Answerক. প্রথম তিনটি ভগ্নাংশ হলো, 1.185, 0.24 ও 0.62 ।ভগ্নাংশ তিনটিতে
অনাবৃত্ত অঙ্কের সংখ্যা যথাক্রমে 0, 0, 1 এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা
যথাক্রমে 3, 2, 1 এদের ল.সা.গু 6। অতএব সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলোর
অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 1। আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে।
সুতরাং
1.185 = 1.185185
0.24 = 0.2424242
0.62 = 0.6222222
খ. 1.185 =` (1185 - 1)/(999)`
=`(1184)/(999)`
0.24 =` (24)/(99)`
0.62 =` (62 - 6)/(90)`
=` (56)/(90)`
0.3 =` 3/9 = 1/3`
:. `1.185 -: 0.24 = (1184)/(999) -: (24)/(99)`
= `(1184)/(999) xx (99)/(24)`
=` (1628)/(333) = 4.8`
`(56)/(90) xx 1/3`
=` (56)/(270) = 0.2074`
4.8 ও 0.2074 যোগ করার জন্য সংখ্যা দুইটিকে সদৃশ আবৃত্ত দশমিক
ভগ্নাংশে রুপান্তর করতে হবে। যেখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 2 ও
আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 ও 3 এর ল.সা.গু 3।
তাহলে 4.88888 |88
0.20740|74
--------------------
5.09629|62
:. নির্ণেয় যোগফল = 5.09629 (উত্তর)
গ. এখানে ‘খ’ হতে প্রাপ্ত যোগফল,
`(1.185 -: 0.24) + (0.62 xx 0.3)`
= 5.09629
0.45 + 0.134 এর মান বের করার জন্য ভগ্নাংশ দুইটি সদৃশ আবৃত্ত
দশমিক ভগ্নাংশে রুপান্তর করি, যেখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 2
এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 তাহলে
0.45 = 0.455
0.134 = 0.134
--------------------
= 0.589
এখন গাণিতিক বাক্যটির সরলকৃত মান বের করার জন্য
5.09629 থেকে 0.589 বিয়োগ করতে হবে । বিয়োগ করার জন্য ভগ্নাংশ দুইটিকে
সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এক্ষেত্রে অনাবৃত্ত অংশের
অঙ্ক সংখ্যা 3হবে এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে। তাহলে,
5.09629 |62
0.58999 |99
---------------------
4.50629 |63
:. গাণিতিক বাক্যটির সরলকৃত মান
= 4.50629
=` (450629 - 450)/(99900)`
=` (450179)/(99900)`
:. সুতরাং নির্ণেয় সামান্য ভগ্নাংশ =` (450179)/(99900)` (উত্তর)