কাজ, ক্ষমতা ও শক্তি
  1. Question:গতিশক্তির ব্যাখ্যা দাও। 

    Answer
    কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। কোনো বস্তু যখন স্থির অবস্থায় থাকে তখন কোনো গতিশক্তি তাকে না। m ভরের কোনো বস্তুর গতিবেগ v হলে এর গতিশক্তি `E-k = 1/2mv^2`। ঢিল ছুড়ে গাছের বৃন্ত হতে আম বিচ্যুত করা সম্ভব। এক্ষেত্রে ঢিলের গতিশক্তি রয়েছে বলেই এর দ্বারা ঐ কাজ সম্পাদন করা সম্ভব।

    1. Report
  2. Question:একক সময়ে কৃতকাজের পরিমাণকে কী বলে? 

    Answer
    একক সময়ে কৃতকাজের পরিমাণই হলো ক্ষমতা।

    1. Report
  3. Question:শব্দের উৎপত্তিগত দিক থেকে পেট্রোলিয়াম কী? ব্যাখ্যা কর। 

    Answer
    পেট্রোলিয়াম একটি ল্যাটিন শব্দ। এটি তৈরি হয়েছে পেট্রো ও অলিয়াম মিলে। ল্যাটিন ভাষায় পেট্রো শব্দের অর্থ পাথর এবং অলিয়াম শব্দের অর্থ তেল। সুতরাং পেট্রোলিয়াম হল পাথরের মধ্যে সঞ্চিত তেল। টারশিয়ারি যুগে অর্থাৎ আজ থেকে পাঁচ ছয় কোটি বছর আগে সমুদ্রের তলদেশে পাললিক শিলার স্তরে স্তরে গাছপালা ও সামুদ্রিক প্রাণী ছাপা পড়ে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পেট্রোলিয়াম তৈরি হয়েছে।

    1. Report
  4. Question:পেট্রো শব্দের অর্থ কী? 

    Answer
    পেট্রো শব্দের অর্থ পাথর।

    1. Report
  5. Question:একটি বস্তু কীভাবে বিভ শক্তি অর্জন করে- ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থা বা অবস্থান হতে পরিবর্তিত অবস্থা বা অবস্থানে আসলে এটি বিভবশক্তি অর্জন করে। এখানে অবস্থার পরিবর্তন বলতে মূলত আকৃতিগত পরিবর্তন বুঝানো হয়েছে, যেমন: স্প্রিং এর সংকোচন। এছাড়া অবস্থানের পরিবর্তনের মাধ্যমেও বস্তু বিভবশক্তি অর্জন করতে পারে, যেমন- কোনো বস্তুকে ভূমি হতে নির্দিষ্ট উচ্চতায় তোলা হলে এটি অভিকর্ষজ বিভবশক্তি অর্জন করে।

    1. Report
  6. Question:গাছে ঝুলে থাকা অবস্থায় আমের মধ্যে কোন শক্তি বিদ্যমান থাকে? 

    Answer
    বিভব শক্তি।

    1. Report
  7. Question:শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য লিখ। 

    Answer
    (ক) শক্তি: কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।
    ক্ষমতা: কোনো বস্তু একক সময় যে কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে।
    (খ) শক্তি: মোট নিষ্পন্ন কাজ দিয়ে শক্তি নির্ধারণ করা হয়। শক্তি নির্ণয় তাই সময়ের প্রশ্ন আসে না।
    ক্ষমতা: ক্ষমতা নির্ধারণে মোট কাজের কোনো প্রয়োজন নেই। নির্দিষ্ট পরিমাণ কাজ করতে যার সময় যত কম লাগবে তার ক্ষমতা তত বেশি। ক্ষমতা নির্ণয়ে তােই সময়ের প্রশ্ন আসে।
    (গ) শক্তি: শক্তির বিভিন্ন রূপ আছে।
    ক্ষমতা: ক্ষমতার প্রকারভে নেই, তাই রূপান্তরের প্রশ্ন উঠেনা।
    (ঘ) শক্তির মাত্রা: `(MT^2T^(-2))`
    ক্ষমতার মাত্রা: `(MT^2T^(-3))`
    (ঙ) শক্তির একক জুল।
    ক্ষমতা একক ওয়াট।

    1. Report
  8. Question:ক্ষমতার মাত্রা কী? 

    Answer
    ক্ষমতার মাত্রা হচ্ছে = `MT^2T^(-3)`

    1. Report
  9. Question:কোনো মেঝের সাপেক্ষে কোনো বস্তুর বিভবশক্তি 25J বলতে কী বোঝ? 

    Answer
    অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে।
    কোন বস্তুর বিভব শক্তি 25J বলতে বোঝায় বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি দ্বারা বস্তুটি ঘরের মেঝেতে নেমে আসতে 25J কাজ করতে পারে।

    1. Report
  10. Question:অনবায়নযোগ্য শক্তি কাকে বলে? 

    Answer
    যে সমস্ত শক্তি নতুন ভাবে সৃষ্টি করা যায় না তাদেরকে অনবায়নযোগ্য শক্তি বলা হয়।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd