Question:এক ওয়াট কী?
Answer
এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়াট বলে।
Question:এক ওয়াট কী?
এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়াট বলে।
Question:কোন সচল বস্তু কোন শক্তি অধিকারী?
যেকোন সচল বস্তু গতিশক্তির অধিকারী।
Question:ঢিল ছুঁড়লে আম বা বরই বৃন্তচ্যুত হয় কীভাবে?
ঢিল ছুঁড়লে ঢিলের গতি তথা গতিশক্তির কারণে আম বা বরই গতি জড়তা প্রাপ্ত হয় এবং আম বা বরই বৃন্তচ্যুত হয়ে পড়ে যায়।
Question:বায়ুকল কি?
বায়ু প্রবাহজনিত গতিশক্তিকে যান্ত্রিক বা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের যন্ত্রকে বায়ুকল বলে।
Question:ভর হতে নিউক্লিয় শক্তির উৎপাদন উপযুক্ত সমীকরণসহ ব্যাখ্যা কর।
নিউক্লীয় বিক্রিয়ায় সাধারণত পদার্থ তথা ভর শক্তিতে রূপান্তরিত হয়। অবশ্য নিউক্লীয় বিক্রিয়ায় মোট ভরের কেবল একটি ক্ষুদ্র ভগ্নাংশ শক্তিতে রূপান্তরিত হয়। পদার্থ শক্তিতে রূপান্তরিত হলে যদি E পরিমাণ শক্তি পাওয়া যায়, তাহলে `E = mc^2`। এখানে m হলো শক্তিতে রূপান্তরিত ভর এবং c হচ্ছে আলো বেগর যা `3xx10^8ms^(-1)` এর সমান।
Question:গাছে ঝুলে থাকা অবস্থায় আমের মধ্যে কোন শক্তি বিদ্যমান থাকে?
গাছে ঝুলে থাকা অবস্থায় আমের মধ্যে বিভব শক্তি জমা থাকে।
Question:গতিশক্তি বলতে কী বুঝ?
কোনো গতিশীল বস্তুর তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে।
Question:কর্মদক্ষতা কাকে বলে?
লভ্য কার্যকর ক্ষমতা ও মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে।
Question:কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 40% বলতে কী বুঝায়?
কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 40% বলতে বুঝায়, ইঞ্জিনটিতে 100J শক্তি প্রদান করলে 40J কার্যকর শক্তি পাওয়া যায়। এবং বাকি 60% শক্তির অপচয় হয়।
Question:শক্তি ও কাজের একক অভিন্ন কেন? ব্যাখ্যা কর।
কাজ করতে শক্তির প্রয়োজন। কোনো কাজ করলে সমপরিমাণ শক্তির রূপান্তর ঘটে। সম্পন্ন কাজের দ্বারাই শক্তি পরিমাপ করা হয়। তাই কাজ ও শক্তির একক অভিন্ন।