কাজ, ক্ষমতা ও শক্তি
  1. Question:বায়োমাস শক্তি বলতে কী বোঝ? 

    Answer
    সৌর শক্তির একটি ক্ষুদ্র ভগ্নাংশ যা সবুজ গাছপালা দ্বারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে বায়োমাসরূপে গাছপালার বিভিন্ন অংশে মজুদ থাকে। বায়োমাস বলতে সেই সব জৈব পদার্থকে বুঝায় যাদেরকে শক্তিতে রূপান্তরিত করা যায়। মানুষসহ অনেক প্রাণী খাদ্য হিসেবে বায়োমাস গ্রহণ করে তাকে শক্তিতে রূপান্তরিত করে জীবনের কর্মকান্ড সচল রাখে।

    1. Report
  2. Question:আলোক হতে তড়িৎ শক্তিতে রূপান্তর প্রক্রিয়া- ব্যাখ্যা কর। 

    Answer
    ফটো-বোল্টেইক কোষের ওপর আলোক আপতিত হলে সংশ্লিষ্ট শক্তি শোষণ করে অনেক মুক্ত ইলেকট্রন নির্গত হয় যা তড়িৎপ্রবাহের উদ্ভব ঘটায়। এই তড়িৎপ্রবাহকে সরাসরি ব্যবহার করা যেতে পারে। অথবা এর দ্বারা ব্যাটারীকে চার্জ করে পরবর্তীতে ব্যবহার করা যেহে পারে।

    1. Report
  3. Question:কোনো বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা 200 মেগাওয়াট বলতে কী বোঝ? 

    Answer
    কোনো ব্যক্তি বা বস্তু একক সময়ে কতটুকু কাজ করল তা দ্বারা ক্ষমতা পরিমাপ করা হয়।
    কোনো বৈদ্যুতিক পাওয়া স্টেশনের ক্ষমতা 200 মেগাওয়াট বলতে বুঝায় ঐ পাওয়ার স্টেশনটি প্রতি সেকেন্ডে 200000000 জুল তড়িৎশক্তি সরবরাহ করছে।

    1. Report
  4. Question:একই দূরত্ব সামনে না হেঁটে সিঁড়ি দিয়ে উঠলে বেশি ক্ষমতার প্রয়োজন হয় কেন? 

    Answer
    নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অনুভূমিক বরাবর সামনের দিকে হাঁটলে কেবল ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। কিন্তু একই দূরত্ব উল্লম্বভাবে উপরের দিকে উঠলে ঘর্ষণ বল এবং অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। তদুপরি, ঘর্ষণ বলের চেয়ে অভিকর্ষ বল বৃহত্তর মানের। তাই একই দূরত্ব সামনে না হেঁটে সিঁড়ি দিয়ে উঠলে বেশি ক্ষমতার প্রয়োজন হয়।

    1. Report
  5. Question:কোনো বাতির গায়ে 60 ওয়াট লেখা থাকার অর্থ কী? 

    Answer
    ওয়াট হলো ক্ষমতার এস.আই.একক. যেখানে এক সেকেন্ডে এক জুল কাজ করা বা শক্তি রূপান্তরের হারকে এক ওয়াট বলে।
    সুতরাং, কোনো বাতির গায়ে 60 ওয়াট লেখা থাকার অর্থ হলো এটি প্রতি সেকেন্ডে 60 জুল তড়িৎ শক্তিকে আলোক এবং তাপশক্তিতে রূপান্তর করে। এক্ষেত্রে উৎপন্ন আলোকশক্তি এবং তাপশক্তির সম্মিলিত পরিমাণ হলো 60 জুল।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd