1. Question:নিচের সেট দুইটির উপসেট ও উপসেটের সংখ্যা নির্ণয় কর: ক. c = {m, n} খ. D = {5, 10, 15} 

    Answer
    ক. প্রদত্ত সেট , C = {m, n} 
    
        C সেটের উপসেটগুলো হলো {m, n}, {m}, {n}, `phi` 
    
        :. C সেটের উপসেটের সংখ্যা = 4
    
    
      খ. প্রদত্ত সেট D = {5, 10, 15}
    
         D সেটের উপসেটগুলো হলো {5, 10, 15}, {5, 10},
    
        {5, 15}, {10, 15}, {5}, {10}, {15}, `phi` 
    
        :. D সেটের উপসেটের সংখ্যা = 8

    1. Report
  2. Question:A = {1, 2, 3}, B = {2, a} এবং C = {a, b} হলে নিচের সেটগুলো নির্ণয় কর: ক. `AuuB` খ. `BnnC` গ. `Ann(BuuC)` ঘ. `(AuuB)uuC` ঙ. `AnnB)uu(BnnC)` 

    Answer
    ক. প্রদত্ত সেট `AuuB`
    
         দেওয়া আছে, A = {1, 2, 3}
    
                         B = {2, a}
    
        :. `AuuB = {1, 2, 3} uu {2, a}`
    
                        = {1, 2, 3, a}
    
      খ. প্রদত্ত সেট `BnnC`
    
          দেওয়া আছে, B = {2, a}
    
                          C = {a, b}
    
          :. `BnnC = {2, a} nn {a, b}`
    
                          = {a}
    
      গ. প্রদত্ত সেট `Ann(BuuC)`
    
            দেওয়া আছে, A = {1, 2, 3}, B = {2, a}
    
                           C = {a, b}
    
               এখন, `Buuc = {2, a} uu {a, b}`
    
                                   = {2, a, b}
    
             :. `Ann(BuuC) = {1, 2, 3} nn {2, a, b}`
    
                                      = {2}
    
     ঘ. প্রদত্ত সেট, `(AuuB)uuC`
    
          দেওয়া আছে, A = {1, 2, 3}, B = {2, a} এবং
    
                          C = {a, b}
    
                 এখন, `AuuB = {1, 2, 3} uu {2, a}`
    
                                    = {1, 2, 3, a}
    
                   :. `(AuuB) uuC = {1, 2, 3, a} uu {a, b}`
    
                                            = {1, 2, 3, a, b}
    
     ঙ. প্রদত্ত সেট, `AnnB)uu(BnnC)`
    
          দেওয়া আছে, A = {1, 2, 3}, B = {2, a} এবং 
    
                       C = {a, b}
    
          এখন,  `AnnB = {1, 2, 3} nn {2, a}`
    
                               = {2}
    
            `BnnC = {2, a} nn {a, b}`
    
                        = {a}
    
               :. ` (AnnB) uu (BnnC) = {2} uu {a}`
    
                                                    = {2, a}

    1. Report
  3. Question:` u = {1, 2, 3, 4, 5, 6, 7},` A = {1, 2, 5}, B = {2, 4, 7} C = {4, 5, 6} ক. `AnnB = BnnA` খ. `(AnnB) = AuuB` গ. `(AuuC) = AnnC` 

    Answer
    ক. `AnnB = BnnA`
    
       দেওয়া আছে,  A = {1, 2, 5}
    
                 এবং  B = {2, 4, 7}
    
       :. `AnnB = {1, 2, 5} nn {2, 4, 7}`
    
                      = {2}
    
         আবার, `BnnA = {2, 4, 7} nn {1, 2, 5}`
    
                     = {2}
    
             :.` AnnB = BnnA`
    
       খ. `(AnnB) = AuuB`
    
            দেওয়া আছে, A = {1, 2, 5}
    
                এবং B = {2, 4, 7}
    
          এখন,  `AnnB = {1, 2, 5} nn {2, 4, 7}`
    
                        = {2}
    
             :. `(AnnB) = U - (AnnB)`
    
                               = {1, 2, 3, 4, 5, 6, 7} - {2}
    
                               = {1, 3, 4, 5, 6, 7}
    
    
              আবার,  A = U - A
    
                  = {1, 2, 3, 4, 5, 6, 7} - (1, 2, 5}
    
                  = {3, 4, 6, 7}
    
              B = U - B
    
                 = {1, 2, 3, 4, 5, 6, 7} - (2, 4, 7}
    
                 = {1, 3, 5, 6}
    
            :. `AuuB = {3, 4, 6, 7} uu {1, 3, 5, 6}`
    
                            = {1, 3, 4, 5, 6, 7}
    
             :. `(AnnB) = AuuB`
    
                   অর্থাৎ সর্ম্পকটি সত্য।
    
       গ. `(AuuC) = AnnC`
    
            দেওয়া আছে, A = {1, 2, 5}
    
                এবং C = {4, 5, 6}
    
             এখন, `AuuC = {1, 2, 5} uu {4, 5, 6}`
    
                                 = {1, 2, 4, 5, 6}
    
             :. `(AuuC) = U - (AuuC)`
    
                               = {1, 2, 3, 4, 5, 6, 7} - {1, 2, 4, 5, 6}
    
                               = {3, 7}
    
              আবার, A = U - A
    
                           = {1, 2, 3, 4, 5, 6, 7} - (1, 2, 5}
    
                           = {3, 4, 6, 7}
    
                      C = U - C
    
                          = {1, 2, 3, 4, 5, 6, 7} - {4, 5, 6}
    
                          = {1, 2, 3, 7}
    
              :.` AnnC = {3, 4, 6, 7}nn {1, 2, 3, 7}`
    
                              = {3, 7}
    
                   :.` (AuuC) = AnnC`
    
               অর্থাৎ সর্ম্পকটি সত্য।

    1. Report
  4. Question:P এবং Q যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়কের সেট হলে `PuuQ` নির্ণয় কর। 

    Answer
    21 = `1 xx 21`
    
         = `3 xx 7`
    
       :. P = {1, 3, 7, 21}
    
        আবার, 35 = `1 xx 35`
    
                      = `5 xx 7`
    
                :.Q = {1, 5, 7, 35}
    
             :.` PuuQ = {1, 3, 7, 21} uu {1, 5, 7, 35}`
    
                            = {1, 3, 5, 7, 21, 35}

    1. Report
  5. Question:বার্ষিক শতকরা ৬ টাকা মুনাফায় ৫০০ টাকায় ৪ বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা ৫ টাকা মুনাফায় কত টাকায় ২ বছর ৬ মাসের মুনাফা তত হবে? 

    Answer
    সমাধান:
    দেওয়া আছে,
    
      মুনাফার হার r `= ৬% = ৬/(১০০)`
    
      আসল P = 500 টাকা
    
      সময় n = ৪ বছর
    
       মুনাফা I = ?
    
       আমরা জানি, I = Prn
    
        অর্থাৎ মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময়
    
        :. মুনাফা `= ৫০০ xx ৬/(১০০) xx ৪` টাকা = ১২০ টাকা
    
        দ্বিতীয় ক্ষেত্রে,
    
        মুনাফা r = ১২০ টাকা
    
        মুনাফার হার r = `৫% = ৫/(১০০)`
    
        সময় n = ২ বছর ৬ মাস =` (২ + ৬/(১২))` বছর
    
                                    = `(২ + ১/২)` বছর
    
                                    = `৫/২` বছর
    
          মনে করি আসল P টাকা
    
           আমরা জানি, I = prn
    
                 বা, P =` I/(rn)`
    
         অর্থা আসল = মুনাফা/মুনাফার হার `xx` সময়
    
         :. আসল = `(১২০)/(৫/(১০০) xx ৫/২)` টাকা
    
                    = `((১২০)/১)/৮` টাকা
    
                    =` ১২০ xx ৮/১` টাকা = ৯৬০ টাকা
    
            :. নির্ণেয় আসল ৯৬০ টাকা
    
                     উত্তর: ৯৬০ টাকা
    
            
    
           বিকল্প পদ্ধতি:
    
         ১০০ টাকার ১ বছরের মুনাফা ৬ টাকা
    
         :.  ১ টাকার ১ বছরের মুনাফা `৬/(১০০)` টাকা
    
          :. ৫০০ টাকার ৪ বছরের মুনাফা `(৬ xx ৫০০ xx ৪)/(১০০)` টাকা
    
                                           = ১২০ টাকা
    
          ২ বছর ৬ মাস =` (২ + ৬/(১২))` বছর
    
                           = `(২ + ১/২)` বছর = `৫/২` বছর
    
          ১০০ টাকার ১ বছরের মুনাফা ৫ টাকা 
    
         :.  ১০০ টাকার` ৫/২` বছরের মুনাফা `৫ xx ৫/২ `টাকা 
    
                                      = `(২৫)/২` টাকা
    
          মুনাফা `(২৫)/২` টাকা হলে আসল ১০০ টাকা
    
          :.  মুনাফা ১ টাকা হলে আসল `(১০০ xx ২)/(২৫)` টাকা
    
           :. মুনাফা ১২০ টাকা হলে আসল `(১০০ xx ২ xx ১২০)/(২৫)` টাকা
    
                                         = ৯৬০ টাকা
    
                  উত্তর: ৯৬০ টাকা

    1. Report
  6. Question:বার্ষিক মুনাফা ৮% থেকে বেড়ে ১০% হওয়ায় তিশা মারমার আয় ৪ বছরে ১২৮ টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? 

    Answer
    সমাধান:
    বার্ষিক মুনাফা ৮% থেকে বেড়ে ১০% হলো 
    
         অর্থাৎ বার্ষিক মুনাফা বৃদ্ধি পেল (১০ - ৮) = ২%
    
        মনে করি মূলধন P টাকা
    
       দেওয়া আছে, মুনাফা I = ১২৮ টাকা
    
                       সময় n = ৪ বছর
    
        মুনাফার হার বৃদ্ধি r = `২% = ২/(১০০)`
    
        আমরা জানি, I = prn
    
                 বা, P = `I/(rn)`
    
         অর্থাৎ মূলধন = মুনাফা/মুনাফা হার `xx` সময়
    
        :. মূলধন =` (১২৮)/(২/(১০০) xx ৪)` টাকা
    
          = `((১২৮)/২)/(২৫)` টাকা
    
          =` ১২৮ xx (২৫)/২` টাকা = ১৬০০ টাকা
    
        :. মূলধন ১৬০০ টাকা।
    
            উত্তর: ১৬০০ টাকা

    1. Report
  7. Question:কোনো আসল ৩ বছরে মুনাফা-আসল ১৫৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা-আসলে ১৮৩০ টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় কর। 

    Answer
    সমাধান:
    এখানে,
    
        আসল + ৫ বছরের মুনাফা = ১৮৩০ টাকা
    
        আসল + ৩ বছরের মুনাফা = ১৫৭৮ টাকা
         --------------------------------------
    (বিয়োগ করে) ২ বছরের মুনাফা   = ২৫২ টাকা
    
           ২ বছরের মুনাফা   ২৫২ টাকা
    
         :.১ বছরের মুনাফা  `(২৫২)/২` টাকা
    
        :. ৩ বছরের মুনাফা  `(২৫২ xx ৩)/২`  টাকা
    
                               = ৩৭৮ টাকা
    
        :. আসল = মুনাফা-আসল-মুনাফা
    
                  = (১৫৭৮ - ৩৭৮) টাকা
    
                  = ১২০০ টাকা
    
         আমরা জানি, I = prn
    
            বা, r =` I/(pn)`
    
         যেখানে, আসল P = ১২০০ টাকা
    
                  মুনাফা I = ৩৭৮ টাকা
    
                  সময় n = ৩ বছর
    
                  মুনাফার হার r = ?
    
       :. মুনাফার হার = মুনাফা/আসল সময়
    
                        = `(৩৭৮)/(১২০০ xx ৩)`
    
                        = ০.১০৫
    
                        = `০.১০৫ xx ১০০ xx ১/(১০০)`
    
                        =` ১০.৫ ১/(১০০)`
    
                        = ১০.৫%
    
          :. আসল ১২০০ টাকা এবং মুনাফার হার ১০.৫%
    
          উত্তর: ১২০০ টাকা এবং ১০.৫%
    
    
         বিকল্প পদ্ধতি:
    
        আসল + ৫ বছরের মুনাফা = ১৮৩০ টাকা
    
        আসল + ৩ বছরের মুনাফা = ১৫৭৮ টাকা
       ---------------------------------------
     (বিয়োগ করে) ২ বছরের মুনাফা = ২৫২ টাকা 
    
              ২ বছরের মুনাফা   ২৫২ টাকা
    
           :. ১ বছরের মুনাফা `(২৫২)/২` টাকা
    
           :. ৩ বছরের মুনাফা `(২৫২ xx ৩)/২` টাকা
    
                                = ৩৭৮ টাকা
    
          :. আসল = মুনাফা-আসল-মুনাফা
    
                    = (১৫৭৮ - ৩৭৮) টাকা
    
                    = ১২০০ টাকা
    
          ১২০০ টাকার ৩ বছরের মুনাফা ৩৭৮ টাকা    
    
          :. ১ টাকার ১ বছরের মুনাফা `(৩৭৮)/(১২০০ xx ৩)`  টাকা    
    
          :. ১০০ টাকার ১ বছরের মুনাফা `(৩৭৮ xx ১০০)/(১২০০ xx ৩) `টাকা  
    
                                           = ১০.৫ টাকা
    
           :. আসল ১২০০ টাকা এবং মুনাফার হার ১০.৫%
    
             উত্তর: ১২০০ টাকা এবং ১০.৫%।

    1. Report
  8. Question:বার্ষিক ১০% মুনাফায় ৩০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যায়? 

    Answer
    সমাধান:
    প্রথম ক্ষেত্রে 
    
      আমরা জানি, I = prn
    
      অর্থাৎ মুনাফা = আসল` xx`  মুনাফার হার `xx` সময়
    
     :. ১০% হার মুনাফায় ৩০০০ টাকার ১ বছরের মুনাফা
    
          = `৩০০০ xx ১০% xx ১` টাকা
    
          =` ৩০০০ xx (১০)/(১০০) xx ১` টাকা
    
          = ৩০০ টাকা
    
          অনুরুপভাবে,
    
          ৮% হার মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা
    
           = `২০০০ xx ৮/(১০০) xx ১` টাকা
    
           = ১৬০ টাকা
    
       :. মোট আসল P = (৩০০০ + ২০০০) টাকা
    
                           = ৫০০০ টাকা
    
        :. মোট মুনাফা I = (৩০০ + ১৬০) টাকা
    
                           = ৪৬০ টাকা
    
         সময় n = ১ বছর
    
         গড় মুনাফার হার r = ?
    
         আমরা জানি, I = prn
    
          বা, r =` I/(pn)`
    
         অর্থাৎ মুনাফার হার = মুনাফা/আসল `xx` সময়
    
           = `(৪৬০)/(৫০০০ xx ১)`
    
           = ০.০৯২
    
           = `০.০৯২ xx ১০০ xx ১/(১০০)`
    
           =` ৯.২ xx ১/(১০০)`
    
           = ৯.২%
    
          :. মুনাফার হার ৯.২%
    
          উত্তর: ৯.২%

    1. Report
  9. Question:রড্রিক গোমেজ ৩ বছরের জন্য ১০০০ টাকা এবং ৪ বছরের জন্য ১৫০০০ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংককে মোট ৯৯০০ টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে, মুনাফার হার নির্ণয় কর। 

    Answer
    সমাধান:
    
     মনে করি, উভয় ক্ষেত্রে মুনাফার হার r%
    
     আমরা জানি, মুনাফা = আসল `xx`  মুনাফার হার `xx` সময়
    
     r% হারে
    
     ১০০০০ টাকার ৩ বছরের মুনাফা
    
     = `১০০০০ xx r % xx ৩` টাকা
    
     =` ১০০০০ xx r/(১০০) xx ৩` টাকা
    
     = ৩০০r টাকা
    
     আবার, r% হারে
    
     ১৫০০০ টাকার ৪ বছরের মুনাফা
    
     = `১৫০০০ xx r/(১০০) xx ৪` টাকা
    
     = ৬০০r টাকা
    
     শর্তমতে, ৩০০ + ৬০০r = ৯৯০০
    
               বা, ৯০০r = ৯৯০০
    
               বা, r =` (৯৯০০)/(৯০০)`
    
                :. r = ১১
    
         :. নির্ণেয় মুনাফার হার ১১%
    
            উত্তর: ১১%

    1. Report
  10. Question:একটি ছোট বাক্সের দৈঘ্য ১৫ সে.মি ২.৪ মি.মি প্রস্থ ৭ সে.মি ৬.২ মি.মি এবং উচ্চতা ৫ সে.মি ৮ সে.মি। বাক্সটির আয়তন কত ঘনসেন্টিমিটার? 

    Answer
    বাক্সের দৈঘ্য = ১৫ সে.মি. ২.৪ মি.মি
    
     = ১৫ সে.মি + `(২.৪)/(১০)` সে.মি
    
        [১ সে.মি = ১০ সে.মি]
    
     = ১৫ সে.মি. + ০.২৪ সে.মি.
    
     = ১৫.২৪ সে.মি.
    
     বাক্সের প্রস্থ   = ৭ সে.মি. ৬.২ মি.মি
    
     = ৭ সে.মি + `(৬.২)/(১০)` সে.মি.
    
     = ৭ সে.মি + ০.৬২ সে.মি.
    
     = ৭.৬২ সে.মি
    
     এবং বাক্সের উচ্চতা   = ৫ সে.মি. ৮ সে.মি.
    
            = ৫ সে.মি. + `৮/(১০)` সে.মি.
    
            = ৫ সে.মি + ০.৮ সে.মি
    
            = ৫.৮ সে.মি
    
           :. বাক্সের আয়তন
    
           = দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা
    
           = ১৫.২৪ সে.মি` xx`  ৭.৬২ সে.মি` xx`  ৫.৮ সে.মি
    
           = ৬৭৩.৫৪৭০৪ ঘন সে.মি
    
           = ৬৭৩.৫৪৭ ঘন সে.মি (প্রায়)

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd