1. Question:তানিম সাহেব ১০% মুনাফায় ৫০০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। ক. ৩ বছরের সরল মুনাফা কত? খ. ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর। গ. একই হারে মুনাফায় কত বছরে উক্ত আসর মুনাফা আসলে তিনগুণ হবে? 

    Answer
    ক. দেওয়া আছে, মূলধন p = ৫০০০ টাকা
    
       সময় n = ৩ বছর
    
       মুনাফার হার r = ১০% = `(১০)/(১০০) = ১/(১০)`
    
      :. সরল মুনাফা, I = prn
    
       = `৫০০০ xx ১/(১০) xx ৩` টাকা
    
       = ১৫০০ টাকা
    
       উত্তর: ১৫০০ টাকা
    
    
      খ. ‘ক’ থেকে পাই, 
    
          সরল মুনাফা r = ১৫০০ টাকা
    
          আমরা জানি, C = `p(১ + r)^n`
    
         এখানে মূলধন p = ৫০০০ টাকা
    
          সময় n = ৩ বছর
    
          মুনাফার হার r = ১০% = `(১০)/(১০০) = ১/(১০)`
    
          সৃবৃদ্ধিমূল C = ?
    
          :. = `৫০০০ (১ + ১/(১০))^৩`  টাকা
    
          = `৫০০০ xx ((১০ + ১)/(১০))^৩`  টাকা
    
          = `৫০০০ xx ((১১)/(১০))^৩` টাকা
    
          = `৫০০০ xx (১১)/(১০) xx (১১)/(১০) xx (১১)/(১০)` টাকা
    
          = ১৬৫৫ টাকা
    
          আবার, 
          :. সরল মুনাফা = সৃবৃদ্ধিমূল - মূলধন
    
             = C - P
    
             = (৬৬৫৫ - ৫০০০) টাকা
    
             = ১৬৫৫ টাকা
    
         :. সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য (১৬৫৫ - ১৫০০) টাকা = ১৫৫ টাকা
    
         উত্তর: ১৫৫ টাকা।
    
    
       গ. দেওয়া আছে, 
           আসল, p = ৫০০০ টাকা
    
          :. মুনাফা-আসল A = `(৫০০০ xx ৩)` টাকা
    
           = ১৫০০ টাকা
    
           মুনাফার হার r = ১০%
    
           = `(১০)/(১০০) = ১/(১০)`
    
           ধরি, সময় = n বছর
    
            আমরা জানি, মুনাফা-আসল A = I + P
    
            বা, A = prn + p
    
            বা, prn = A - P
    
            বা, n = `(A - P)/(pr)`
    
            বা, n = `(১৫০০ - ৫০০০)/(৫০০০ xx ১/(১০))`
    
            বা, n `= (১০০০০)/(৫০০)`
    
            :. = ২০
    
            :. সময় ২০ বছর
    
            উত্তর: ২০ বছর।

    1. Report
  2. Question:কোনো আসল ৪ বছরে মুনাফা-আসলে ৩২০০ টাকা এবং ৭ বছরে মুনাফা-আসলে ৩৭২৫ টাকা হয়। ক. ৩ বছরের মুনাফা নির্ণয় কর। খ. মুনাফার হার নির্ণয় কর। গ. উক্ত হারে ৩০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় কর। 

    Answer
    ক. আসল + ৭ বছরের মুনাফা = ৩৭২৫ টাকা
    
             আসল + ৪ বছরের মুনাফা = ৩২০০ টাকা
           ---------------------------------------
      ‍     বিয়োগ করে ৩ বছরের মুনাফা = ৫২৫ টাকা
    
            উত্তর: ৫২৫ টাকা
    
     খ. ‘ক’ থেকে পাই,
    
        ৩ বছরের মুনাফা = ৫২৫ টাকা
    
       :. ১ বছরের মুনাফা = `(৫২৫)/৩` টাকা
    
      :. ৪ বছরের মুনাফা = `(৫২৫ xx ৪)/৩`  টাকা
    
                           = ৭০০ টাকা
    
      :. আসল = মুনাফা-আসল-মুনাফা
    
                = (৩২০০ - ৭০০) টাকা
    
                = ২৫০০ টাকা
    
      ২৫০০ টাকার ৪ বছরের মুনাফা ৭০০ টাকা
    
      :. ১ টাকার ১ বছরের মুনাফা `(৭০০)/(২৫০০ xx ৪)` টাকা
    
      :. ১০০ টাকার ১ বছরের মুনাফা `(৭০০ xx ১০০)/(২৫০০ xx ৪) `টাকা
    
                                      = ৭ টাকা
    
      :. মুনাফার হার ৭%
    
       উত্তর: ৭%।
    
    
      গ. ‘খ’ থেকে পাই, মুনাফার হার r = `৭% = ৭/(১০০)`
    
         দেওয়া আছে, মূলধন p = ৩০০০ টাকা
    
            সময় n = ৩ বছর
    
         আমরা জানি,
    
          সরল মুনাফা I = prn
    
          = `৩০০০ xx ৭/(১০০) xx ৩` টাকা
    
          = ৬৩০ টাকা
    
         আবার, 
    
           চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সৃবৃদ্ধিমূল 
    
           C = `p(১ + r)^n`
    
             = `৩০০০ (১ + ৭/(১০০))^৩` টাকা
    
             = `৩০০০ xx ((১০৭)/(১০০))^৩` টাকা
    
             = `৩০০০ xx (১০৭)/(১০০) xx (১০৭)/(১০০) xx (১০৭)/(১০০)` টাকা
    
             = ৩৬৭৫.১২৯ টাকা
    
        :. চক্রবৃদ্ধি মুনাফা C - P
    
          = (৩৬৭৫.১২৯ - ৩০০০) টাকা
    
          = ৬৭৫.১২৯ টাকা
    
        :. চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য
    
                (৬৭৫.১২৯ - ৬৩০) টাকা
    
                = ৪৫.১২৯ টাকা
    
           উত্তর: ৪৫.১২৯ টাকা।

    1. Report
  3. Question:সারোয়ার সাহেব বার্ষিক ১০% মুনাফায় ২ বছরের জন্য ১৫০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ক. ১, ৪, ১০, ২২, ৪৬.............এর পরবর্তী দুইটি সংখ্যা কত? খ. মুনাফা-আসল নির্ণয় কর। গ. চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় কর। 

    Answer
    ক. প্রদত্ত তালিকা: ১, ৪, ১০, ২২, ৪৬............
    
       তালিকার সংখ্যাগুলো ১, ৪, ১০, ২২, ৪৬.............
    
       পার্থক্য:  ৩, ৬, ১২, ২৪
    
       লক্ষ করি, প্রতিবার পার্থক্য পূর্ববতী পার্থক্যের দ্বিগুণ হচ্ছে।
    
       অতএব, পরবতী সংখ্যা দুইটি হবে `৪৬ + ২৪ xx ২ = ৯৪ ও ৯৪ + ৪৮ xx ২ = ১৯০`
    
       উত্তর: ৯৮ ও ১৯০।
    
      
      খ. দেওয়া আছে, আসল p = ১৫০০ টাকা
    
          মুনাফার হার r = `১০% = (১০)/(১০০)`
    
          সময় n = ২ বছর
    
          আমরা জানি,
    
          I = prn
    
          অর্থাৎ মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময়
    
          :. মুনাফা = `(১৫০০ xx (১০)/(১০০) xx ২ )` টাকা
    
                    = ৩০০ টাকা
    
          :. মুনাফা - আসল = আসল + মুনাফা
    
            = (১৫০০ + ৩০০) টাকা
    
            = ১৮০০ টাকা
    
           উত্তর: ১৮০০ টাকা।
    
    
      গ. ‘ক’ থেকে পাই,
    
           সরল মুনাফা = ৩০০ টাকা
    
          আবার, সবৃদ্ধিমূল C =`p (১ + r)^n`
    
                              =` ১৫০০ (১ + (১১০)/(১০০))^২` টাকা
    
                              =` ১৫০০ xx ((১১০)/(১০০))^২` টাকা
    
                              = `১৫০০ xx (১১)/(১০) xx (১১)/(১০)` টাকা
    
                              = `১৫০০ xx (১১)/(১০)` টাকা
    
                              = ১৮১৫ টাকা
    
                :. চক্রবৃদ্ধি মুনাফা = C - P
    
                          = (১৮১৫ - ১৫০০) টাকা
    
                          = ৩১৫ টাকা
    
              :. চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য
    
                          (৩১৫ - ৩০০) টাকা
    
                         = ১৫ টাকা
    
                 উত্তর: ১৫ টাকা।

    1. Report
  4. Question:জনাব শফিক বার্ষিক ৭% মুনাফায় ৩০.০০০ টাকা একটি ব্যাংকে জমা রাখলেন। ক. তার ৫ বছরের সরল মুনাফা নির্ণয় কর। খ. উক্ত টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় কর। গ. ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর। 

    Answer
    ক. দেওয়া আছে, মূলধন p = ৩০,০০০ টাকা
    
        মুনাফার হার r = `৭% = ৭/(১০)`
    
        সময় n = ৫ বছর
    
        আমরা জানি, সরল মুনাফা I = prn
    
       = `৩০০০০ xx ৭/(১০) xx ৫` টাকা
    
       = ১০,৫০০ টাকা
    
       উত্তর: ১০,৫০০ টাকা।
    
     
      খ. মূলধন p = ৩০,০০০ টাকা
    
         সময় n = ২ বছর
    
        মুনাফার হার r = `৭% = ৭/(১০০)`
    
        সবৃদ্ধিমূল C = ?
    
        আমরা জানি,  
    
          C =`p (১ + r)^n`
    
             = `৩০০০ (১ + ৭/(১০০))^২` টাকা
    
             = `৩০০০ xx ((১০৭)/(১০০))^২` টাকা
    
             = `৩০০০ xx (১০৭)/(১০০) xx (১০৭)/(১০০)` টাকা
    
             = ৩৪৩৪৭ টাকা
    
           উত্তর: ৩৪৩৪৭ টাকা।
    
    
      গ. দেওয়া আছে, মূলধন p = ৩০০০০ টাকা
    
          মুনাফার হার r = `৭% = ৭/(১০০)`
    
          সময় n = ৩ বছর
    
          আমরা জানি, সরল মুনাফা I = prn
    
          = `৩০০০০ xx ৭/(১০০) xx ৩` টাকা
    
          = ৬৩০০ টাকা
    
         আবার, 
    
           সবৃদ্ধিমূল C =` p (১ + r)^n`
    
                      = `৩০০০০ (১ + ৭/(১০০))^৩` টাকা
    
                      = `৩০০০০ xx ((১০৭)/(১০০))^৩` টাকা
    
                      =` ৩০০০০ xx (১০৭)/(১০০) xx (১০৭)/(১০০) xx (১০৭)/(১০০)` টাকা
    
                      = ৩৬৭৫১.২৯ টাকা
    
        :. চকৃবৃদ্ধি মুনাফা = C - P
    
                           = (৩৬৭৫১.২৯ - ৩০০০০) টাকা
    
                           = ৬৭৫১.২৯ টাকা
    
       :. চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য 
    
                   (৬৭৫১.২৯ - ৬৩০০) টাকা
    
                  = ৪৫১২৯ টাকা
    
           উত্তর: ৪৫১২৯ টাকা।

    1. Report
  5. Question:৬৫০০ টাকা একটি নিদিষ্ট হার মুনাফায় ৫ বছরে মুনাফা আসলে ৯৪২৫ টাকা হয়। ক. মুনাফার হার কত? খ. একই হার মুনাফায় কত টাকা ৫ বছরে মুনাফা-আসলে ১০২৯৫ টাকা হবে? গ. বার্ষিক ১০% মুনাফায় ‘খ’ এর প্রাপ্ত টাকার ৫ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? 

    Answer
    ক. দেওয়া আছে,
    
        আসল p = ৬৫০০ টাকা
    
        মুনাফা-আসল A = ৯৪২৫ টাকা
    
       :. মুনাফা I = A - P
    
             = (৯৪২৫ - ৬৫০০) টাকা
    
             = ২৯২৫ টাকা
    
           সময় n = ৫ বছর
    
           আমরা জানি, I = prn
    
           :. r = `I/(pr)`
    
           = `(২৯২৫)/(৬৫০০ xx ৫)`
    
           = ০.০৯
    
           = `০.০৯ xx ১০০%`
    
           = ৯%
    
          :. মুনাফার হার ৯%
    
          উত্তর: ৯%
    
    
      খ. মনে করি, আসল p টাকা
    
        ‘ক’ থেকে পাই, মুনাফার হার r = `৯% = ৯/(১০০)`
    
        দেওয়া আছে, সময় n = ৫ বছর
    
        মুনাফা-আসল A = ১০২৯৫
    
       :. মুনাফা, I = prn
    
         = (১০২৯৫ - p) টাকা
    
        আমরা জানি, I = prn
    
        বা, ১০২৯৫ - p = `p xx ৯/(১০০) xx ৫`
    
        বা, ১০২৯৫ - p = `(৯p)/(২০)`
    
        বা, `১০২৯৫ = (৯p)/(২০) + p`
    
        বা, `১০২৯৫ = (৯p + ২০ p)/(২০)`
    
        বা, `১০২৯৫ = (২৯p)/(২০)`
    
        বা, `২৯p = ১০২৯৫ xx ২০`
    
        বা, p `= (১০২৯৫ xx ২০)/(২৯)`
    
        বা, p = ৭১০০
    
       :. আসল = ৭১০০ টাকা
    
        উত্তর: ৭১০০ টাকা।
    
    
      গ. ‘খ’ থেকে পাই, আসল p= ৭১০০ টাকা
    
          দেওয়া আছে, মুনাফার হার r `= ১০% = (১০)/(১০০)`
    
          সময় n = ৫ বছর।
    
          আমরা জানি, 
    
         চক্রবৃদ্ধি মূল C =` p (১ + r)^n`
    
         বা, C = `৭১০০ (১ + (১০)/(১০০))^৫` টাকা
    
               =` ৭১০০ xx ((১১)/(১০))^৫` টাকা
    
               =` ৭১০০ xx (১১ xx ১১ xx ১১ xx ১১ xx ১১)/(১০ xx ১০ xx ১০ xx ১০ xx ১০)` টাকা
    
               = ১১৪৩৪.৬২ টাকা
    
             :. চক্রবৃদ্ধি মুনাফা = C - P
    
                  = (১১৪৩৪.৬২ - ৭১০০) টাকা
    
                  = ৪৩৩৪.৬২ টাকা
    
             উত্তর: ৪৩৩৪.৬২ টাকা।

    1. Report
  6. Question:আনোয়ার সাহেব বার্ষিক ৮% মুনাফায় ১০,০০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ক. তিনি সরল মুনাফায় এক বছরে কত মুনাফা পাবেন? খ. ২ বছর পরে তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে? গ. ৩ বছর পর চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার মধ্যে পার্থক্য নির্ণয় কর। 

    Answer
    ক. দেওয়া আছে, 
    
         আসল p = ১০,০০০ টাকা
    
         মুনাফার হার r = `৮% = ৮/(১০০)`
    
          সময় n = ১ বছর
    
          আমরা জানি,
    
           মুনাফা, I = prn
    
            = `১০০০০ xx ১ xx ৮/(১০০)` টাকা
    
            = ৮০০ টাকা
    
         উত্তর: ৮০০ টাকা।
    
      খ. দেওয়া আছে,
    
          আসল p = ১০০০০ টাকা 
    
          মুনাফার হার r = `৮% = ৮/(১০০)`
    
          সময় n = ২ বছর 
    
          আমরা জানি, 
    
          চক্রবৃদ্ধি মূলধন, C = `p( + r)^n`
    
            = `১০০০০ (১ + ৮/(১০০))^২` টাকা
    
            = `১০০০০ xx (১ + ২/(২৫))^২` টাকা
    
            = `১০০০০ xx ((২৭)/(২৫))^২` টাকা
    
             = `১০০০০ xx (২৭)/(২৫) xx (২৭)/(২৫)` টাকা
    
             = ১১৬৬৪ টাকা
    
          উত্তর: ১১৬৬৪ টাকা।
    
       গ. দেওয়া আছে,
    
            আসল p = ১০০০০ টাকা
    
            মুনাফার হার r `= ৮% = ৮/(১০০) = ২/(২৫)`
    
             সময় n = ৩ বছর
    
           :. সরল মুনাফা, I = prn
    
               =` ১০০০০ xx ২/(২৫) xx ৩` টাকা
    
               = ২৪০০ টাকা।
    
             আবার, চক্রবৃদ্ধি মূলধন 
    
                C = `p(১ + r)^n`
    
                   = `১০০০০ (১ + ২/(২৫))^৩` টাকা
    
                   = `১০০০০ xx ((২৭)/(২৫))^৩` টাকা
    
                   = `১০০০০ xx (২৭)/(২৫) xx (২৭)/(২৫) xx (২৭)/(২৫)` টাকা
    
                    = ১২৫৯৭.১২ টাকা
    
          :. চক্রবৃদ্ধি মুনাফা = (১২৫৯৭ - ১০০০০) টাকা
    
                             = ২৫৯৭.১২ টাকা
    
          :. চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য 
    
                  = (২৫৯৭.১২ - ২৪০০) টাকা
    
                  = ১৯৭.১২ টাকা।
    
           উত্তর: ১৯৭.১২ টাকা।

    1. Report
  7. Question:কামাল সাহেব ব্যাংকে নিদিষ্ট হার মুনাফায় ৪,০০০ টাকা জমা রেখে ৩ বছর পর মুনাফা-আসলে ৫,৫০০ টাকা ফেরত পেলেন। ক. টাকায় হার মুনাফায় বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? খ. কামাল সাহেব কত হার মুনাফায় ঐ ব্যাংকে টাকা জমা রেখেছিলেন? গ. কামাল সাহেব অন্য কোনো ব্যাংকে ঐ একই হার মুনাফায় কত টাকা জমা রাখলে ৫ বছর পর মুনাফা-আসলে ১৬,২৫০ টাকা ফেরত পেতেন? 

    Answer
    ক. দেওয়া আছে, 
    
       আসল = p টাকা
    
       মুনাফার হার r% =` r/(১০০)`
    
       সময় = n বছর
    
     :. সরল মুনাফা I = `p. n. r/(১০০)` টাকা
    
        =` (prn)/(১০০)` টাকা
    
       এবং চক্রবৃদ্ধি মুনাফা = `{p(১ + r/(১০০) - p}` টাকা
    
    
      খ. দেওয়া আছে,
    
          আসল p = ৪০০০ টাকা
    
          সময় n = ৩ বছর
    
          মুনাফা-আসল A = ৫০০০ টাকা
    
         :. মুনাফা I = (৫৫০০ - ৪০০০) টাকা
    
                     = ১৫০০ টাকা
    
           আমরা জানি, I = pnr
    
           বা, r = `I/(pr)`
    
             = `(১৫০০)/(৪০০০ xx ৩)`
    
             = ০.১২৫
    
             =` ০.১২৫ xx ১০০%`
    
             = ১২.৫%
    
         মুনাফার হার ১২.৫%
    
         উত্তর: ১২.৫%।
    
    
       গ. মনে করি, আসল = p টাকা
    
           দেওয়া আছে,
    
           মুনাফা-আসল A = ১৬২৫০ টাকা
    
           সময় n = ৫ বছর
    
          :. মুনাফা, I = A - P
    
           = (১৬২৫০ - P) টাকা
    
           = মুনাফার হার r = ১২.৫% = `(১২.৫)/(১০০)`
    
          আমরা জানি,I = pnr
    
            বা, `১৬২৫০ - p = p xx ৫ xx (১২.৫)/(১০০)`
    
            বা, ১৬২৫০ - p = `p xx (১২.৫)/(২০)`
    
            বা, `১৬২৫০ = (১২.৫ P)/(২০) + P`
    
            বা, `১৬২৫০ = (১২.৫ P + ২০ P)/(২০)`
    
            বা, `৩২.৫ P = ১৬২৫০ xx ২০`
    
            বা, p = `(১৬২৫০ xx ২০)/(৩২.৫)`
    
            বা, p = ১০০০০
    
           :.  কামাল সাহেব অন্য ব্যাংকে জমা রেখেছিলেন ১০০০০ টাকা।
    
           উত্তর: ১০০০০ টাকা।

    1. Report
  8. Question:একটি আয়তকার বাগানের দৈঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। এর ভিতরের চারদিকে ২ মিটার প্রশস্থ একটি রাস্তা আছে। ক. বাগানের ক্ষেত্রফল বর্গসেন্টিমিটারে নির্ণয় কর। খ. রাস্তার ক্ষেত্রফল নির্ণয় কর। গ. আয়তকার বাগানটির সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের দৈঘ্য প্রস্থের ছয়গুণ হলে তার পরিসীমা নির্ণয় কর। 

    Answer
    ক. বাগানের দৈঘ্য = ৬০ মিটার 
    
       = `(৬০ xx ১০০)` সে.মি
    
       = ৬০০০ সি.মি
    
       বাগানের প্রস্থ = ৪০ মিটার 
    
       = `(৪০ xx ১০০)` সে.মি
    
       = ৪০০০ সে.মি
    
      :. বাগানের ক্ষেত্রফল = (দৈঘ্য` xx`  প্রস্থ)
    
         = `(৬০০০ xx ৪০০০)` বর্গ সে.মি
    
        = ২৪০০০০০০ বর্গ সে.মি।
    
       উত্তর: ২৪০০০০০০ বর্গ সে.মি।
    
    
     খ. আয়তকার বাগানের ক্ষেত্রফল = (দৈঘ্য `xx` প্রস্থ)
    
                  = `(৬০ xx ৪০)` বর্গমিটার
    
                  = ২৪০০ বর্গমিটার
    
     রাস্তাবাদে বাগানের দৈঘ্য = `(৬০ - ২ xx ২)` মিটার
    
                              = (৬০ - ৪) মিটার
    
                              = ৫৬ মিটার
    
     রাস্তাবাদে বাগানের প্রস্থ = `(৪০ - ২ xx ২)` মিটার
    
                             = (৪০ - ৪)
    
                             = ৩৬ মিটার
    
     ;. রাস্তাবাদে বাগানের ক্ষেতফল `(৫৬ xx ৩৬)` বর্গমিটার
    
                         = ২০১৬ বর্গমিটার
    
     :. রাস্তার ক্ষেত্রফল = (২৪০০ - ২০১৬) বর্গমিটার
    
                         = ৩৮৪ বর্গমিটার
    
      উত্তর: ৩৮৪ বর্গমিটার।
    
    
      গ. ‘খ’ থেকে পাই,
    
        আয়তকার বাগানের ক্ষেত্রফল ২৪০০ বর্গমিটার
    
       ধরি, আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার
    
      :. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৬x মিটার
    
      :. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল (৬x . x) বর্গমিটার
    
                    =` ৬x^2`  বর্গমিটার
    
       শর্তমতে, `৬x^2  = ২৪০০`
    
        বা, `x^2 = (২৪০০)/৬`
    
        বা, `x^2 = ৪০০`
    
        বা, `x = sqrt৪০০`
    
        :. x = ২০
    
     :. আয়তক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
    
                        =` ২ (৬x  + x)` মিটার
    
                        = `২ xx ৭x` মিটার
    
                        = `(২ xx ৭ xx ২০)` মিটার
    
                        = ২৮০ মিটার
    
      উত্তর: ২৮০ মিটার।

    1. Report
  9. Question:একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। বাগানের বাইরের চারদিকে ৩ মিটার চওড়া একটি রাস্তা আছে। প্রতিটি ৮ টাকা মূল্যের ২৫ সে.মি. দৈর্ঘ্য, ১২.৫ সে.মি. প্রস্থের ইট দ্বারা রাস্তাটি পাকা করা হলো। ক. বাগানের পরিসীমা নির্ণয় কর। খ. রাস্তার ক্ষেত্রফল নির্ণয় কর। গ. রাস্তাটি পাকা করতে কত টাকার ইট লাগবে? 

    Answer
    ক. আয়তকার বাগানের দৈর্ঘ্য ৬০ মিটার
    
      এবং আয়তকার বাগানের প্রস্থ ৪০ মিটার
    
     :. আয়তকার বাগানের পরিসীমা 
    
       = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
    
       = ২ (৬০ + ৪০) বর্গমিটার
    
       = `২ xx ১০০ `বর্গমিটার
    
       = ২০০ মিটার
    
       উত্তর: ২০০ মিটার।
    
    
     খ. আয়তকার বাগানের ক্ষেত্রফল = দৈর্ঘ্য `xx` প্রস্থ
    
               = `(৬০ xx ৪০)` বর্গমিটার
    
              = ২৪০০ বর্গমিটার
    
      রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য `(৬০ + ২ xx ৩)` মিটার
    
                    = (৬০ + ৬) মিটার
    
                    = ৬৬ মিটার
    
      রাস্তাসহ বাগানের প্রস্থ = `(৪০ + ২ xx ৩)` মিটার
    
                            = (৪০ + ৬) মিটার
    
                            = ৪৬ মিটার
    
     :. রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল `(৬৬ xx ৪৬)` মিটার
    
                            = ৩০৩৬ বর্গমিটার
    
     ;. রাস্তার ক্ষেত্রফল (৩০৩৬ - ২৪০০) বর্গমিটার
    
                     = ৬৩৬ বর্গমিটার
    
     উত্তর: ৬৩৬ বর্গমিটার।
    
    
      গ. ‘খ’ থেকে পাই, রাস্তার ক্ষেত্রফল = ৬৩৬ বর্গমিটার
    
          ইটের দৈর্ঘ্য = ২৫ সে.মি
    
           = `(২৫)/(১০০)` মিটার
    
           = ০.২৫ মিটার
    
      ইটের প্রস্থ = ১২.৫ সে.মি
    
                = `(১২.৫)/(১০০)` মিটার
    
                = ০.১২৫ মিটার
    
     :. ইটের ক্ষেত্রফল = `(০.২৫ xx ০.১২৫)` মিটার বর্গমিটার
    
                       = ০.০৩১২৫ বর্গমিটার
    
    :. প্রয়োজনীয় ইটের সংখ্যা = `(৬৩৬ -: ০.০৩১২৫)`
    
                                = ২০৩৫২
    
     ১টি ইটের মূল্য ৮ টাকা
    
       :. ২০৩৫২ টি ,,      `(৮ xx ২০৩২৫)` টাকা
    
                     = ১৬২৮১৬ টাকা
    
     উত্তর: ১৬২৮১৬ টাকা।

    1. Report
  10. Question:একটি আয়তকার জমির দৈর্ঘ্য ৯০ মিটার এবং প্রস্থ ৭০ মিটার। এই জমির ভিতরে ৪ মিটার পাড়বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। পুকুরটির গভীরতা ২.৫ মিটার। ক. জমির পরিসীমা নির্ণয় কর। খ. পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় কর। গ. প্রতি ঘনফুট মাটি খনন করতে ২৫ টাকা খরচ হলে পুকুরটি খনন করতে কত টাকা লেগেছিল তা নির্ণয় কর। 

    Answer
    ক. দেওয়া আছে,
    
     আয়তকার জমির দৈর্ঘ্য ৯০ মিটার
    
    এবং আয়তকার জমির পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
                     
       = ২ (৯০ + ৭০) মিটার
    
       = `২ xx ১৬০` মিটার
    
       = ৩২০ মিটার
    
       উত্তর: ৩২০ মিটার।
    
     খ. আয়তকার জমির ক্ষেত্রফল = দৈর্ঘ্য `xx` প্রস্থ
    
           = `(৯০ xx ৭০)` বর্গমিটার
    
           = ৬৩০০ বর্গমিটার
    
       দেওয়া আছে,
    
        পুকুর পাড়ের বিস্তার ৪ মিটার
    
       :. পাড়বাদে পুকুরের দৈর্ঘ্য 
    
           = `(৯০ - ২ xx ৪)` মিটার
    
           = (৯০ - ৮) মিটার
    
           = ৮২ মিটার
    
      পাড়বাদে পুকুরের প্রস্থ 
    
        = `(৭০ - ২ xx ৪)` মিটার
    
        = (৭০ - ৮) মিটার
    
        = ৬২ মিটার
    
     :. পাড়বাদে পুকুরের ক্ষেত্রফল 
    
         = `(৮২ xx ৬২)` বর্গমিটার
    
         = ৫০৮৪ বর্গমিটার
    
      :. পুকুরের পাড়ের ক্ষেত্রফল 
    
        = (৬৩০০ - ৫০৮৪) বর্গমিটার
    
        = ১২১৬  বর্গমিটার
    
      উত্তর: ১২১৬ বর্গমিটার
    
    
     গ. ‘খ’ থেকে পাই,
    
      পুকুরের ক্ষেত্রফল ৫০৮৪ বর্গমিটার
    
      দেওয়া আছে, পুকুরের গভীরতা ২.৫ মিটার
    
     :. পুকুরের আয়তন = `(৫০৮৪ xx ২.৫)` ঘনমিটার
    
                         = ১২৭১০ ঘনমিটার
    
      আমরা জানি,
    
        ১ ঘনমিটার = ৩৫.৩ ঘনফুট
    
       :. পুকুরের আয়তন = `(১২৭১০ xx ৩৫.৩)` ঘনফুট
    
                           = ৪৪৮৬৬৩ ঘনফুট
    
      প্রতি ঘনফুট মাটি খনন করতে খরচ হয় ২৫ টাকা
    
      :. ৪৪৮৬৬৩ ঘনফুট ,,       ,,   `(২৫ xx ৪৪৮৬৬৩)` টাকা
    
                           = ১১২১৬৫৭৫ টাকা
    
       উত্তর: ১১২১৬৫৭৫ টাকা।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd