Question:তড়িৎ ক্ষমতা কী?
Answer
একটি বৈদ্যুতিক যন্ত্রের শক্তি রূপান্তরের হারকে ঐ যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলা হয়।
Question:তড়িৎ ক্ষমতা কী?
একটি বৈদ্যুতিক যন্ত্রের শক্তি রূপান্তরের হারকে ঐ যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলা হয়।
Question:তড়িৎ প্রবাহ কেন উৎপন্ন হয়?
তড়িৎ প্রবাহ হয় তড়িতক্ষেত্র বা বর্তনীর দুিই বিন্দুর বিভব পার্থক্যের কারণে। দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য থাকলে ঐ বিন্দুদ্বয়ে মুক্ত ইলেকট্রনের ঘনত্বের তারতম্য থাকে। ইলেকট্রনসমূহ সকলে একই ধরনের (ঋণাত্মক) আধানবিশিষ্ট হওয়ায় পরস্পরকে বিকর্ষণ করে এবং এই বিকর্ষণের ফলে বেশি ঘনত্বের অঞ্চল হতে কম ঘনত্বের অঞ্চলে ইলেকট্রনসমূহ প্রবাহের দ্বারা বিদ্যুৎপ্রবাহের সূত্রপাত ঘটে।
Question:`(Omega)^(-1)` কীসের একক?
`(Omega)^(-1)` পরিবাহকত্বের একক।
Question:রোধের অনুক্রমিক সন্নিবেশ বলতে কী বোঝ?
কতকগুলো রোধকে যদি পরপর এমনভাবে সাজানো হয় যে প্রথম রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত এবং বাকীগুলো এভাবে সংযুক্ত থাকে এবং প্রথম রোধের প্রথম প্রান্ত ও শেষ রোধের শেষ প্রান্তের মাঝে কোনো বিদ্যুৎ উৎস থাকে তবে তাকে রোধের অনুক্রমিক সন্নিবেশ বলে।
Question:গ্যালভানোমিটার কী?
গ্যালভানোমিটার হলো এমন একটি যন্ত্র যা দ্বারা তড়িৎ প্রবাহরে অস্তিত্ব নির্ণয় করা হয়।
Question:বর্তনীতে ফিউজ শ্রেণিতে সংযুক্ত করা হয় কেন ব্যাখ্যা কর।
বর্তনীতে ফিউজ শ্রেণি সংযোগ করা হয়। ফিউজ ব্যবহারের ফলে অতিরিক্ত প্রবাহ অতিক্রম করার চেষ্টা করলে এটি গলে যায় এবং বর্তনীয় সংশ্লিষ্ট অংশকে বিচ্ছিন্ন করে দেয়। তাই বর্তনীর যে অংশ বা শাখাকে দৈ্যুতিক উত্তাপজনিত ক্ষতি হতে রক্ষা করার উদ্দেশ্যে ফিউজ ব্যবহার করা হয় যে সে অংশ, শাখা বা বর্তনী উপাদানের সাথে ফিউজটিকে শ্রেণি সংযোগে সংযুক্ত করা হয়।
Question:আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে কী বলে?
আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে পরিবাহকত্ব বলে।
Question:তড়িৎপরিবাহিতা বলতে কী বোঝ?
ওহমের সূত্র হতে আমরা জানি, I - GV এখানে G সমানুপাতিক ধ্রুবক। একে পরিবাহকের পরিবাহিতা বলে। এটি রোধের বিপরীত রাশি। `:. G = 1/R` অতএব আমরা সংজ্ঞায়িত করতে পারি, কোনো পরিবাহকের তড়িৎ পরিবাহিতা এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এবং পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের অনুপাতের সমান।
Question:তড়িৎ পরিবাহিতার একক ক?
তিড়িৎ পরিবাহিতার একক সিমেন্স (S)।
Question:আপেক্ষিক রোধ তাপমাত্রার উপর নির্ভর করে কেন- ব্যাখ্যা কর।
আপেক্ষিক রোধ হলো বস্তুর একক দৈর্ঘ্যের এর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো অংশের রোধ। তাপমাত্রার সাথে বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তিত হয় বলে আপেক্ষিক রোধ পরিবর্তিত হয়। এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির ফলে বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উভয়ই বৃদ্ধি পায় বলে `R = rhoL/A` বা `rho = (RA)/L` সমীকরণ অনুসারে আপেক্ষিক রোধ বৃদ্ধি পায়, কারণ ক্ষেত্রফল একটি দ্বিমাত্রিক রাশি এবং দৈর্ঘ্য একমাত্রিক রাশি বলে তাপমাত্রার বৃদ্ধিতে দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পায়, ক্ষেত্রফল তার চেয়ে বেশি বৃদ্ধি পায়।