Question:কোনো বস্তুর বিভব শক্তি কীসের উপর নির্ভর করে?
Answer
কোনো বস্তুর বিভবশক্তি বস্তুটির ভর এবং উচ্চতার উপর নির্ভর করে। m ভরের বস্তুকে h উচ্চতায় উঠাতে বিভশক্তির পরিমাণ, Ep= mhg যেহেতু কোনো নির্দিষ্ট স্থানে g এর মান ধ্রুবক, তাই কোনো নির্দিষ্ট স্থানে বিভশক্তি বস্তুটির ভর ও উচ্চতার সমানুপাতিক। অর্থাৎ ভর ও উচ্চতা বাড়ার সাথে সাথে বিভবশক্তি বৃদ্ধি পায়।