকা
    
        এখানে আসল p = ২৫০০ টাকা
    
        সময় n = ৩ বছর
    
        মুনাফা I = ৫২৫ টাকা
    
        মুনাফার হার r = ?
    
       আমরা জানি 
    
       অর্থাৎ মুনাফা = আসল মুনাফার হার সময়
    
       বা মুনাফার হার = মুনাফা/আসল `xx` সময়
    
                       = `(৫২৫)/(২৫০০ xx ৩)`
    
                       = ০.০৭
    
                       = `০.০৭ xx ১০০ xx ১/(১০০)`
    
                       = ৭%
    
          উত্তর: ৭%
    
    
      গ. ‘ক’ হতে পাই, 
    
          আসল p = ২৫০০ টাকা
    
          মুনাফার হার r = `৭% = ৭/(১০০)`
    
          সময় n = ৩ বছর
    
          আমরা জানি
          
           সরল মুনাফা,I = prn
    
              = `২৫০০ xx ৭/(১০০) xx ৩` টাকা
    
              = ৫২৫ টাকা
    
       আবার,
    
        সৃবৃদ্ধিমূল, C = `p(১ + r)^n`
    
                = `২৫০০ (১ + ৭/(১০০))^৩` টাকা
    
                = `২৫০০ xx ((১০৭)/(১০০))^৩` টাকা
    
                = `২৫০০ xx (১০৭)/(১০০) xx (১০৭)/(১০০) xx (১০৭)/(১০০)`  টাকা
    
                = ৩২১৫.৭৪ টাকা
    
         :. চক্রবৃদ্ধি মুনাফা C - P
    
           = (৩২১৫.৭৪ - ২৫০০) টাকা
    
           = ৭১৫.৭৪ টাকা
    
          :. চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য
    
           (৭১৫.৭৪ - ৫২৫) টাকা
    
           = ১৯০.৭৪ টাকা
    
          উত্তর: ১৯০.৭৪ টাকা।

    1. Report
  10. Question:একটি দ্রব্য ৯% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটি আরও ৯০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৯% লাভ হতো। দ্রব্যটির আরও ক্রয়মূল্যের সমপরিমাণ টাকা বার্ষিক ১০.৫০% মুনাফায় ২ বছরের জন্য ব্যাংকে জমা রাখা হলো। ক. ৯% সরল মুনাফায় ৯০০ টাকার ৩ বছরের মুনাফা নির্ণয় কর। খ. দ্রব্যটির ক্রয় কত টাকা? গ. চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর। 

    Answer
    ক. এখানে মূলধন, p = ৯০০ টাকা
    
        মুনাফার হার r = ৯% = `৯/(১০০)`
    
        সময় n = ৩ বছর
    
        আমরা জানি, সরল মুনাফা I = prn
    
        = `৯০০ xx ৯/(১০০) xx ৩` টাকা
    
        = ২৪৩ টাকা
    
        উত্তর: ২৪৩ টাকা
    
    
      খ. দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে, ৯% ক্ষতিতে 
    
          বিক্রয়মূল্য (১০০ - ৯) টাকা বা ৯১ টাকা
    
          আবার, ক্রয়মূল্য ১০০ টাকা হলে, ৯% লাভে বিক্রয়মূল্য
    
          (১০০ + ৯) টাকা বা ১০৯ টাকা
    
        :. বিক্রয়মূল্য বেশি হয় (১০৯ - ৯১) টাকা বা ১৮ টাকা
    
        বিক্রয়মূল্য ১৮ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
    
     :. বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য `(১০০)/(১৮)` টাকা
    
     :.  বিক্রয়মূল্য ৯০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য `(১০০ xx ৯০০)/(৯০০)` টাকা
    
               = ৫০০০ টাকা
    
      :. দ্রব্যটির ক্রয়মূল্য ৫০০০ টাকা।
    
        উত্তর: ৫০০০ টাকা
    
    
      গ. এখানে,
    
         মূল্যধন p = ৫০০০ টাকা
    
         মুনাফার হার r = `১০.৫০% = (১০.৫০)/(১০০)`
    
         সময় n = ২ বছর
    
       :. সবৃদ্ধিমূল্য C = `p(১ + r)^n`
    
          = `৫০০০ (১ + (১০.৫০)/(১০০))^২` টাকা
    
          = `৫০০০ xx ((১১০.৫০)/(১০০))^২` টাকা
    
          = `৫০০০ xx (১১.৫০)/(১০০) xx (১১.৫০)/(১০০)` টাকা
    
          = ৬১০৫.১২৫ টাকা
    
          :. চক্রবৃদ্ধি মুনাফা C - P
    
          = (৬১০৫.১২৫ - ৫০০০) টাকা
    
          = ১১০৫.১২৫ টাকা
    
         উত্তর: ১১০৫.১২৫ টাকা

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd