1. Question:একটি সংখ্যা অপর একটি সংখ্যার `2/3` গুণ এবং সংখ্যা দুইটির সমস্টি `100`. ক. তথ্যগুলোকে এক চলক বিশিষ্ট একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ কর । খ. সংখ্যা দুইটি নির্ণয় কর । গ. একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1 ; লব ও হর থেকে 1 বিয়োগ করলে যে ভগ্নাংশ গঠীত হয় তা পূর্বের সংখ্যা দুটি দ্বারা গঠীত প্রকৃত ভগ্নাংশের সমান । ভগ্নাংশটি নির্ণয় কর । 

    Answer
    ক. মনেকরি, একটি সংখ্যা = x
    
     `:.`অপর সংখ্যাটি =(x এর `2/3`) = `(2x)/3`
    
       প্রশ্নমতে, `x+(2x)/3= 100` (Ans.)
    
    
     খ. ‘ক’ হতে পাই,`x+(2x)/3= 100`
    
               বা, `(3x+2x)/3= 100`
    
               বা, `(5x)/3= 100`
    
               বা, `5x= 100xx3` [আড়াগুণন করে]
    
               বা, `5x= 300`
    
               বা, `x=300/5`
    
                 `:. x = 60`
    
               অর্থাৎ, একটি সংখ্যা, `x= 60`
    
               এবং অপর সংখ্যাটি `=(2x)/3= (2xx60)/3= 40`
    
              `:.` সংখ্যা দুটি যথাক্রমে 60 এবং 40 (Ans.)
    
    
     গ. ‘খ’ থেকে পাই, সংখ্যা দুটি যথাক্রমে 60 এবং 40
    
        `:.` সংখ্যা দুইটি দ্বারা গঠিত প্রকৃত ভগ্নাংশ `= 40/60=2/3`
    
          এখন,  মনে করি, ভগ্নাংশটির লব = x
    
          এবং       "    "        "     হর = x+1
    
         `:.` ভগ্নাংশটি= `x/(x+1)`
    
          প্রশ্নমতে,  `(x-1)/(x+1-1)= 2/3`
    
          বা, `(x-1)/x= 2/3`
    
          বা, `3x-3= 2x`
    
          বা, `3x-2x= 3`
    
           `:.   x = 3`
    
        `:.` ভগ্নাংশটি `= x/(x+1)= 3/(3+1)= 3/4` (Ans.)

    1. Report
  2. Question:আদনান সাহেব তার ঈদ বোনাসের সম্পূর্ণ টাকা তার 2 ছেলে, 3 মেয়ে ও স্ত্রীর মাঝে ভাগ করে দিলেন । প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ের দেড়গুণ টাকা পায় এবং তার স্ত্রীর 6,000 টাকা পায় যা মোট বোনাসের এক চতুর্থাংশ । ক. উপরিউক্ত তথ্যকে বীজগণিতিক সমীকরণের মাধ্যমে প্রকাশ কর । খ. ছেলেদ্বয় মোট বোনাসের কত পেল ? গ. মোট বোনাস ও স্ত্রীর প্রাপ্ত টাকা একই রেখে, প্রত্যেক মেয়েকে যদি পূর্বের টাকার দেড়গুণ টাকা দেয়া হত তবে প্রত্যেক ছেলে পূর্বের তুলনায় কত টাকা কম পাবে ? 

    Answer
    ক.  এখানে , স্ত্রী পায় 6000 টাকা
    
       `:.` মোট বোনাস`xx1/4 = 6000`
    
        বা, মোট বোনাস =24000 টাকা
    
        মনে করে, প্রত্যেক মেয়ে পায় x  টাকা
    
        :. প্রত্যেক ছেলে পায় ` 1  1/2  x `  বা, `(3x)/2`  টাকা
    
         প্রশ্নানুসারে, `2xx(3x)/3+3x+6000= 24000`.........(i)
    
    
         খ. ‘ক’ অংশ হতে পাই,
    
          ` 2xx(3x)/3+3x+6000= 24000`
    
          বা, `3x+3x= 24000-6000`
    
          বা, `6x= 18000`
    
          বা, `x= 18000/6`
    
          `:.   x= 3000 `
    
          `:.` ছেলেদ্বয়  পায় `2xx(3x)/2= 3x= 3xx3000= 9000` টাকা
    
          `:.` মোট বোনাস হতে ছেলেদ্বয়ের প্রাপ্ত টাকার
    
            শতকরা পরিমাণ = (প্রাপ্ত টাকা`/`মোট বোনাসের টাকা` xx`100)%
    
                       =`(9000/24000xx100)%`
    
                       = `75/2%`  বা, `37.5%` (Ans.)
    
    
     গ.  ‘ক’ অংশ হতে পাই,
    
         মোট বোনাস  টাকা = 24000  টাকা
    
         স্ত্রীর প্রাপ্ত টাকা  টাকা = 6000  টাকা
    
        এবং প্রত্যেক মেয়ের প্রাপ্ত টাকা  x টাকা = 3000 টাকা
    
       `:.` বর্তমানে প্রত্যেক মেয়ের প্রাপ্ত টাকা `= 1 1/2  x`  বা,`(3x)/2`টাকা 
    
                                        `= (3xx3000)/2`  টাকা
    
                                       `= 4500`  টাকা
    
     প্রশ্নানুসারে ,2 ছেলের টাকা + (3`xx`4500)+6000= 24000
    
        বা, 2 ছেলের টাকা +13500+6000= 24000
    
        বা,2 ছেলের টাকা +19500= 24000
    
        বা, 2 ছেলের টাকা = 24000-19500
    
        বা, 2 ছেলের টাকা = 4500
    
        বা,  1 ছেলের টাকা = `4500/2`
    
        `:.`1 ছেলের টাকা =2250 
    
         পূর্বে প্রতি ছেলের প্রপ্ত টাকা ছিল  টাকা = `(3x)/2`টাকা
    
                               `= (3xx3000)/2`  টাকা
    
                               `= 4500`  টাকা
    
      `:.` প্রত্যেক ছেলে পূর্বের তুলনায় কম পেল = (4500-2250)  টাকা
    
                                                = 2250  টাকা (Ans.)

    1. Report
  3. Question:দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল 841 । ক. একটি সংখ্যা y হলে তথ্যানুযায়ী সমীকরণ গঠন করে । খ. সংখ্যা দুইটি নির্ণয় কর । গ. সংখ্যা দুইটি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ( মিটারে) ও প্রস্থ (মিটারে) হয় তবে আয়তক্ষেত্রের পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য বের কর । 

    Answer
    ক. দেওয়া আছে,  সংখ্যা দুেইটি ক্রমিক
    
       `:.`একটি সংখ্যা y হলে অপর সংখ্যাটি y+1
    
        এখানে, সংখ্যা দুইটি বর্গের যোগফল 841
    
       `:.` প্রশ্নানুসারে,  `y^2+(y+1)^2=841`.........(i)
    
    
      খ.  ‘ক’ অংশ হতে পাই,
    
          `y^2+(y+1)^2=841`  
    
           বা, `y^2+y^2+2y+1=841` 
    
           বা, `2y^2+2y+1-841=0`
    
           বা, `2y^2+2y-840=0`
    
           বা, `y^2+y-420=0`
    
           বা, `y^2+21y-20y-420=0`
    
            বা, `y(y+2)-20(y+21)=0`
    
             বা, `(y+21)(y-20)=0`
    
             হয়,  y+21=0     অথবা, y-20=0
                 
           `:.   y= -21`    `:.  y= 20`
                              (গ্রহণযোগ্য নয়)
    
          `:.`ক্রমিক স্বাভাবিক সংখ্যা দুইটি যথাক্রমে 20 ও (20+1)  বা, 21
    
                                                   Ans. 20  , 21 .
    
    
      গ. ‘খ’ অংশ হতে পাই, সংখ্যা দুইটি 20 ও 21
    
       `:.` আয়তক্ষেত্রের  দৈর্ঘ্য  মিটার 21 ও প্রস্থ 20 মিটার
    
       `:.`আয়তক্ষেত্রের পরিসীমা = 2 (দৈর্ঘ্য+প্রস্থ) একক
    
                                  = 2(21+20) মিটার
    
                                  = 82 মিটার
    
      এবং আয়তক্ষেএটির কর্ণের দৈর্ঘ্য = `sqrt (`দৈর্ঘ্য`)^2 +  ( ` প্রস্থ `) ^2` একক
    
                                        =`sqrt 21^2+20^2 ` মিটার
    
                                        =`sqrt 441+400` মিটার
    
                                        =`sqrt 841` মিটার
    
                                        = 29  মিটার (Ans.)

    1. Report
  4. Question:`4/(2x+1)+9/(3x+2)= 25/(5x+4)` একটি এক চলকবিশিষ্ট সমীকরন । ক. `25/(5x+4)` কে ` (A+B)` আকারে প্রকাশ কর যেন `3A = 2B `হয় । খ. সমীকরণটি সমাধান কর । গ. সমাধানের শুদ্ধি পরীক্ষা কর । 

    Answer
    ক. `2(5x+4)= 10+15/(5x4)`
    
     `=10/(5x+4)+15/(5x+4)` যা  (A+B)  আকারে এবং  3A=2B
    
    
     খ. প্রদত্ত সমীকরণ, 
    
        `4/(2x+1)+9/(3x+2)= 25/(5x+4)`
    
        বা,`4/(2x+1)+9/(3x+2)=10/(5x4)+15/(5x+4)` [ ‘ক’ থেকে পাই]
    
        বা,`4/(2x+1)-10/(5x+4)= 15/(5x+4)-9/(3x+2)` [পক্ষান্তর করে ]
    
        বা,`(4(5x+4)-10(2x+1))/( (2x+1)(5x+4))= (15(3x+2)-9(5x+4))/ ((5x+4)(3x+2))`
    
        বা,` (20x+16-20x)/((2x+1)(5x+4))= (45x+30-45x-36)/((5x+4)(3x+2))`
    
         বা, `6/(2x+1)(5x+4)= -6/(5x+4)(3x+2)`
    
         বা,`1/(2x+1)= -1/(3x+2)`
                [উভয়পক্ষকে `(5x+4)/6`  দ্বারা গুণ করে, যেখানে `5x+4!= 0` ]
          বা, `3x+2= -(2x+1)`
    
          বা, `3x+2= -2x-1`
    
          বা,`2x+3x= -2-1`
    
          বা, `5x= -3`
    
          বা,`x= - 3/5`
    
         `:.`নির্ণয় সমাধান : `x= - 3/5`
    
    
     গ.  `x=3/5` হলে প্রদত্ত সমীকরণের
    
         বামপক্ষ 
            `= 4/(2x+1) + 9/(3x+2)`
    
            `= 4/(2(-3/5)+1)+9/(3(-3/5)+2)`
    
            `= 4/(-(6/5)+1)+ 9/(-(9/5)+2)`
    
            `= 4/((-6+5)/5)+9/((-9+10)/5)= 4/(-1/5)+9/(1/5)`
    
            `=4xx(-5/1)+9xx 5/1`
    
            `= -20+45= 25`
    
    
      ডানপক্ষ 
        `= 25/(5x+4)`
    
        `=25/(5(-3/5)+4)= 25/(-3+4)=25/1= 25` 
    
        `:.` বামপক্ষ=  ডানপক্ষ
    
        `:.`সমীকরণটি সুদ্ধ হয়েছে ।

    1. Report
  5. Question:একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 আয়তক্ষেত্রটির পরিসীমা 42মিটার । ক. উপরের তথ্যকে সমীকরণ আকারে লিখ । খ. আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর । গ. একটি ত্রিভুজের পরিসীমার সমান ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য ক্রমিক জোড় সংখ্যা হলে বাহুগুলোর দৈর্ঘ্য বের কর । 

    Answer
    ক. দেওয়া আছে,  আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত = 4:3
        মনে করি,  আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 4x মিটার ও প্রস্থ 3x মিটার
        আয়তক্ষেত্রটির পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) একক
                                 =2(4x+3x) মিটার
    
      প্রশ্নানুসারে, `2(4x+3)= 42`............(i)
    
    
     খ.  ’ক’ অংশ হতে পাই,
          `2(4x+3)= 42`
            
            বা, `4x+3x=42/2`
               
            বা, `7x=21`
                  
            বা, `x= 21/3`
                        
             `:.  x= 3`
          
            `:.` আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = 4x মিটার   
                                         
              =`(4xx3)`মিটার = 12 মিটার  
             
              এবং আয়তক্ষেত্রটির প্রস্থ = 3x মিটার  
                                      
              =`(3xx3)` মিটার = 9 মিটার  
       
         Ans. আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 12মিটার ও প্রস্থ 9  মিটার ।
    
    
      গ. দেওয়া আছে, আয়তক্ষেত্রের পরিসীমা = 42 মিটার 
             
         প্রশ্নানুসারে,    ত্রিভুজের পরিসীমা = 42 মিটার 
    
       ধরি, ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে x , (x+2) ও (x+4) মিটার
                 
        `:. x+(x+2)+(x+4)= 42`
                
          বা, `x+x+2+x+4= 42`
                
          বা, `3x+6= 42`
                
          বা, `3x= 42-6`
               
          বা,`3x=36` 
               
          বা, `x= 36/3`
                   
           `:.  x = 12`
             
         `:.` ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে  12.(12+2) বা, 14 
                        
           এবং  (12+4) বা, 16
    
        Ans. 12 মিটার,14 মিটার,16 মিটার.

    1. Report
  6. Question:মামুন একটি পরীক্ষাতে অংশগ্রহন করল । পরীক্ষার প্রশ্নপত্রে মোট 35 টি প্রশ্ন আছে যার পূর্ণমান 100 এবং পরীক্ষার সময় 2 ঘন্টা । প্রশ্নপত্রটি রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নের সমন্বয়ে গঠিত । রচনামূলক প্রশ্নের মান এবং বহুনির্বাচনি প্রশ্নের মান 2 । ক. উপরের তথ্যকে বীজগাণিতিক সমীকরণে প্রকাশ কর । খ. রচনামূলক ও বহুনির্বাচনি সংখ্যা বের কর । গ. মামুন 1 টি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে 1 টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করার সময়ের`7/2` গুণ সময় নেয় । সে 15 মিনিট আগে পরীক্ষা শেষ করে । 1 টি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে সে কত সময় নেয় ? 

    Answer
    ক. মনে করি,  রচনামূলক প্রশ্নের সংখ্যা x
                 
     `:.` বহুনির্বাচনি প্রশ্নের সংখ্যা `(35-x)`
        
      প্রশ্নানুসারে, `5x+(35-x)2= 100`.........(i)
    
    
      খ. ‘ক’ অংশ হতে পায়,
                       
       `5x+(35-x)2= 100`
                        
        বা, `5x+70-2x= 100`
                        
         বা,  `3x=100-70`
                        
         বা,  `3x=30`
                        
         বা,  `x= 30/3`
                              
         `:. x= 10`
                   
         `:.`রচনামূলক প্রশ্নের সংখ্যা 10 টি
                     
          এবং বহুনির্বাচনি প্রশ্নের সংখ্যা (35-10) টি বা,  25 টি
            
          Ans.10 টি, 25 টি ।
    
    
        গ. ‘খ‘ অংশ হতে পাই, 
                  রচনামূলক প্রশ্নের সংখ্যা 10 টি
                  এবং বহুনির্বাচনি প্রশ্নের সংখ্যা 25 টি
     মনে করি , 1 টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে সময় লাগে x মিনিট
      `:.`      1 টি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে সময় লাগে `(7x)/2` মিনিট
          আবার পরীক্ষার সময় = 2 ঘন্টা  বা, `(2xx60)` বা, 120 মিনিট
         প্রশ্নানুসারে,  `10xx(7x)/2+25x= 120-15`
                      বা, `35x+25x= 105`
                      বা,  `60x= 105`
                      বা,  `x= 105/60`
                         `:.  x= 7/4`
        `:.`   1 টি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে মামুনের প্রয়োজনীয় সময় = `7/2 x`মিনিট
                                                                                 =`7/2xx7/4`মিনিট
                                                                                 = `6.125` মিনিট   (Ans.)

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd