Question:প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
Answer
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন।
Question:প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন।
Question:তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কী?
তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কয়লা।
Question:সৌরশক্তি কী?
সূর্য থেকে যে শক্তি পাওয়অ যায় তাকে বলে সৌরশক্তি।
Question:নিউক্লীয় ফিশন কী?
নিউক্লীয় বিক্রিয়ায় প্রাপ্ত শক্তিকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয় সেই বিক্রিয়াকে বলা হয় নিউক্লীয় ফিশন।
Question:ক্ষমতার একক কী?
ক্ষমতার একক ওয়াট।
Question:এক অশ্বক্ষমতা সমান কত ওয়াট?
এক অশ্বক্ষমতা সমান 746 ওয়াট।
Question:সঞ্চয়ক কোষে শক্তির কীরূপ পরিবর্তন ঘটে?
সঞ্চয়ক কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
Question:বিভব শক্তি কীসের ওপর নির্ভর করে?
বিভব শক্তি বস্তুর ভর ও উচ্চতার ওপর নির্ভর করে।
Question:জুল কাকে বলে?
কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের দিকে এক মিটার সরণ হয় তবে সম্পন্ন কাজের পরিমাণকে এক জুল বলে।
Question:স্প্রিংকে সংকুচিত করলে এটি কী ধরনের শক্তি অর্জন করে- ব্যাখ্যা কর।
স্প্রিংকে সংকুচিত করলে এটি স্বাভাবিক অবস্থা হতে পরিবর্তিত অবস্থায় আসে এবং এ পরিবর্তনের ফলে এটি বিভবশক্তি অর্জন করে। এ শক্তি পরিবর্তীতে গতিশক্তিতে রূপান্তরিত হতে পারে বা এ শক্তির দ্বারা স্প্রিংটি সমপরিমাণ কাজ ও করতে সক্ষম।