1. Question:অপনয়ন পদ্ধতিতে সমাধান কর: `x/2 + y/2 = 3` `x/2 - y/2 = 1` 

    Answer
    প্রদত্ত সমীকরণ
    
        `x/2 + y/2 = 3`...............(i)
    
       `x/2 - y/2 = 1`................(ii)
    
        সমীকরণ (i) ও সমীকরণ (ii) যোগ করে পাই,
    
         `x/2 + y/2 + x/2 - y/2 = 3 + 1`
    
        বা, `x/2 + x/2 = 4`
    
        বা, `(x + x)/2 = 4`
    
        বা, `(2x)/2 = 4`
    
          :. x = 4
    
         x এর মান সমীকরণ (i) এ বসিয়ে পাই,
    
           `4/2 + y/2 = 3`
    
           বা, `2 + y/2 = 3`
    
           বা, `y/2 = 3 - 2`
    
            বা, `y/2 = 1`
    
             :. y = 2
    
           :. নির্ণেয় সমাধান, (x, y) = (4, 2)

    1. Report
  2. Question:অপনয়ন পদ্ধতিতে সমাধান কর: x + ay = b ax - by = c 

    Answer
    প্রদত্ত সমীকরণ
    
       x + ay = b...............(i)
    
      ax - by = c................(ii)
    
       সমীকরণ (i) কে b দ্বারা এবং সমীকরণ (ii) কে a দ্বারা গুণ করে পাই,
    
                               bx + aby =` b^2`
    
                             `a^2x - aby `= ac
                    ------------------------------
         বিয়োগ করে `bx + a^2x = b^2 + ac`
    
                     `x (b + a^2) = b^2 + ac`
    
             `:. x = (b^2 + ac)/(a^2 + b)`
    
             x এর মান সমীকরণ (i) এ বসিয়ে পাই,
    
           `(b^2 + ac)/(a^2 + b) + ay = b`
    
         বা, `ay = b - (b^2 + ac)/(a^2 + b)`
    
         বা,  `ay = (b(a^2 + b) - (b^2 + ac))/(a^2 + b)`
    
         বা,  `ay = (a^2b + b^2 - b^2 - ac)/(a^2 + b)`
    
         বা,  `ay = (a^2b - ac)/(a^2 + b)`
    
         বা, `y = (a(ab - c))/(a(a^2 + b))`
    
          `:. y = (ab - c)/(a^2 + b)`
    
        :. নির্ণেয় সমাধান,  (x, y) = `((b^2 + ac)/(a^2 + b), (ab - c)/(a^2 + b))`

    1. Report
  3. Question:অপনয়ন পদ্ধতিতে সমাধান কর: `x/2 + y/3 = 3` `x - y/3 = 3` 

    Answer
    প্রদত্ত সমীকরণ
    
      `x/2 + y/3 = 3`..............(i)
    
      `x - y/3 = 3`.................(ii)
    
        সমীকরণ (i) ও সমীকরণ (ii) যোগ করে পাই,
    
        `x/2 + y/3 + x - y/3 = 3 + 3`
    
        বা, `x/2 + x = 6`
    
        বা, `(x + 2x)/2 = 6`
    
        বা, `(3x)/2 = 6`
    
        বা,  3x = 12
    
        বা, x =` (12)/3`
    
           x = 4
    
          x এর মান সমীকরণ (i) এ বসিয়ে পাই,
    
            `4/2 + y/3 = 3`
    
           বা, `2 + y/3 = 3`
    
           বা, `y/3 = 3 - 2`
    
            বা, `y/3 = 1`
    
               :. y = 3
    
           :. নির্ণেয় সমাধান, (x, y) = (4, 3)

    1. Report
  4. Question:অপনয়ন পদ্ধতিতে সমাধান কর: `x/3 + 2/y = 1` `x/4 - 3/y = 3` 

    Answer
    প্রদত্ত সমীকরণ
    
      `x/3 + 2/y = 1`............(i)
    
      `x/4 - 3/y = 3`.............(ii)
    
        সমীকরণ (i) কে 3 দ্বারা এবং সমীকরণ (ii) কে 2 দ্বার গুণ করে পাই,
    
                   `x + 6/y = 3`
    
                   `x/2 - 6/y = 6`
      -------------------------
          যোগ করে `x + x/2 = 9`
    
                 বা, `(2x + x)/2 = 9`
    
                 বা, `(3x)/2 = 9`
    
                 বা, 3x = 18
    
               ` x = (18)/3`
    
                        :. x = 6
    
           x এর মান সমীকরণ (i) এ বসিয়ে পাই,
    
              `6/3 + 2/y = 1`
    
             বা, `2 + 2/y = 1`
    
             বা, `2/y = 1 - 2`
    
             বা, `2/y = - 1`
    
             বা - y = 2
    
              :. y = - 2
    
         :. নির্ণেয় সমাধান, (x, y) = (6, - 2)

    1. Report
  5. Question:অপনয়ন পদ্ধতিতে সমাধান কর: `x/a + y/b = 2/a + 1/b` `x/b - y/a = 2/b - 1/a` 

    Answer
    প্রদত্ত সমীকরণ
    
     `x/a + y/b = 2/a + 1/b`............(i)
    
     `x/b - y/a = 2/b - 1/a`............(ii)
    
       সমীকরণ (i) হতে পাই,
    
      `(bx + ay)/(ab) = (2b + a)/(ab)`
    
       বা,  bx + ay = 2b + a..............(iii)
    
                    [উভয় পক্ষকে ab দ্বারা গুণ করে]
    
       সমীকরণ (ii) হতে পাই,
    
      `(ax - by)/(ab) = (2a - b)/(ab)`
    
       বা, ax - by = 2a - b.......................(iv)
    
              [উভয় পক্ষকে ab দ্বারা গু করে ]
    
      সমীকরণ (iii) কে b দ্বারা এবং সমীকরণ (iv) কে a দ্বারা গুণ করে পাই,
    
              `b^2x + aby = 2b^2 + ab`
    
              `a^2x - aby = 2a^2 - ab`
          ------------------------------------
     যোগ করে `b^2x + a^2x = 2b^2 + 2a^2`
    
           বা, `x (b^2 + a^2) = 2 (b^2 + a^2)`
    
           বা, `x = (2(b^2 + a^2))/(b^2 + a^2)`
    
                :. x = 2
    
       সমীকরণ (iii) এ x এর মান বসিয়ে পাই,
    
        b. 2 + ay = 2b + a
    
        বা, 2b + ay = 2b + a
    
        বা, ay = 2b + a - 2b
    
        বা, ay = a
    
         বা, y` = a/a`
    
         `:. y = 1`
    
      :. নির্ণেয় সমাধান (x, y) = (2, 1)

    1. Report
  6. Question:অপনয়ন পদ্ধতিতে সমাধান কর: `a/x + b/y = a/2 + b/3` `a/x - b/y = a/2 - b/3` 

    Answer
    `a/x + b/y = a/2 + b/3`.................(i)
    
     `a/x - b/y = a/2 - b/3`..................(ii)
    
     `1/x` = u এবং `1/y = v` ধরে সমীকরণ (i) ও (ii) থেকে পাই,
    
            `au + bv = a/2 + b/3`
    
             `au - bv = a/2 - b/3`
          -------------------------------
     যোগ করে   2au = 2. `a/2`
    
             বা,  2au = a
    
             বা,  u =` a/(2a)`
    
             বা, `1/x = 1/2`
    
                :. x = 2
    
         x এর মান সমীকরণ (i) এ বসিয়ে পাই,
    
          `a/2 + b/y = a/2 + b/3`
    
        বা, `b/y = a/2 + b/3 - a/2`
    
        বা, `b/y = b/3`
    
        বা, `1/y = 1/3`
    
             :. y = 3
    
         :. নির্ণেয় সমাধান, (x,y) = (2, 3)

    1. Report
  7. Question:অপনয়ন পদ্ধতিতে সমাধান কর: `x/6 + 2/y = 2` `x/4 - 1/y = 1` 

    Answer
    প্রদত্ত সমীকরণ
    
     `x/6 + 2/y = 2`.............(i)
    
      `x/4 - 1/y = 1`.............(ii)
    
        সমীকরণ (i) কে 1 দ্বারা এবং (ii) কে 2 দ্বারা গুণ করে পাই,
    
               `x/6 + 2/y = 2`
    
                 `x/2 - 2/y = 2`
          -----------------------
       যোগ করে, `x/6 + x/2 = 4`
    
               বা, `(x + 3x)/6 = 4`
    
               বা, `(4x)/6 = 4`
    
               বা, 4x = 24
    
                বা,  x = `(24)/4`
    
                  :. x = 6
    
               x এর মান সমীকরণ (i) এ বসিয়ে পাই,
    
                 `6/6 + 2/y = 2`
    
                বা,  `1 + 2/y = 2`
    
                বা,  `2/y = 2 - 1`
    
                বা, `2/y = 1`
    
                  :. y = 2
    
             :. নির্ণেয় সমাধান,  (x, y) = (6, 2)

    1. Report
  8. Question:অপনয়ন পদ্ধতিতে সমাধান কর: x + y = a - b ax - by =` a^2 + b^2` 

    Answer
    প্রদত্ত সমীকরণ
    
        x + y = a - b..............(i)
    
        ax - by =` a^2 + b^2`..............(ii)
    
        সমীকরণ (i) কে b দ্বারা এবং সমীকরণ (ii) কে 1 দ্বার গুণ করে পাই,
    
              bx + by =` a^2 - b^2`
    
              ax - by =` a^2 + b^2`
       --------------------------------
        যোগ করে, bx + ax = `ab + a^2`
    
             বা,  x =` (a(b + a) = a (b + a)`
    
             বা, `x = (a (b + a))/(b + a)`
    
                    :. x = a
    
            x এর মান সমীকরণ (i) এ বসিয়ে পাই,
    
               a + y = a - b
    
              বা, y = a - b - a
    
                :. y = - b
    
         :. ‍নির্ণেয় সমাধান, (x, y) = (a, - b)

    1. Report
  9. Question:নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর: ক.{x : x বিজোড় সংখ্যা এবং 3 < x < 15} খ. { : x, 48} গ. {x : x, 3 x < 36} ঘ. {x : x `x^2 < 10`} 

    Answer
    ক. {x : x বিজোড় সংখ্যা এবং 3 < x < 15}
    
        যে সকল বিজোড় সংখ্যা 3 অপেক্ষা বড় কিন্তু 15 অপেক্ষা
    
       ছোট তাদের সেট। 
    
       3 অপেক্ষা বড় কিন্তু 15 অপেক্ষা ছোট বিজোড় 
    
       সংখ্যাগুলো হলো 5, 7, 9, 11, 13,
    
      :. নির্ণেয় সেট = {5, 7, 9, 11, 13}
    
    
      খ.  {x : x, 48 এর মেীলিক গুণনীয়কসমৃহ}
    
        যে সকল সংখ্যা 48 এর মেীলিক গুণনীয়ক তাদের সেট। 
    
        48 এর মেীলিক গুণনীয়ক সমৃহ হলো 2, 3
    
         :. নির্ণেয় সেট = {2, 3}
    
    
       গ. {x : x, 3 এর গণিতক এবং x < 36}
    
          {x : x, 3   x < 36}
    
         36 অপেক্ষা ছোট 3 এর গণিতকসমৃহের সেট।
    
         36 অপেক্ষা ছোট 3  এর গুণিতকসমৃহ হলো 3, 6, 
    
         9, 12, 15, 18, 21, 24, 27, 30 33
    
         নির্ণেয় সেট = {3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33}
    
    
      ঘ. {x : x `x^2 < 10`}
    
          10 z = {.........- 4, - 3, - 2, - 1, 0, 1, 2, 3, 4,.........}
    
          x = 0   `x^2 = 0 < 10`
    
         x = `+- 1` `x^2 = 1 < 10`
    
         x = `+- 2` `x^2 = 4 < 10`
    
         x =` +- 3`  `x^2 = 9 < 10`
    
         x = ` +- 4` `x^2 = 16 > 10`
    
         x 0, `+-1, +-2, +-3`
    
        = {- 3, - 2, - 1, 0, 1, 2, 3}

    1. Report
  10. Question:নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ কর: ক. {3, 4, 5, 6, 7, 8} খ. {4, 8, 12, 16, 20, 24} গ. {7, 11, 13, 17} 

    Answer
    ক. {3, 4, 5, 6, 7, 8}
    
         3 থেকে 8 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট।
    
         নির্ণেয় সেট
    
        = {x : x স্বাভাবিক সংখ্যা এবং 3` <- x <- 8`}
    
        অথবা
    
        যে সকল স্বাভাবিক সংখ্যা 2 অপেক্ষা বড় কিন্তু 9 অপেক্ষা ছোট তাদের সেট।
    
        :. নির্ণেয় সেট
    
         = {x : x স্বাভািবিক সংখ্যা এবং `2 < x < 9}`
    
      
    
      খ.  প্রদত্ত সেট = {4, 8, 12, 16, 20, 24}
    
           28 অপেক্ষা 4 এর গুণিতকসমৃহের সেট।
    
          :. নির্ণেয় সেট
    
           = {x : x, 4 এর গুণিতক এবং x < 28 }
    
     গ.  প্রদত্ত সেট = {7, 11, 13, 17}
    
         7 থেকে 17 পর্যন্ত মেীলিক সংখ্যার সেট।
    
        :. নির্ণেয় সেট
    
        = {x : x মেীলিক সংখ্যা এবং `7 <- x <- 17`}
    
        অথবা যে সকল স্বাভাবিক সংখ্যা 5 অপেক্ষা বড় কিন্তু 19 অপেক্ষা ছোট তাদের সেট।
    
       :. নির্ণেয় সেট
    
        = {x : x মেীলিক সংখ্যা এবং `5 < x < 19` }

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd