Question:শক্তির একক কী?
Answer
কোনো বস্তুর কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। তাই শক্তি ও কাজের একক অভিন্ন। সুতরাং শক্তির একক জুল।
Question:শক্তির একক কী?
কোনো বস্তুর কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। তাই শক্তি ও কাজের একক অভিন্ন। সুতরাং শক্তির একক জুল।
Question:কাজ বলতে কী বোঝায়?
কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফল দ্বারা কাজ পরিমাপ করা হয়। সুতরাং, কাজ = বল x বলের দিকে অতিক্রান্ত দূরত্ব। কোনো বস্তুর উপর F বল প্রয়োগে যদি বস্তুটি বলের দিকে s দূরত্ব অতিক্রম করে তবে কৃত কাজ W হবে, w = Fs কাজ অদিক রাশি এবং এর একক জুল।
Question:যান্ত্রিক শক্তি কত প্রকার- ব্যাখ্যা কর।
যান্ত্রিক শক্তি দুই প্রকার, যথা: গতি শক্তি ও বিভব শক্তি। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে তার গতি শক্তি বলে, গতি শক্তিকে `1/2mv^2` সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। অবস্থান পরিবর্তনের কারণের জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে তার বিভব শক্তি বলে, গতি শক্তিকে mgh সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়।
Question:কাজ ক?
কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফল দ্বারা কাজ পরিমাপ করা হয়। সুতরাং কাজ = বল x বলের দিকে অতিক্রান্ত দূরত্ব।
Question:আইনস্টাইনের ভর শক্তি সমীকরণটি কী?
আইনস্টাইনের ভর শক্তি সমীকরণটি হলো `E = mc^2`
Question:নবায়নযোগ্য শক্তি ব্যবহারের সুবিধাগুলো বর্ণনা কর।
নবায়নযোগ্য শক্তি ব্যবহারের সুবিধাগুলো হলো এর উৎস অফুরন্ত অর্থাৎ এ উৎস শেষ হবার কোনো আশঙ্কা নেই। অনন্তকাল ধরে এই উৎস থেকে আমরা অবিরাম শক্তি পেতে পারি। যেমন, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, সূর্য রশ্মি, বায়োগ্যাস ইত্যাদি। নবায়নযোগ্য শক্তি ব্যবহারের সুবিধাগুলো হলো এগুযলো হতে বিদ্যুৎ শক্তি বা অন্য শক্তিতে রূপান্তরের সময় পরিবেশ দুষিত হয়না।
Question:কাজের মাত্রা লিখ।
কাজের মাত্রা সমীকরণ, `[W]=MLT^-2`
Question:লভ্য কার্যকর শক্তি কি?
ইঞ্জিন থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তাকে লভ্য কার্যকর শক্তি বলে।
Question:একই বেগের তোমার দিকে একটি হালকা টেনিস বল আর একটি ভারী ক্রিকেট বল নিক্ষেপ করা হলে কোন বল কর্তৃক আঘাত বেশি হবে এবং কেন?
একই বেগে আমার দিকে একটি হালকা টেনিস বল আর একটি ভারী ক্রিকেট বল নিক্ষেপ করা হলে ভারী ক্রিকেট বল কর্তৃক আঘাত বেশি হবে কারণ ভারী ক্রিকেট বলের ভর বেশি হওয়ায় এর গতি শক্তি বেশি।
Question:এক অশ্বক্ষমতা সমান কত ওয়াট?
এক অশ্বক্ষমতা সমান 746 ওয়াট।